আমি দেখি- শক্তি চট্টোপাধ্যায়
গাছগুলাে তুলে আনাে, বাগানে বসাও
আমার দরকার শুধু গাছ দেখা।
গাছ দেখে যাওয়া
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার
বহুদিন জঙ্গলে কাটেনি দিন।
বহুদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি।
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে…
তাই বলি, গাছ তুলে আনাে
বাগানে বসাও আমি দেখি
চোখ তাে সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান
গাছ আনাে, বাগানে বসাও।
আমি দেখি।
‘আমি দেখি’ MCQ প্রশ্নের উত্তরঃ
♣ ‘আমি দেখি’ কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত- অঙ্গুরী তোর হিরণ্য জল
♣ ‘আমি দেখি’ কবিতায় স্তবক সংখ্যা- ৩টি
♣ ‘গাছগুলো তুলে আনো’ তারপর- বাগানে বসাও
♣ ‘আমার দরকার শুধু’- গাছ দেখা
♣ ‘গাছের ______ টুকু শরীরে দরকার’- সবুজ
♣ গাছের সবুজটুকু শরীরে দরকার- আরোগ্যের জন্য
♣ কবি বহুদিন জান নি- জঙ্গলে
♣ ‘হাঁ করে কেবল সবুজ খায়’- শহরের অসুখ
♣ সবুজের অনটন ঘটে- শহরের অসুখ সবুজ খায় বলে
♣ কবি গাছ বসাতে চান- বাগানে
♣ ‘চোখ তো সবুজ চায়/ দেহ চায়…’ – সবুজ বাগান
‘আমি দেখি’ কবিতা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
‘আমি দেখি’ SAQ প্রশ্নের উত্তরঃ
♣ ‘আমি দেখি’ কবিতায় গাছ কীসের প্রতীক?
উঃ ‘আমি দেখি’ কবিতায় গাছ নবজীবনের বা নবপ্রাণের প্রতীক।
♣ ‘আমি দেখি’ কবিতায় ‘সবুজের’ মধ্য দিয়ে কোন ব্যাঞ্জনা অভিব্যক্ত হয়েছে?
উঃ কবি সবুজের আবাহনের মধ্য দিয়ে নগরজীবনকে শ্যামল, সতেজ ও প্রাণময় করে তুলতে চেয়েছেন।
♣ ‘আমার দরকার শুধু গাছ দেখা’- কবির গাছ দেখা দরকার কেন?
উঃ গাছের সবুজটুকু শরীরে ধারণ করবার জন্য কবির গাছ দেখা প্রয়োজন।
♣ ‘আরগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার’- কোন রোগকাতরতার কথা কবি এখানে বলতে চেয়েছেন?
উঃ নগর জীবনের দৈনন্দিন একঘেয়ে যান্ত্রীক জীবনের ক্লান্তিকে কবি প্রশ্নোক্ত অংশে নির্দেশ করেছেন।
♣ ‘বহুদিন জঙ্গলে কাটে নি দিন’- এখানে কোন সত্যটি নিহিত রয়েছে?
উঃ কবি কর্মব্যাস্ততার কারণে দীর্ঘদিন অরণ্য-সুখ থেকে বঞ্চিত। শহরের যান্ত্রীকতায় ক্লান্ত, বিধ্বস্ত কবি যেন রোগাক্রান্ত হয়ে পড়েছেন।
♣ ‘বহুদিন শহরেই আছি’- শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন?
উঃ কবি উপলব্ধি করেছেন যে, রোগগ্রস্ত শহর হা করে কেবল সবুজ খায়।
♣ ‘শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়’- কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
উঃ কবি বোঝাতে চেয়েছেন যে, যন্ত্রসভ্যতার করাল ছায়া নির্বিচারে অরণ্য ধ্বংস করে চলেছে।
♣ ‘সবুজের অনটন ঘটে’- কোথায়, কেনো সবুজের অনটন ঘটেছে?
উঃ শহরের অসুখ হাঁ করে সবুজ খাওয়ায় শহরে সবুজের অনটন ঘটেছে।
♣ ‘চোখ তো সবুজ চায়’- চোখ সবুজ চায় কেনো?
উঃ রোগগ্রস্ত শহরের যান্ত্রীকতা থেকে মুক্তির আশায় চোখ কেবলই সবুজের আকাঙ্খা করে।
♣ ‘দেহ চায় সবুজ বাগান’- কথাটির অর্থ কী?
উঃ কবি উপলব্ধি করেছেন, শহরের প্রাণহীনতা থেকে পরিত্রাণ লাভ করতে সবুজই একমাত্র ভরসা। তাই সকল সহনাগরিকদের জন্য কবি সবুজের প্রার্থনা জানিয়েছেন।
♣ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে?
উঃ কবির চোখ প্রাণের প্রতিকরূপে ‘সবুজ’ এবং দেহরূপে ‘সবুজ বাগান’ কামনা করেছে।
♣ ‘আমি দেখি’- কবি কী দেখতে চান?
উঃ কবি তাঁর বাগানে সবুজ অর্থাৎ গাছ বসিয়ে দু’চোখ ভরে গাছের সবুজ দেখতে চান।
“আমি দেখি” কবিতায় কবির বৃক্ষপ্রীতি কীভাবে ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
“শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়” – তাৎপর্য লেখ।
“আমার দরকার শুধু গাছ দেখা”- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?
“আরোগ্যের জন্য ঐ সবুজের ভীষণ দরকার”- ‘আরোগ্য’ শব্দটির অর্থ কী? উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবির কোন মনোভাব ব্যাক্ত হয়েছে?
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ