শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শিক্ষার সংস্থাসমূহ MCQ । একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার :
১) “School is a simplified purified, better balanced society” বলেছেন – ডিউই
২) “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ”- এ কথা বলেছেন – জন ডিউই
৩) সমাজের ক্ষুদ্র সংস্করণ হল – বিদ্যালয়
৪) বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না – শিক্ষার্থীদের
৫) বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় – অনিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান
৬) “শিশুর প্রথম বিদ্যালয় হল তার মায়ের কোল।” উক্তিটি করেছেন – কমেনিয়াস
৭) স্কুল হল একটি – নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান
৮) আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হল – নিয়ন্ত্রিত শিক্ষা
৯) প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হল – শিশুর দৈহিক বিকাশ ও সু-অভ্যাস গঠন
১০) বিদ্যালয় হল সমাজের – ক্ষুদ্র সংস্করণ
১১) গ্রিক ভাষায় ‘স্কুল’ শব্দের অর্থ হল – অবসরকালীন পর্যায়ে একটি তত্ত্বগত জ্ঞানের বিষয়ে আলোচনা
১২) ‘School and Society’ গ্রন্থটির রচয়িতা হলেন – জন ডিউই
১৩) বিদ্যালয়গুলিকে সরকারি সংস্থা দ্বারা অনুমোদনদানের প্রধান কারণ হল – শিক্ষার মান বজায় রাখা
১৪) উন্নত সমাজগঠনের দায়িত্ব পালন করে – বিদ্যালয়
১৫) “বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান”- উক্তিটি করেছেন – ফ্রয়েড
১৬) “School” শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে হয়েছে – Skhole
১৭) SLC-এর পুরো নাম হল – School Level Certificate
১৮) “বিদ্যালয় কোনো দালানবাড়ি নয়, একটি বাজার নয়, কোনো প্ল্যাটফর্ম নয়, বিদ্যালয় হল একটি প্রাণচঞ্চল পবিত্র স্থান।”- উক্তিটি করেছেন – এম এস বালাকৃয় কোশি
১৯) “বিদ্যালয় হল সরল, পবিত্র, সুষম সমাজ।” – উক্তিটির বক্তা হলেন- জন ডিউই
২০) বিদ্যালয়ের একটি বিশেষ কাজ হল – অতীত ঐতিহ্যের সঞ্চালন
২১) বিদ্যালয়ের সর্বনিম্ন স্তর হল – প্রাক্-প্রাথমিক বিদ্যালয়
২২) বিদ্যালয়ের সর্বোচ্চ স্তর হল – বিশ্ববিদ্যালয়
২৩) “বিদ্যালয় হল একটি আংশিকভাবে কৃত্রিম সমাজ।” কথাটি বলেছেন – পার্সি নান
২৪) ম্যাকাইভার-এর মতে, বিদ্যালয় হল – সামাজিক সমিতি
২৫) শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হল – পুথিনির্ভর শিক্ষা
২৬) বিদ্যালয়ের একটি সামাজিক দায়িত্ব হল – কৃষ্টির সংরক্ষণ
২৭) বিদ্যালয়ের একটি শিক্ষার্থীকেন্দ্রিক দায়িত্ব হল – বৌদ্ধিক বিকাশ
২৮) ‘বিদ্যালয় হল একটি সামাজিক সমিতি’ – উক্তিটি করেছেন – ম্যাকাইভার
২৯) শিক্ষাক্ষেত্রে পরিবারের ত্রুটি হল – শিক্ষাবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অভাব
৩০) পরিবারের একটি অপরিহার্য শর্ত হল – সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান
৩১) ‘পরিবার হল পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হল পরস্পরের আত্মীয়’ – কথাটি বলেছেন – ডেভিস
৩২) পরিবার যে ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান – অনিয়ন্ত্রিত শিক্ষা
৩৩) “পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সমাজ প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে” কথাটি বলেছিলেন – ব্যালার্ড
৩৪) পরিবারকে প্রাথমিক গোষ্ঠীর অগ্রগণ্য ও সবচেয়ে আদর্শ গোষ্ঠী বলেছেন – কুলি
৩৫) “স্নেহ-ভালোবাসার কেন্দ্র হিসেবে শিশুর কাছে শিক্ষার সর্বোত্তম কেন্দ্র এবং প্রথম শিক্ষালয় হল পরিবার” কথাটি বলেছিলেন – পেস্তালৎসি
৩৬) “পরিবারের কাছ থেকে পাওয়া অনিয়ন্ত্রিত শিক্ষাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং স্বাভাবিক” – কথাটি বলেছিলেন – ফ্রয়েবেল
৩৭) শিশুর মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি প্রথম পরিতৃপ্তি লাভ করে – পরিবারে
৩৮) শিশুদের প্রথম সু-অভ্যাস গঠিত হয় – পরিবারে
৩৯) শিশুর জীবনে সবচেয়ে সুন্দর ও আনন্দময় স্থান হল – পরিবার
৪০) শিশু প্রথম কথা বলতে শেখে – পরিবারে
৪১) “শিক্ষার জন্য বালক-বালিকাদের ঘর হইতে দূরে পাঠানো উচিত নহে, একথা মানিতে পারি, যদি ঘর তেমনি ঘর হয়।” – কথাটি বলেছিলেন – রবীন্দ্রনাথ
৪২) “একজন আদর্শ মা একশো জন বিদ্যালয় শিক্ষকের সমান”- কথাটি বলেছিলেন – জর্জ হার্বার্ট
৪৩) শিশুর মধ্যে প্রথম প্রাক্ষোভিক বিকাশ ঘটে – পরিবারে
৪৪) শৈশব থেকেই শিশুকে সু-অভ্যাস গঠনের শিক্ষা দেয় – পরিবার
৪৫) পারিবারিক শিক্ষা এবং সমাজ প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা – উভয়ই সমন্বিতভাবে কাজ করে থাকে
৪৬) পরিবারভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্ত নয় – সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা
৪৭) ক্ষুদ্র পরিবার হল – শিশু ও তার বাবা-মাকে নিয়ে গঠিত পরিবার
৪৮) পরিবারকে রাষ্ট্রের ভিত্তিস্থল হিসেবে আখ্যা দিয়েছেন – কনফুসিয়াস
৪৯) “মায়েরাই হচ্ছে আদর্শ শিক্ষিকা”- কথাটি বলেছিলেন – ফ্রয়েবেল
৫০) সমাজের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান হল – পরিবার
৫১) পরিবারের একটি বৈশিষ্ট্য হল – দায়িত্বশীলতা
৫২) পরিবারের একটি শিক্ষামূলক কাজ হল – অভ্যাসগঠনের শিক্ষা
৫৩) শিশু শিশু প্রথম জীবনব্যাপী অনিয়ন্ত্রিত শিক্ষা লাভ করে – পরিবারে
৫৪) শিশুর প্রথম সামাজিক পরিচিতির বিকাশ ঘটে – পরিবারে
৫৫) “পিতা-মাতা বা অন্যান্যরা শিশুর বিকাশের উপযোগী আচরণ করে থাকে, তাই-ই হল আদর্শ পরিবার” – কথাটি বলেছিলেন – জন ডিউই
৫৬) শিশুর রুচি ও মনোভাবের প্রকৃতি গঠনে সাহায্য করে – পরিবার
৫৭) একজন শিশুর বিশ্বাস ও ধারণার স্বরূপ প্রথম গঠিত হয় – পরিবারে
৫৮) শিশুর বুদ্ধি ও বাচনিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে – পরিবার
৫৯) প্রথম থেকে শিশুকে নিরাপত্তা দান করে – পরিবার
৬০) শিশুর প্রথম প্রাক্ শিক্ষালয় হল – পরিবার
৬১) শিশুর মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে – পরিবারের সাহায্যে
৬২) যে সামাজিক প্রতিষ্ঠান থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে – পরিবার
৬৩) ‘Human Society’ গ্রন্থটির লেখক হলেন – ডেভিস
৬৪) সামাজিক ঐতিহ্যকে বংশপরম্পরায় সঞ্চারিত করার প্রথম ও প্রধান দায়িত্ব পালন করে – পরিবার
৬৫) প্রথম সামাজিক রীতিনীতিগুলি আয়ত্তীকরণে শিশুকে সহায়তা করে – পরিবার
৬৬) পরিবার হল শিশুর – শিক্ষাক্ষেত্র
৬৭) পরিবেশের মধ্যে প্রথম অভিযোজন করার শিক্ষালাভ করতে শিশুকে সহায়তা করে তার – পরিবার
৬৮) পরিবার হল – সংস্কৃতির পীঠস্থান
৬৯) শৈশবে শিশুর শিক্ষালয় হল – পরিবার
৭০) “শৈশবের শিক্ষায় মায়ের প্রভাব সবচেয়ে বেশি” – কথাটি বলেছিলেন – পেস্তালৎসি
৭১) পরিবারকে ‘আদি সামাজিক প্রতিষ্ঠান’ বলে উল্লেখ করেছেন – ব্যালার্ড
৭২) পরিবার যৌথ সম্পর্কের ভিত্তিতে গঠিত একটি – গোষ্ঠী
৭৩) শিশু জন্মগ্রহণ করার পর প্রথম আশ্রয় নেয় – পরিবারে
৭৪) শিশুর নীতিশিক্ষা প্রথম শুরু হয় – পরিবার থেকে
৭৫) পরিবার যে ধরনের প্রতিষ্ঠান – সামাজিক
৭৬) “পরিবার হচ্ছে পিতা-মাতার সঙ্গে সন্তানদের পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ একটি ব্যবস্থাপনা” কথাটি বলেছিলেন – ক্লেয়ার
৭৭) “শিশু তার নাগরিকতা সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করে মাতার চুম্বন এবং পিতার স্নেহের স্পর্শে”- কথাটি বলেছিলেন – জোসেফ ম্যাজিনি
৭৮) শিক্ষার একটি পরোক্ষ সংস্থা হল – পরিবার
৭৯) “পরিবার হল পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ নির্দিষ্ট ভূমিকা, অবস্থান ও ব্যক্তিত্ব-সহ কয়েকজন ব্যক্তির সমষ্টি” কথাটি বলেছিলেন – বার্জেস ও লক্
৮০) “Family is the original social institution from which all other institution developed” কথাটি বলেছিলেন – ব্যালার্ড
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ