ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য ইতিহাস প্রথম অধ্যায় থেকে ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাস প্রশ্নের উত্তরগুলি অনুশীলন করলে মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) ।। দশম শ্রেণি ইতিহাসঃ 

ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

১) ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- রনজিৎ গুহ 

২) পিচঢালা রাস্তা নির্মাণ করেন- জন ম্যাক্যাডাম

৩) সংস্কৃতির শহর বলা হয়- কলকাতাকে

৪) বাণিজ্য শহর বলা হয়- মুম্বাইকে

৫) ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম- রাজ তরঙ্গিনী

৬) ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয়- চার ভাগে

৭) ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন- ইংরেজরা

৮) মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল- ১৯১১ খ্রিঃ 

৯) বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল- পাক রাজেশ্বর

১০) ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয়- বোম্বে থেকে থানে

১১) আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয়- ১৯৭৫ খ্রিঃ 

১২) বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল- ৫ ই জুন, ১৯৭৪ খ্রিঃ 

১৩) আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো- সরকারি নথিপত্র

১৪) বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৫) ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত- দিল্লিতে

১৬) বিপিনচন্দ্র পাল লিখেছেন- সত্তর বছর

১৭) ইন্টারনেট শুরু হয়- ১৯৮৯ খ্রিঃ 

১৮) সোমপ্রকাশ ছিল একটি- সাপ্তাহিক পত্রিকা

১৯) জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি- আত্মজীবনী

২০) উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা- জে কৃষ্ণমূর্তি

 

খ) শূন্যস্থান পূরণঃ 

১) প্রথম নাট্য চর্চার উদ্ভব হয় _______ দেশে।- গ্রীসে

২) গান্ধী টুপি পরতেন ________ । – মহাত্মা গান্ধীর অনুগামীরা

৩) প্রথম ঐতিহাসিক _________ সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন।- নীহাররঞ্জন রায়

৪) মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন _______ । – ঋত্বিক ঘটক

৫) রাজা হরিশচন্দ্র নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন _______ । – দাদাসাহেব ফালোকে

৬) ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হলো _______ । – নীলদর্পণ

৭) খেলার রাজা নামে পরিচিত ______ । – ক্রিকেট

৮) সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে _______ দের ইতিহাস চর্চায়। – সাব অল্টার্ন

৯) ফুড ইন হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন ________ । – রিয়াই টান্নাহিল

১০) বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল ________। – মাসিক

১১) প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো _______ । – সোমপ্রকাশ

১২) কলকাতা নগরীর পত্তন ঘটে ________ । – ১৬৯০ খ্রিঃ 

১৩) দা হিন্দু টেম্পল গ্রন্থটি রচনা করেন _______ । – জর্জ মিশেল

১৪) ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় আধুনিকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন _______ । – লর্ড ডালহৌসি

১৫) ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় _________ ।- ১৮৫৩ 

১৬) গান্ধার শিল্পে ________ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। – ভারতীয় রোমান গ্রীক

১৭) বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় _______ ।- প্রবাসী পত্রিকায়

১৮) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ________ । – ১৮১৮ খ্রিঃ

১৯) প্রখ্যাত সংগীত শিল্পী মান্নাদে- র আত্মজীবনীর নাম হল ________ । – জীবনের জলসাঘরে

২০) কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ________ । – ১৮৮০ খ্রিঃ

২১) ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ________ । – ১৯২৮ খ্রিঃ

২২) মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতঙ্গ হলেন _______ ।- তানসেন

২৩) ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ______ ।- কলকাতায়

 

গ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ 

১) ইতিহাসের জনক কাকে বলা হয়?

উঃ হেরোডোটাসকে।

২) ইতিহাস বিদ্যাকে অন্যান্য ‘বিদ্যাচর্চার জননী’ বলে কে অভিহিত করেছেন?

উঃ জি এম ট্রেভেলিয়ান।

৩) বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২০

৪) কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?

উঃ ১৮৯৫

৫) বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?

উঃ শ্রীচৈতন্যদেব।

৬) ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির রচয়িতা কে?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৭) কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?

উঃ লালন ফকিরের গান হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল।

৮) ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উঃ লিওনার্দো দা ভিঞ্চি।

৯) কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?

উঃ প্যারিস।

১০) সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?

উঃ পথের পাঁচালী।

১১) বঙ্গীয় কলা সংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উঃ ১৯০৫

১২) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।

১৩) চিত্র কথা কার লেখা?

উঃ বিনোদ বিহারী মুখোপাধ্যায়।

১৪) নর্মদা বাঁচাও আন্দোলন এর নেত্রী কে দিয়েছিলেন?

উঃ মেধা পাটেকর।

১৫) চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে?

উঃ উত্তরাখণ্ড।

১৬) নিউ সাইন্স গ্রন্থের রচয়িতা কে?

উঃ ভিকো।

১৭) সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি?

উঃ জীবনের ঝরাপাতা।

১৮) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উঃ সরকারি মহাফেজখানা ও লেখ্যাগারে।

১৯) বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯১৭

২০) ভারতের প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি?

উঃ বেঙ্গল গেজেট।

২১) প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?

উঃ সমাচার দর্পণ।

২২) বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়?

উঃ ১৮৭২

২৩) বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৪) কোন বড়লাট সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?

উঃ লর্ড লিটন।

২৫) ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?

উঃ মুনষী প্রেমচন্দ।

২৬) জীবনের ঝরাপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?

উঃ দেশ পত্রিকা।

২৭) সাইন্স এন্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা?

উঃ দীপক কুমার।

২৮) CSIR কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৪২।

২৯) বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো। 

উঃ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

৩০) বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন?

উঃ ১৮৮০

৩১) বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?

উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।

৩২) বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?

উঃ লুই এবং অগাস্ত ল্যুমিয়েরকে।

৩৩) কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি?

উঃ কাল্পনিক সংবদল।

৩৪) গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।

উঃ বাপি বাড়ি যা।

৩৫) বাংলা ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২০

৩৬) দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয়?

উঃ ১৯২৮

৩৭) প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?

উঃ নবীনচন্দ্র দাস।

৩৮) বাংলায় নীল চাষের উপর অত্যাচারের কথা কোন সরকারি নথি থেকে জানা যায়?

উঃ নীল কমিশনের রিপোর্ট।

৩৯) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?

উঃ মুম্বাইতে।

৪০) বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?

উঃ নবগোপাল মিত্র।

মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-history-suggestion-2025

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?