দশম শ্রেণির মাধ্যমিক আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই দশম শ্রেণির মাধ্যমিক আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে তাদের পাঠ্য আফ্রিকা কবিতাটির পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর :
১) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?
ক) দয়াময় দেবতার প্রতি
খ) কবির সঙ্গীতের প্রতি
গ) নিজের প্রতি
ঘ) ধরিত্রীর প্রতি
উঃ নিজের প্রতি
২) কোথায় বাধা হয়েছিল আফ্রিকাকে ?
ক) বটবৃক্ষের অন্তরালে
খ) কৃপণ আলোর অন্তঃপুরে
গ) সুদূর পশ্চিমে
ঘ) বনস্পতির নিবিড় পাহাড়ায়
উঃ বনস্পতির নিবিড় পাহাড়ায়
৩) নিভৃত অবকাশে অফ্রিকা কী চিনেছিল ?
ক) দুর্গমের রহস্য
খ) রহস্য ও দুর্বোধ সঙ্কেত
গ) জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
ঘ) প্রাকৃতিক রহস্য
উঃ জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
৪) “অপরিচিত ছিল তোমার মানবরূপ” —কেন অপরিচিত ছিল ?
ক) কালো ঘোমটার নীচে থাকার জন্য
খ) গর্বে অন্ধ থাকার জন্য
গ) উপরের দুটিই
ঘ) উপরের কোনোটিই নয়
উঃ কালো ঘোমটার নীচে থাকার জন্য
৫) বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল –
ক) আবিল
খ) শৌয্যপূর্ণ
গ) কলঙ্কময়
ঘ) প্রসারিত
উঃ আবিল
৬) ওদের নখ কীসের চেয়ে তীক্ষ্ণ ?
ক) চিতাবাঘের
খ) সিংহের
গ) নেকড়ের
ঘ) বিড়ালের
উঃ নেকড়ের
৭) তাদের গর্বের অন্ধত্বকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?