Class Eleven Bengali MCQ Exam

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য Class Eleven Bengali MCQ Exam প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই Class Eleven MCQ Exam প্রদানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

Class Eleven Bengali MCQ Exam : 

শ্রেণিঃ একাদশ বিষয়ঃ বাংলা

বিষয় এককঃ বিড়াল, সাম্যবাদী, সাহিত্যের ইতিহাস-মধ্যযুগ, ভারতে প্রচলিত ভাষা পরিবার

পূর্ণমানঃ ৩০ সময়ঃ ৪০ মিনিট

১) ‘বিড়াল’ প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল?

(ক) চৈত্র, ১২৮১

(খ) কার্তিক, ১২৮১

(গ) চৈত্র, ১২৮০

(ঘ) বৈশাখ, ১২৮২

 

২) কমলাকান্ত হুঁকা হাতে-কারণ-

(খ) দুগ্ধ শেষ

(ক) আফিং শেষ

(গ) আহার প্রস্তুত হয়নি

(ঘ) ক্ষুধা পায়নি

 

৩) কমলাকান্তের কল্পনায়, ওয়েলিংটন কী প্রাপ্ত হয়েছিলেন?

(ক) মানবত্ব

(খ) বিড়ালত্ব

(গ) বানরত্ব

(ঘ) ব্যক্তিত্ব

 

৪) মার্জার মনে মনে হেসে, কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে-

(ক) “ক অক্ষর গোমাংস”

(খ) “কা কস্য পরিবেদনা”

(গ) “কেহ মরে কেহ হরি বলে”

(ঘ) “কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই।”

 

৫) দুধ কে দুহিয়েছে?

(ক) গয়লা

(খ) কমলাকান্ত

(গ) প্রসন্ন

(ঘ) কেউই নয়

 

৬) কমলাকান্ত কী প্রাপ্ত হওয়ার কারণে, বিড়ালের বক্তব্যসকল বুঝতে পারলেন?

(ক) দিব্যচক্ষু

(খ) দৈব আদেশ

(গ) দৈববাণী

(ঘ) দিব্যকর্ণ

 

৭) কারা চোর অপেক্ষাও অধার্ম্মিক?

(ক) কমলাকান্ত

(খ) বড় বড় সাধু, যারা চোরের নামে শিউরে ওঠে

(গ) প্রসন্ন

(ঘ) যারা কৃপণ

 

৮) ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-

(ক) ১৯২৭ খ্রিস্টাব্দের মে মাসে

(খ) ১৯২৬ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে

(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দের জুন মাসে

 

৯) চিনের যে ধর্মগুরুর কথা আমরা ‘সাম্যবাদী’ কবিতায় পাই-

(ক) জরথুস্ট্র

(খ) গৌতম বুদ্ধ

(গ) মহাবীর

(ঘ) কনফুসিয়াস্

 

১০) ‘মৃত-পুথি-কঙ্কাল’ বলতে কবি বোঝাতে চেয়েছেন-

(ক) পুরোনো ধ্যানধরণা

(খ) বই-খাতার জঞ্জাল

(গ) যজ্ঞের সরঞ্জাম

(ঘ) তন্ত্রসাধনার বস্তু

 

১১) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হল-

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) বৌদ্ধ ধর্মাবলম্বীরা

(গ) নবিরা

(ঘ) মদিনাযাত্রীরা

 

১২) শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম-

(ক) গ্রন্থসাহেব

(খ) ত্রিপিটক

(গ) জেন্দাবেস্তা

(ঘ) বাইবেল

 

১৩) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে-

(ক) ঈসা মুসা

(খ) কবি নজরুল ইসলাম

(গ) হিন্দু ধর্মাবলম্বীরা

(ঘ) গৌতম বুদ্ধ

 

১৪) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন-

(ক) নজরুল ইসলাম

(খ) চার্বাক মুনি

(গ) বাঁশির কিশোর

(ঘ) নবিরা

 

১৫) কোন্ শতাব্দীকে ‘চৈতন্যপর্ব হিসেবে চিহ্নিত করা হয়? –

(ক) চতুর্দশ

(খ) পঞ্চদশ

(গ) ষোড়শ

(ঘ) সপ্তদশ

 

১৬) কবি ভারতচন্দ্রের মৃত্যু কোন্ সময়ে?

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

(গ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে

১৭) ‘গীতগোবিন্দম্ গ্রন্থের রচয়িতা- 

(ক) চণ্ডীদাস

(খ) বিদ্যাপতি

(গ) জয়দেব

(ঘ) গোবিন্দদাস

 

১৮) চন্ডীদাসের পদের ভাষা ছিল

(ক) সহজ ও সরল

(খ) কঠিন ও কর্কশ

(গ) ভাবগম্ভীর ও দুর্বোধ্য

(ঘ) লৌকিক

 

১৯) স্তম্ভ মেলাওঃ

ক স্তম্ভ খ স্তম্ভ
(i)                   বাইবেল (a)     শিখ
(ii)                 ত্রিপিটক (b)    ক্রিশ্চান
(iii)               জেন্দাবেস্তা (c)     বৌদ্ধ
(iv)               গ্রন্থসাহেব (d)    পারসিক

বিকল্পসমূহঃ 

ক) (i) b (ii) c (iii) d (iv) a 

খ) (i) a (ii) b (iii) c (iv) d 

গ) (i) c (ii) b (iii) a (iv) d 

ঘ) (i) a (ii) c (iii) b (iv) d 

 

২০) কাটোয়ায় চৈতন্যদেব যার কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন-

(ক) কেশবভারতী

(গ) ঈশ্বরপুরী

(খ) শ্রীনিবাস আচার্য

(ঘ) নিত্যানন্দ আচার্য

 

২১) বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া-চৈতন্য সম্পর্কে এই উক্তিটির বক্তা হলেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) নজরুল ইসলাম

(গ) জীবনানন্দ দাশ

(ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

 

২২) মঙ্গলকাব্যের নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা হল-

(ক) বারোমাস্যা

(খ) প্রহেলিকা

(গ) চৌতিশা

(ঘ) জন্মান্তরবাদ

 

২৩) মনসামঙ্গলের আদি কবির নাম-

(ক) নারায়ণ গুপ্ত

(খ) হরিদত্ত

(গ) নারায়ণ দেব

(ঘ) গঙ্গাদাস সেন

 

২৪) চন্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি কে?

(ক) মানিক দত্ত

(খ) মুকুন্দ চক্রবর্তী

(গ) দ্বিজ রামদেব

(ঘ) রামানন্দ যতি

 

২৫) গুণরাজ খাঁ উপাধিটি – 

(ক) মালাধর বসুর

(খ) চণ্ডীদাসের

(গ) বিদ্যাপতির

(ঘ) দ্বিজমাধবের

 

২৬) দৌলত কাজীর লেখা কাব্যের নাম-

(ক) জঙ্গনামা

(খ) ইউসুফ জোলেখা কাব্য

(গ) লোরচন্দ্রানী

(ঘ) সেকেন্দরনামা

 

২৭) আধুনিক কালে কে প্রথম বাউলগান সংগ্রহ করেছিলেন?

(ক) মধুসূদন দত্ত

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

২৮) Linguistic Survey of India (1903-1928) অনুসারে ভারতে কয়টি উপভাষা প্রচলিত ছিল-

(ক) ৩৪৪টি

(খ) ৪৭২টি

(গ) ৬১০টি

(ঘ) ৫৪৪টি

 

২৯) ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা কটি?

(ক) ২৫০টি

(খ) ৫৩০টি

(গ) ১০৩টি

(ঘ) ২০১টি

 

৩০) ভারতে প্রচলিত ভাষাগুলিকে মোট-

(ক) চারটি পরিবারে ভাগ করা যায়

(খ) পাঁচটি পরিবারে ভাগ করা যায়

(গ) ছয়টি পরিবারে ভাগ করা যায়

(ঘ) সাতটি পরিবারে ভাগ করা যায়

by Anupam Dhar

What’s App: 7001880232

Founder of: www.sikkhalaya.in & www.wbnotes.in

শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলি দিয়ে দেওয়া হলোঃ

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

এমনই আরো প্রশ্নের সেট সমাধান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?