চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল । কোনি উপন্যাস
শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক দিতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ে প্রস্তুতির লক্ষ্যে চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল । কোনি উপন্যাস আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণে কোনি উপন্যাসের প্রশ্নের উত্তর দ্বারা উপকৃত হবে।
চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল । কোনি উপন্যাস :
১) চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল? ৩+২=৫
উৎসঃ
বিশিষ্ট সাহিত্যিক “মতি নন্দী” রচিত “কোনি” উপন্যাসে আমরা ক্ষিতীশ সিংহের কোনিকে নিয়ে চিড়িয়াখানা ভ্রমণের বর্ণনা লাভ করি।
চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে আসার ঘটনাঃ
এক রবিবার ‘প্রজাপতি’ বন্ধ থাকায় এবং কোনির ট্রেনিং না থাকায় ক্ষিতীশ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় ঘণ্টা তিনেক ঘুরে পুকুরের ধারে বসেছিল। খাবারের মোড়ক খুললেও তাদের কাছে পানীয় জল ছিল না। তাদের থেকে ক্ষাণিক দূরে স্কুল ইউনিফর্ম পরা তিরিশ জন মেয়ে হইচই করছিল এবং তাদের সঙ্গে ছিলেন চারজন শিক্ষিকা। কোনি রুটি চিবোতে চিবোতে ওদের কাছে জল চাইবে কি না ক্ষিতীশকে জিজ্ঞাসা করায় ক্ষিতীশ তাকে সম্মতি জানায়।
কিন্তু তাদের শিক্ষিকা মিস নন্দী কোনিকে অবজ্ঞা করে জল না দিয়ে মুখ ঘুরিয়ে নেন। এরফলে কোনি বুঝতে পারে বড়োলোক মেয়েদের স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ কোনিকে কলে জল খেতে নিয়ে যাওয়ার সময় হিয়া মিত্র দুটি প্লাস্টিকের গ্লাসে জল আনে এবং শিক্ষিকার ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিন্তু কোনি হাত দিয়ে গ্লাসটিতে আঘাত করে মাটিতে ফেলে দেয়। কোনির এই কর্মের জন্য ক্ষিতীশ সিংহ হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন।
ক্ষিতীশ সিংহের ধারণাঃ
হিয়ার প্রতি কোনির মনে জমা ক্রোধকে লক্ষ্য করে ক্ষিতীশ সিংহ ভাবে যে, হিয়া কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। তাই হিয়ার প্রতি কোনির আক্রোশ স্তিমিত করে দেওয়া উচিত হবে না। তার মনে হয়েছিল – “এটা বুকের মধ্যে পুষে রাখুক”। কোনিকে একজন সফল সাঁতারু গড়ে তুলতে ক্ষিতীশ সিংহ এভাবেই তার মনে জেদের সঞ্চার ঘটাতে চেয়েছিল।
কোনি উপন্যাসের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
Hi
শিক্ষালয়ের শিক্ষাজগতে আপনাকে স্বাগত জানাই।