রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ । রূপনারানের কূলে । দ্বাদশ শ্রেণি বাংলা

রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ । রূপনারানের কূলে । দ্বাদশ শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের জন্য রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ । রূপনারানের কূলে । দ্বাদশ শ্রেণি বাংলা প্রশ্নের উত্তরটি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ । রূপনারানের কূলে । দ্বাদশ শ্রেণি বাংলা অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ । রূপনারানের কূলে । দ্বাদশ শ্রেণি বাংলা : 

১) ‘রক্তের অক্ষরে দেখিলাম / আপনার রূপ”- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।  ৫

উৎসঃ

বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “রূপনারানের কূলে” কবিতা থেকে এই তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে।

তাৎপর্যঃ

জীবনের শেষপ্রান্তে উপনীত কবি উপলব্ধি করেছেন এই জগৎ স্বপ্ন নয়। আঘত ও বেদনার মধ্য দিয়েই কবি প্রকৃত জীবন সত্যকে অনুভব করেছেন। তাই তার ‘জেগে ওঠার’ অর্থ মাটি-পৃথিবীর আলোকিত বাস্তবতায় উদ্ভাসিত হয়ে ওঠা।

কবি যেন ‘রক্তের অক্ষরে’ আপন স্বত্ত্বাকে বিকশিত হতে দেখেছেন। অন্যত্র কবি বলেছিলেন-

“ব্যাঘত আসুক নব নব

আঘত খেয়ে অটল রব”

এই আঘাতে-বেদনায় কবি বাস্তবের সম্মুখীন হতে চেয়েছেন। জীবনের আঘাতে যেমন প্রাণধর্ম জেগে ওঠে, তেমনই কঠিন ও নির্মম সত্যরূপও প্রকাশিত হয়। কারণ-

“সে কখনো করে না বঞ্চনা”

প্রশ্নোক্ত অংশটির মধ্য দিয়ে আমরা কবির সত্তার সুগভীর চৈতন্যোদয়ের কথাই বোঝাতে চেয়েছেন। আর তার এই মনোভাবের প্রকাশ আমরা তার অপর একটি কবিতাতেও লাভ করি যা এক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক- 

                                   “আমি যেথা আছি

                        মন যে আপন টানে তাহা সত্য লয় বাছি।”

 

উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

higher-secondary-bengali-suggestion-2025

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?