পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের পরীক্ষাপত্র

পুঁইমাচা গল্পের MCQ ভিত্তিক পরীক্ষা প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের পরীক্ষাপত্র প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের পরীক্ষাপত্র সমাধানের মধ্য দিয়ে তাদের পাঠ্য গল্পটির প্রস্তুতি গ্রহণ করতে পারবে। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য এই পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের পরীক্ষাপত্র -এ প্রদান করা প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের পরীক্ষাপত্রঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

গল্পঃ পুঁইমাচা, পূর্ণমানঃ ২০ সময়ঃ ৩০ মিনিট 

১) ক্ষেন্তির চোখ দুটি কেমন ছিল ? 

(i) তীক্ষ্ণ   (ii) ভাসা ভাসা    (iii) উজ্জ্বল    (iv) ডাগর ডাগর 

২) গয়া বুড়ির কাছে সহায়হরির কত ধার ছিল ? 

(i) দু’টাকা   (ii) দু’পয়সা    (iii) এক টাকা    (iv) এক পয়সা 

৩) কোন গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছিল ? 

(i) বাঁশগাছ   (ii) বাতাবিলেবু গাছ   (iii) আমগাছ   (iv) কাঁঠালগাছ 

৪) ক্ষেন্তি উঠানের রৌদ্রে বসে কী করছিল ? 

(i) খোঁপা খুলছিল   (ii) তেল মাখছিল   (iii) রোদ পোহাচ্ছিল   (iv) রামায়ণ পাঠ করছিল 

৫) অন্নপূর্ণা ক্ষেন্তির পিঠে কী ভাঙবে বলেছেন ? 

(i) নারকেল   (ii) তাল   (iii) চেলা কাঠ   (iv) লাঠি 

৬) সহায়হরির দুই ছোটো মেয়ে গায়ে কী বেঁধে দাঁড়িয়েছিল ?

(i) চাদর   (ii) কাঁথা   (iii) দোলাই   (iv) পঞ্চু 

৭) খেঁদির মার দেওয়া পাটিসাপটায় কীসের গন্ধ ছিল ?

(i) পোড়া-পোড়া   (ii) ধরা-ধরা   (iii) আঁশটে   (iv) সুগন্ধী দ্রব্যের 

৮) বেহারা কোথায় বরের পালকি নামিয়েছিল ?

(i) আমতলায়   (ii) আমলকীতলায়   (iii) বাবলাতলায়   (iv) বটতলায় 

৯) গত বছর লেবুর চারা কে তুলে এনেছিল ? 

(i) ক্ষেন্তি   (ii) রাধী   (iii) অন্নপূর্ণা   (iv) সহায়হরি 

১০) ‘তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই’- কী? 

(i) প্রবল বর্ষা   (ii) প্রবল শীত   (iii) প্রবল দাবদাহ   (iv) প্রবল ঝড় 

১১) ‘বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে’- এটি একটি- 

(i) বাস্তব ঘটনা   (ii) বাগ্‌ধারা   (iii) প্রবাদ   (iv) আপ্তবাক্য 

১২) ‘পুঁইমাচা’ গল্পে পাত্রদের নামের কোনো উল্লেখ নেই কেনো ? 

(i) এই পাত্ররা ছিল উন্নত   (ii) এই পাত্ররা ছিল চাকুরিজীবী   (iii) এরা পুরুষ সমাজের প্রতীক   (iv) লেখকের অন্যমনষ্কতা 

১৩) ‘মেয়েটির লোভের স্মৃতি’ এখানে ‘লোভ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ? 

(i) বেঁচে থাকার তীব্র ইচ্ছা   (ii) মৃত্যু    (iii) পেটুক   (iv) ভোজন রসিক 

১৪) অন্নপূর্ণার ছোট মেয়ের নাম ________ ও মেজো মেয়ের নাম ____________ । 

(i) ক্ষেন্তি, রাধী   (ii) রাধী, পুঁটি   (iii) পুঁটি, রাধী   (iv) খেঁদি, পুঁটি 

১৫) বিয়ের ________ বছরের মধ্যে বসন্ত রোগে মারা গিয়েছিল ক্ষেন্তি । 

(i) এক   (ii) দুই   (iii) তিন   (iv) চার 

১৬) সহায়হরির পদবী হল _________ । 

(i) মুখুজ্যে   (ii) মজুমদার   (iii) চৌধুরী   (iv) চাটুজ্যে 

১৭) স্তম্ভ মেলাওঃ 

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

(i) অন্নপূর্ণা রোদে আমসত্ত দিয়েছিলেন

(a) আষাঢ় মাসে

(ii) সহায়হরির প্রতিবেশি

(b) ফাল্গুন-চৈত্র মাসে

(iii) বিয়ের পর ক্ষেন্তি বাড়ি আসতে চেয়েছিল (c) পরমেশ্বর চাটুজ্যে
(iv) নীলকুঠির আমলে যার নামে বাঘে গোরুতে একঘাটে জল খেতো (d) বিষ্ণু সরকার

(i) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)   (ii) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)   (iii) (i)-(b), (ii)- (c), (iii)- (a), (iv)-  (d)   (iv) (i)- (b), (ii)- (d), (iii)- (a), (iv)- (c) 

১৮) বিবৃতিঃ অন্নপূর্ণার চোখে জল আসিল। 

কারণঃ অন্নপূর্ণা মেয়ের ভবিষ্যতের কথা ভাবছিলেন। 

(i) বিবৃতি ও কারণ দুটোই ঠিক এবং কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা 

(ii) বিবৃতি ও কারণ দুটোই ঠিক; কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা 

(iii) বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল 

(iv) বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক 

১৯) মিঠে আঁচে পিঠে ফুলে ওঠে- 

(i) লুচির মতো   (ii) টোপরের মতো   (iii) ফুচকার মতো   (iv) বলের মতো 

২০) ক্ষেন্তির বিবাহ হয়েছিল – 

(i) দোজবরের সঙ্গে   (ii) দরিদ্র ঘরে   (iii) বড়োলোকের ঘরে   (iv) জমিদার ঘরে 

পুঁইমাচা গল্পের প্রশ্নের উত্তরগুলি এবং অন্যান্য পাঠ্য বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?