দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । নবম শ্রেণি

দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । নবম শ্রেণি

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । নবম শ্রেণি প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । নবম শ্রেণি অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন । নবম শ্রেণি :  

শিক্ষালয়, অনুপম ধর 

শ্রেণিঃ- নবম, বিষয়ঃইতিহাস

 পূর্ণমানঃ৫০, সময়ঃ২ঘন্টা

ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ- (যে কোন ১৫টি)  ১৫*১=১৫

  1. ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  2. কে নিজেকে “নেপোলিয়ন বিজেতা” বলে দাবি করতেন?
  3. ন্যায্য অধিকার নীতির তীব্র সমর্থক কারা ছিলেন?
  4. কে ,কবে ‘কালসবাড ডিক্রি’ জারি করেন?
  5. ভিলিন কে ছিলেন?
  6. লুই কসুথ কে ছিলেন?
  7. বিসমার্ক কবে, কোথাকার প্রধানমন্ত্রী হন?
  8. সেডানের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
  9. স্বাধীন গ্রীসের প্রথম রাজা কে ছিলেন?
  10. কোন রুশ জার প্রথম ‘উষ্ণজল নীতি’ গ্রহণ করেন?
  11. কোন সন্ধি দ্বারা প্রথম অহিফেন যুদ্ধের অবসান ঘটে?
  12. কোন সন্ধি দ্বারা চিন-জাপান যুদ্ধের অবসান ঘটে?
  13. ‘শিল্পবিপ্লব’ কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
  14. ওয়াটার ফ্রেম কে আবিস্কার করেন?
  15. রাশিয়ার ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় কবে?
  16. ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
  17. ‘প্রাভদা’ কী?
  18. হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী?

 

খ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ- (যে কোন ১০টি)  ১০*২=২০

  1. ভিয়েনা সম্মেলনের দুটি ত্রুটি উল্লেখ করো।
  2. ‘ইউরোপীয় শক্তি সমবায়’ কী?
  3. ১৮৪৮ খ্রিস্টাব্দকে কেন ‘বিপ্লবের বছর’ বলা হয়?
  4. জোলভেরাইন কী?
  5. বলকান সমস্যা কী?
  6. কাকে, কেন মুক্তিদাতা জার বলা হয়?
  7. শিল্পবিপ্লবের তিনটি বৈশিষ্ট্য লেখ।
  8. ‘ফ্যাক্টারি প্রথা’ কী?
  9. ‘লুডাইট দাঙ্গা’ কী?
  10. মুক্তদার নীতি কী?
  11. সেরাজেভো হত্যাকাণ্ড কী?
  12. তিন সম্রাটের চুক্তি কী?
  13. নিহিলিস্ট আন্দোলন সম্পর্কে কী জান?
  14. ‘এপ্রিল থিসিস’ কী?

 

গ) বিশ্লেষণধর্মী উত্তর দাওঃ- (যে কোন ৩টি)  ৩*৫=১৫

  1. মেটারনিখ ব্যবস্থা বলতে কী বোঝ? অথবা, ফ্রান্সে ফেব্রুয়ারী বিপ্লবের কারণগুলি কী ছিল?
  1. ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনি ও ইয়ং ইটালি দলের অবদান উল্লেখ করো। অথবা, শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো।
  1. প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল? অথবা, রাশিয়ার ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবের রাজনৈতিক কারণগুলি কি ছিলো?
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?