পাঠাগার উদ্বোধন । প্রতিবেদন রচনা । দশম শ্রেণি বাংলা

পাঠাগার উদ্বোধন । প্রতিবেদন রচনা । দশম শ্রেণি বাংলা

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের জন্য পাঠাগার উদ্বোধন । প্রতিবেদন রচনা । দশম শ্রেণি বাংলা প্রদান করা হলো। দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষার্থীরা এই পাঠাগার উদ্বোধন । প্রতিবেদন রচনা । দশম শ্রেণি বাংলা অনুশীলন করে প্রতিবেদন রচনা লিখতে পারদর্শী হয়ে উঠবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

পাঠাগার উদ্বোধন । প্রতিবেদন রচনা । দশম শ্রেণি বাংলা: 

নিশিপুরে গ্রন্থাগার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নিশিপুর, ১০ই আগস্ট: মেখলিগঞ্জ মহকুমার নিশিপুর গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে প্রতিষ্ঠিত হল গ্রামীণ গ্রন্থাগার। গত ৯ই আগস্ট এই গ্রন্থাগারের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক নীলকান্ত সমাদ্দার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিপ্লব মজুমদার। এলাকায় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নিশিপুর গ্রামে কোনো গ্রন্থাগার ছিল না। স্থানীয় বাসিন্দা রামদুলাল রায়ের দেওয়া জমিতে গড়ে উঠেছে এই গ্রন্থাগার। আপাতত, গল্প, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে প্রায় তিনহাজার বই এখানে স্থান পেয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও নিজস্ব সংগ্রহের বই গ্রন্থাগারে দান করেছেন। গ্রন্থাগার পরিচালন সমিতির সম্পাদক সন্দিপন দাসের সঙ্গে কথা বলে জানা গেল আগামী দিনে ছাত্রছাত্রীদের জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দুটি বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ছাড়া গ্রন্থাগারের সদস্যদের দ্বারা একটি দেয়াল পত্রিকাও নিয়মিতভাবে প্রকাশ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যিক নীলকান্ত সমাদ্দার আশা প্রকাশ করেন যে, এলাকার মানুষের শিক্ষা ও চেতনার মান উন্নয়নে এই গ্রন্থাগার বিশেষ ভূমিকা নেবে। কর্মাধ্যক্ষ তার ভাষণে বলেন, গ্রন্থাগারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালিয়ে যাবেন। স্থানীয় সংগীত শিল্পী কিশোর বিশ্বাসের গান দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়। 

এমনই আরো প্রতিবেদন দেখতে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে 

মাধ্যমিক ২০২৫ ইতিহাস সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-history-suggestion-2025

মাধ্যমিক ২০২৫ ভূগোল সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

madhyamik-geography-suggestion-2025

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৫ দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

madhyamik-2025-bengali-suggestion

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা PDF প্রশ্নের উত্তরের লিঙ্ক নিম্নে প্রদান করা হলো

class ten bengali note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page