একাদশ শ্রেণি বাংলা গালিলিও
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণি বাংলা গালিলিও থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর প্রদান করা হলো।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
একাদশ শ্রেণি বাংলা গালিলিওঃ
গালিলিও প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) “১৬০৯ সালে ঘটল এক নতুন ব্যাপার”- ব্যাপারটি কী? এই ঘটনার পরিপ্রেক্ষিতে গালিলিওর জীবনে কী পরিবর্তন এসেছিল?
উৎসঃ
‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রকাশিত বিজ্ঞানাচার্য “সত্যেন্দ্রনাথ বসু”-র জন্ম শতবর্ষে প্রকাশিত “সত্যেন্দ্রনাথ বসু রচনা সংকলন”-এর অন্তর্গত “জীবন কথা” বিভাগ থেকে আমাদের পাঠ্য “গালিলিও” প্রবন্ধটি চয়ন করা হয়েছে।
‘ব্যাপারটি’র পরিচয়ঃ
প্রশ্নোক্ত অংশে যে ‘ব্যাপারটি’ উল্লিখিত হয়েছে তা হল- ১৬০৯ সালে হল্যান্ডের একজন কাঁচের ব্যবসায়ী কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটি নলের দু-পাশে রেখে নিজের অজ্ঞাতসারেই একটি দূরবীন আবিষ্কার করেছিলেন।
গালিলিওর পরিবর্তীত জীবনঃ
হল্যান্ডের ব্যবসায়ীর এই খবর শোনার পর গালিলিও বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন। কাগজে প্ল্যান এঁকে তিনি আলোর রেখাপথের বিষয় বিচার করতে লাগলেন। খুব শীঘ্রই তিনি সফলতা অর্জন করে একটি দূরবীনও তিনি তৈরি করে ফেললেন। গালিলিওর তৈরি করা সেই দূরবীন আরও ভালো এবং শক্তিশালী ছিল। হল্যান্ডের লোকটি যে দূরবীন তৈরি করেছিলেন তা দিয়ে দুরের জিনিসকে কাছে দেখাতো ঠিকই কিন্তু সবকিছু উলটো দেখাতো। গালিলিওর দূরবীনে সবকিছু যথারীতি দেখাল।
গালিলিওর এই আবিষ্কারের কথা প্রচারিত হবার সঙ্গে সঙ্গে গালিলিও রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এমনকি- “Venice-এর কতৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল।” ভেনিসের বাণিজ্যজাহাজ সারা ইউরোপে ঘুরে ঘুরে ব্যবসা-বাণিজ্য করত। মাঝে মাঝে সেই সব জাহাজে দস্যুরা আক্রমণ করলে অর্থ এবং প্রাণহানি হত প্রচুর। তাই জাহাজগুলির নিরাপত্তার জন্য সব জাহাজে দূরবীন বসানোর পরিকল্পনা করা হয়। আর সেই দূরবীন যোগান দেবার দায়িত্বভার অর্পন করা হয় গালিলিওর উপর। এই দায়িত্ব পেয়ে তিনি অনেক অর্থ ও সন্মান লাভ করেছিলেন।
অর্থাৎ দূরবীনের আবিষ্কার যে গালিলিওর জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল সেকথা অনস্বীকার্য।
‘গালিলিও’ প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তরের আলোচনা।
“বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি কারুশালা”- কার বাড়ির কথা বলা হয়েছে? কীভাবে তাঁর বাড়ি ফ্যাক্টরি কারুশালা হয়ে উঠেছিল?
“নবীন বিজ্ঞানীকে প্রথমে ভুগতে হয়েছিল অর্থকষ্টের জন্য”- নবীন বিজ্ঞানী কে? তাঁর অর্থকষ্টের কারণ কী? কীভাবে তিনি এর সমাধান করেছিলেন?
“নিজের দূরবীন নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন” – দূরবীনের সাহায্যে গালিলিও কী কী আবিষ্কার করলেন? সনাতনীরা তার বিরুদ্ধতা করেছিলেন কেন?
সংক্ষেপে গ্যালিলিওর ছাত্রজীবনের বর্ণনা দাও।
“এবারে বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিললো”- কখন, কীভাবে অবসর পাওয়া গেলো? এই অবসরে তিনি কী কী করেছিলেন?
ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গালিলিওর বিরোধের কারণ কী? গালিলিওর জীবনের শেষ ন’বছর যে অবস্থায় কেটেছিল তার বিবরণ দাও।
“এই স্বভাবই শেষ জীবনে তাঁর অশেষ দুঃখের কারণ হলো”- কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কীভাবে?
“তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল”- কারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? এই ষড়যন্ত্রের ফল কী হয়েছিল?
উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ
Ok
Sir ami class 9.10.11.12 er Bengali nots nite chai .kivabe pabo .
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত। আপনি শিক্ষালয়ের হোয়াটস অ্যাপ নম্বরে যোগাযোগ করুন।