ইসলামীয় ধারা MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ইসলামীয় ধারা MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে এখানে প্রদান করা হলো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার দিতে চলা শিক্ষার্থীরা এই ইসলামীয় ধারা MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টার প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ইসলামীয় ধারা MCQ প্রশ্ন-উত্তর ।। একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারঃ
ইসলামীয় ধারা MCQ প্রশ্ন-উত্তরঃ
১) রোসাঙদের রাজবংশ হল- মগ
২) রোসাঙদের মাতৃভাষা হল- আরাকান
৩) হুসেন শাহ চট্টগ্রাম জয় করেছিলেন- পঞ্চদশ শতাব্দীর সূচনায়
৪) আরাকান রাজসভার একজন বিশিষ্ট কবি হলেন- দৌলত কাজি
৫) বাংলাদেশে স্বাধীন নাবাবী আমল শুরু হয়েছিল যে শতাব্দীতে- অষ্টাদশ
৬) সত্যনারায়ণ পাঁচালি রচনা করেছিলেন- ফৈজুল্লা
৭) আরাকান অঞ্চল ব্রহ্মদেশের দ্বারা অধিকৃত হয়েছিল- ১৭৮২ খ্রিঃ
৮) চট্টগ্রাম অঞ্চলে যার শাসনকালে বঙ্গসংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটেছিল- হোসেন শাহ
৯) দৌলত কাজী জন্মগ্রহণ করেছিলেন- চট্টগ্রামে
১০) দৌলত কাজী যার সভাকবি ছিলেন- শ্রীধর্মার
১১) আরাকান রাজসভার কাহিনিতে প্রাধান্য পেয়েছিল- মানবচরিত্রের কাহিনি
১২) লোরচন্দ্রানী কাব্যের অপর নাম- সতী-ময়নার কাহিনি
১৩) দৌলত কাজীর লেখা কাব্যের নাম- লোরচন্দ্রানী
১৪) লোরচন্দ্রানী গ্রন্থটি যে গ্রন্থ থেকে অনুদিত- মৈনা কো সৎ
১৫) যার অনুগ্রহে দৌলত কাজী লোরচন্দ্রানী কাব্য রচনা করেন- আশরফ খান
১৬) অসমাপ্ত লোরচন্দ্রানী কাব্যটি সমাপ্ত করেন- কবি আলাওল
১৭) সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কাব্যকীর্তি হল- পদ্মাবতী
১৮) সৈয়দ আলাওলের শেষ রচনা হল- সেকেন্দারনামা
১৯) ইউসুফ জোলেখার রচয়িতা হলেন- শাহ মুহম্মদ সগীর
২০) গাজীমঙ্গল রচনা করেছিলেন- আবদুল গফুর
আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ