স্বর্ণপর্ণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন । নবম শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির বাংলা প্রফেসর শঙ্কুর ডায়রীর অন্তর্গত স্বর্ণপর্ণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে পরীক্ষায় উপকৃত হবে। প্রশ্নগুলির শেষে স্বর্ণপর্ণী গল্পের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের লিঙ্কও শিক্ষার্থীদের সুবিধার্থে প্রদান করা হলো। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট নিয়মিত লাভ করতে শিক্ষার্থীদের প্রত্যেক দিন এই ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হচ্ছে।
স্বর্ণপর্ণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন । নবম শ্রেণি বাংলা :
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ প্রতিটি প্রশ্নের মান-১
১.১) লুপ্ত স্মৃতি ফেরানোর ঔষধ হল
(ক) মিরাকিউরল
(খ) স্নাফ গান
(গ) মেমোরি-কল
(ঘ) রিমেমব্রেন
১.২) বার্নার্ড শ-এর বিখ্যাত নাটকটির নাম
(ক) ‘ওথেলো’
(খ) ‘সোয়ালো’
(গ) ‘পিগম্যালিয়ন’
(ঘ) ‘ম্যাকবেথ’
১.৩) প্রোফেসর শঙ্ক ম্যাট্রিক পাশ করেন কত বছর বয়সে?
(ক) ১১
(খ) ১২
(গ) ১৩
(ঘ) ১৪
১.৪) হিটলারের সামরিক বাহিনীর প্রধান ছিলেন—
(ক) হিমলার
(খ) গোয়রিং
(গ) ব্যাকশার্ট
(ঘ) স্টাইনার
১.৫) সন্ডার্সের ক্যানসার হয়েছিল—
(ক) ব্রেনে
(খ) রক্তে
(গ) পাকস্থলিতে
(ঘ) যকৃতে
২) কমবেশি ১৫ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ প্রতিটি প্রশ্নের মান—১
২.১) শঙ্কুর পত্রবন্ধুর নাম কী?
২.২) রিবেনট্রপ কে ছিলেন?
২.৩) স্বর্ণপর্ণীর কথা কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে?
২.৪) টিকড়িবাবা কোথায় থাকতেন?
২.৫) গোয়রিং-এর মূল অসুস্থতাটি কী ছিল?
৩) কমবেশি ১৫০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান )
৩.১) স্বর্ণপর্ণীর সন্ধান শঙ্কু কীভাবে পেয়েছিলেন। তিনি কীভাবে স্বর্ণপর্ণী করতলগত করেছিলেন বুঝিয়ে দাও।
৩.২) প্রোফেসর শঙ্কুর জার্মানি পর্বের ঘটনাসমূহ সংক্ষেপে লেখো।
৩.৩) “সন্ডার্সের নতুন জীবনপ্রাপ্তির নেপথ্য নায়ক প্রোফেসর শঙ্কু”—আলোচনা করো।
৩.৪) ‘স্বর্ণপর্ণী’ রচনায় স্বল্প পরিসরে হলেও স্পষ্ট ফুটে উঠেছে ত্রিপুরেশ্বর শঙ্কুর মানবিক চরিত্র। — আলোচনা করো।
৩.৫) ইংল্যান্ডে শঙ্কুর কার্যকলাপ ও মিরাকিউরল বৃত্তান্ত সবিস্তারে লেখো।
স্বর্ণপর্ণী গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
নবম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ইলিয়াস
- ধীবর বৃত্তান্ত
- দাম
- নব নব সৃষ্টি
- হিমালয় দর্শন
- নোঙর
- আকাশে সাতটি তারা
- খেয়া
- আবহমান
- চিঠি
- ভাঙার গান
- আমরা
- নিরুদ্দেশ
- রাধারাণী
- চন্দ্রনাথ
- প্রফেসর শঙ্কুর ডায়রি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ