বাঙ্গালা ভাষা MCQ । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা

নতুন সিলেবাস অনুসারে এখানে SIKKHALAYA.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে বাঙ্গালা ভাষা MCQ । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রদান করা হলো। এই মক টেষ্টটি প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার MCQ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

বাঙ্গালা ভাষা MCQ :  

এখানে ২৫টি MCQ প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই ২৫টি প্রশ্নের উত্তর প্রদান করার জন্য ৫ মিনিট সময় পাবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে ধার্য্য করা হয়েছে। সব প্রশ্নের উত্তর প্রদান করে সাবমিট করলে প্রাপ্ত নম্বর দেখা যাবে। মক টেস্টটি প্রদান করতে নিম্নের Click Here লিঙ্কটিতে টাচ/ক্লিক করতে হবে।

Click Here

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে আমাদের অপর ওয়েবসাইট www.wbnotes.in অনুসরণ করতে হবে 

বাঙ্গালা ভাষা MCQ

You cannot copy content of this page