মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ । দশম শ্রেণি বাংলা

মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ । দশম শ্রেণি বাংলা

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ । দশম শ্রেণি বাংলা প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ । দশম শ্রেণি বাংলা অনুশীলনের মধ্য দিয়ে তাদের মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে পারবে। 

মোবাইল ফোন ব্যবহার ভালো না খারাপ – সংলাপ : 

বিমল  : কালকে আমার কাকু একটা নতুন স্মার্ট-ফোন কিনে এনেছে, জানিস অতনু। গোটা সন্ধে ওটা নিয়ে পড়েছিলাম। নেট থেকে কতো যে গান আর গেম ডাউনলোড করেছি।

অমল : হ্যাঁ, আমিও মায়েরটা নিয়ে মাঝেমধ্যেই ব্যবহার করি। ভারি অদ্ভুত জিনিস এই ইন্টারনেট। কত রকম সাইট-খেলা, গান, সিনেমা, খবর, তথ্য, আমোদ, বিনোদন-কি যে নেই।

বিমল  : ঠিক বলেছিস, যেন একটা গোলকধাঁধা। কালকেই আমার মনে হচ্ছিল।

অমল  : গোলকধাঁধাই বটে। ভালো বলেছিস। পথ হারানোর সম্ভাবনা যেমন আছে।

বিমল  : তেমনই দিশা ঠিক থাকলে কোনো ভয় নেই।

অমল  : একদম তাই। সেদিনই তো আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে সায়েন্সের প্রোজেক্টটা নিজেই তৈরি করে ফেলেছি। কাউকে কিছুই জিজ্ঞেস করতে হয়নি।

বিমল  : ইউটিউবে ওসবও আছে নাকি।

অমল  : আছে বৈকি। সায়েন্স-ইতিহাস-ভূগোল, যে-কোনো বিষয়ের ওপর বিভিন্ন ধরনের সাইট আছে। জানার বা শেখার কতো রকম পদ্ধতি-

বিমল  : এতটা তো জানতাম না।

অমল  : তুই প্রথম পেয়েছিস তো। আগে আমিও জানতাম না। মা-বাবাই সব দেখিয়ে দিয়েছে। এখন আমি প্রয়োজনমতো আরও অনেক সাইট। খুঁজে বের করেছি। তোকে সব দেখিয়ে দেব।

বিমল  : নিশ্চয়ই। আসলে খেলা, মজা কিংবা আমোদের ঘোরটা কাটিয়ে উঠতে পারাটাই জরুরি।

অমল : জানিস তো ইন্টারনেটে প্রতি মুহূর্তে বিশ্বের যাবতীয় তথ্য ভরে দেওয়া হচ্ছে। জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, গণিত, পরিবেশ-পৃথিবী কিংবা মহাকালের সাম্প্রতিকতম কোনো গবেষণাই বাদ নেই।

বিমল  : প্রয়োজন এই বিপুল সম্ভাবনাকে নিজের সচেতনতা অনুযায়ী কাজে লাগানো।

অমল : হ্যাঁ, ওই যে বলছিলি না; ওটাই এই গোলকধাঁধায় ঠিক পথে এগিয়ে যাওয়ার চাবিকাঠি।

এমনই আরো সংলাপ রচনা দেখতে এই লিঙ্কটি অনুসরণ করো 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?