শিক্ষার রূপ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার রূপ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার রূপ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শিক্ষার রূপ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার :
১) প্রথাগত শিক্ষার অপর নাম হল – নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা
২) প্রথাগত শিক্ষায় শিক্ষার – চারটি উপাদান থাকে
৩) ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় – প্রথাগত শিক্ষায়
৪) শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষাব্যবস্থায়, তা হল – নিয়ন্ত্রিত শিক্ষায়
৫) শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হল – নিয়ন্ত্রিত শিক্ষায়
৬) নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষাব্যবস্থা পরিচালিত হয় – নিয়ন্ত্রিত শিক্ষা
৭) যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে – নিয়ন্ত্রিত শিক্ষা
৮) মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষাব্যবস্থায় – নিয়ন্ত্রিত শিক্ষায়
৯) যে শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করা হয় – নিয়ন্ত্রিত
১০) যে শিক্ষায় কঠোরভাবে শৃঙ্খলা অনুসরণ করা হয় – নিয়ন্ত্রিত শিক্ষায়
১১) যে শিক্ষায় শিক্ষার চারটি উপাদানই সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয় – নিয়ন্ত্রিত শিক্ষা
১২) “সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয়, তাকে প্রথাগত শিক্ষা বলা হয়”- বলেছেন – জে পি নায়েক
১৩) যে শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীনতা অবহেলিত হয় – নিয়ন্ত্রিত শিক্ষা
১৪) নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য – ডিগ্রিধারী শিক্ষা
১৫) শিক্ষার্থীরা বয়স অনুযায়ী ভরতি হয় – প্রথাগত শিক্ষায়
১৬) প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল – পরিকল্পিত পাঠক্রম
১৭) প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল – পরীক্ষা ব্যবস্থা
১৮) যে শিক্ষাব্যবস্থায় ছাত্রছাত্রীকে শ্রেণিতে নিয়মিত উপস্থিত থাকতে হয় – নিয়ন্ত্রিত
১৯) যে প্রকার শিক্ষায় পূর্বনির্ধারিত সময় এবং পাঠক্রম অনুযায়ী শ্রেণি শিক্ষণের ব্যবস্থা থাকে – নিয়ন্ত্রিত
২০) যে প্রকার শিক্ষাব্যবস্থায় প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা আছে – নিয়ন্ত্রিত বা প্রথাগত
২১) যে প্রকার শিক্ষা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক সরবরাহ করে – নিয়ন্ত্রিত শিক্ষা
২২) প্রথাগত শিক্ষায় দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা যায় – প্রাক্-প্রাথমিক শিক্ষা
২৩) প্রথাগত শিক্ষায় ছয় থেকে দশ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় – প্রাথমিক শিক্ষা
২৪) প্রথাগত শিক্ষায় দশ থেকে ষোল বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় – মাধ্যমিক শিক্ষা
২৫) প্রথাগত শিক্ষায় ষোল থেকে আঠারো বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় – উচ্চমাধ্যমিক শিক্ষা
২৬) প্রথাগত শিক্ষায় আঠারো থেকে একুশ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় – স্নাতক শিক্ষা
২৭) প্রথাগত শিক্ষায় একুশ থেকে তেইশ বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় – স্নাতকোত্তর শিক্ষা
২৮) প্রাক্-প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় – শিশু বিদ্যালয়
২৯) প্রথাগত শিক্ষায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে বলা হয় – মাধ্যমিক বিদ্যালয়
৩০) প্রথাগত শিক্ষায় উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষালয়কে বলা হয় – উচ্চমাধ্যমিক বিদ্যালয়
৩১) প্রথাগত শিক্ষায় স্নাতক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয় – মহাবিদ্যালয়
৩২) প্রথাগত শিক্ষায় স্নাতকোত্তর স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকে বলা হয় – বিশ্ববিদ্যালয়
৩৩) যে শিক্ষাব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীর অবস্থান অনুভূমিক থাকে – প্রথাগত বা নিয়ন্ত্রিত
৩৪) শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহানুভূতি, দলবদ্ধতা ইত্যাদি বিভিন্ন গুণাবলির বিকাশ ঘটাতে যে শিক্ষার প্রয়োজন – প্রথাগত শিক্ষা
৩৫) শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে যে শিক্ষার প্রয়োজন হয় – প্রথাগত শিক্ষা
৩৬) যে শিক্ষাব্যবস্থায় উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা পাঠদান করা হয় – প্রথাগত
৩৭) যে শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে – প্রথাগত
৩৮) শিক্ষার্থীদের মধ্যে নির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে যে শিক্ষাব্যবস্থার প্রয়োজন হয় – নিয়ন্ত্রিত শিক্ষা
৩৯) প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে ধরনের বিকাশ ঘটে থাকে – বৌদ্ধিক, দৈহিক ও প্রাক্ষোভিক বিকাশ
৪০) সমাজের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে – নিয়ন্ত্রিত শিক্ষা
৪১) শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয় যে শিক্ষাব্যবস্থায় – অপ্রথাগত শিক্ষা
৪২) শিক্ষার্থীদের ত্রুটিপূর্ণ অভিজ্ঞতাগুলিকে সংশোধন করা যে শিক্ষার অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ – প্রথাগত শিক্ষা
৪৩) নিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষার মধ্যে কৃত্রিম হল – নিয়ন্ত্রিত শিক্ষা
৪৪) যে প্রকার শিক্ষায় সকল শিক্ষার্থীকে একই ছাঁচে ঢালা পাঠক্রমে বাধ্যতামূলক শিক্ষা নিতে হয় – নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায়
৪৫) যে প্রকার শিক্ষায় ব্যক্তিগত বৈষম্যের প্রতি ঠিকমতো নজর দেওয়া হয় না – নিয়ন্ত্রিত শিক্ষায়
৪৬) যে প্রকার শিক্ষার মাধ্যমে রাষ্ট্র তার প্রয়োজনমতো নাগরিক তৈরি করতে পারে – নিয়ন্ত্রিত শিক্ষায়
৪৭) নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল – এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাপূরণ সম্ভব হয় না
৪৮) নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল – এটি পরীক্ষানির্ভর
৪৯) যে প্রকার শিক্ষার শেষে শিক্ষার্থীদের কোনো ডিগ্রি প্রদান করা হয় না – অনিয়ন্ত্রিত
৫০) যে শিক্ষাব্যবস্থার নির্দিষ্ট পাঠক্রম থাকে না – অনিয়ন্ত্রিত শিক্ষা
৫১) অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি – ব্যাপক
৫২) অনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা হল – স্বাভাবিক
৫৩) জীবনব্যাপী শিক্ষা বলা হয় – অনিয়ন্ত্রিত শিক্ষাকে
৫৪) নির্দিষ্ট শিক্ষক থাকে না – অনিয়ন্ত্রিত শিক্ষায়
৫৫) অনিয়ন্ত্রিত শিক্ষার মূল্যায়নকৌশল হল – আত্মমূল্যায়ন
৫৬) শিশুর শিক্ষা শুরু হয় – অনিয়ন্ত্রিত শিক্ষায়
৫৭) মূল্যায়ন, পাঠক্রম, শিক্ষক কোনোটিই থাকে না – অনিয়ন্ত্রিত শিক্ষায়
৫৮) অনিয়ন্ত্রিত শিক্ষায় – মূল্যায়নের কোনো সুযোগ নেই
৫৯) মনুষ্যসমাজের আদিমতম শিক্ষাকে যে নামে অভিহিত করা হয় – অনিয়ন্ত্রিত শিক্ষা
৬০) “সমাজে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশু যে অভিজ্ঞতা অর্জন করে, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়।”- বলেছেন – জে পি নায়েক
৬১) যে প্রকার শিক্ষার সূচনা এবং সমাপ্তির সময়সীমা নির্দিষ্ট নয় – অনিয়ন্ত্রিত শিক্ষা
৬২) যে প্রকার শিক্ষা মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতেই থাকে – অনিয়ন্ত্রিত শিক্ষা
৬৩) আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হল – অনিয়ন্ত্রিত শিক্ষা
৬৪) শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে – পরিবারে
৬৫) যে শিক্ষাব্যবস্থায় কোনো কিছুই পূর্বপরিকল্পিত থাকে না – অনিয়ন্ত্রিত
৬৬) শিক্ষার চারটি উপাদানের মধ্যে যেটিকে অনিয়ন্ত্রিত শিক্ষায় স্বীকার করা হয় – শিক্ষার্থী
৬৭) অনিয়ন্ত্রিত শিক্ষামাধ্যমের একটি উৎপাদনমূলক কেন্দ্রের নাম হল – কৃষিব্যবস্থা
৬৮) অনিয়ন্ত্রিত শিক্ষার অপর নাম হল – স্বতঃশিক্ষা
৬৯) অনিয়ন্ত্রিত শিক্ষার অপর একটি নাম হল – পরোক্ষ শিক্ষা
৭০) শংসাপত্র প্রদানের ব্যবস্থা থাকে না – অনিয়ন্ত্রিত শিক্ষায়
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ