দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের আলোচনা প্রদান করা হলো। এই দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গল্পের প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গল্পের বিষয়বস্তু আলোচনাঃ
দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরঃ
ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১) “যবন নিধনে অবতীর্ণ হও মা!”- একথা বলেছিল- ভট্টাচার্যমশাই
২) “বুড়িমা! তুমি মরনি!” বক্তা হলাে- চৌকিদার
৩) ডাকপুরুষের বচন অনুযায়ী সােমবারের পউষে বাদল কতদিন চলে- এক দিন
৪) “তােমাদের কত্তাবাবা টাটু”– যাদের উদ্দেশে এই কথা বলেছিল- যুবকদের
৫) “মাথার ওপর আর কোনাে শালা নেই রে— কেউ নেই”— কথাটি বলেছিল- গ্রামের এক গণমান্য চাষি
৬) থুথ্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো- তুলোর কম্বল
৭) “জোর কথা কাটাকাটি চলে” – চায়ের দোকানে এর ফলে যা হয়- চা বিক্রি বাড়ে
৮) “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।” দৃশ্যটি হলো- মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে
৯) ডাকপুরুষের বচন অনুযায়ী সোমবারের পউষে বাদলা চলে- এক দিন
১০) বুড়িকে নদীতে ফেলে দিতে বলেছিল- চৌকিদার
১১) “চোখের মাথা খেয়েছিস মিনষেরা”- যার উক্তি- বুড়ির
১২) “তোমাদের কত্তাবাবা টাট্টু”– যাদের উদ্দেশে এই কথা বলেছিল- যুবকদের
১৩) “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লা ইলাহা বলেছে।” কথাটি বলেছিল– ফজলু শেখ
১৪) এ বারের বাদলা যে বারে লেগেছিল- মঙ্গলবারে
১৫) “পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে”– একটি ছোট্ট বাজার
১৬) “তোর শতগুষ্টি মরুক”- উক্তিটি যার- বুড়ির
১৭) এক সময় দাগি ডাকাত ছিল- নিবারণ বাগদি
১৮) বুড়িকে ‘হরিবোল’ বলতে স্পষ্ট শুনেছে– নকড়ি নাপিত
১৯) “আমি স্বকর্ণে শুনেছি, বুড়ি লা ইলাহা বলেছে”- কথাটি বলেছিল- ফজলু শেখ
…………. এমনই আরো MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তরঃ
১) ‘সেটাই সবাইকে অবাক করেছিল”— কোন ঘটনা সবাইকে অবাক করেছিল?
উঃ থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগে কীভাবে বেঁচেবর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে , সেটাই সবাইকে অবাক করেছিল।
২) নাপিত নকড়ি বুড়িকে কী বলতে শুনেছিল?
উঃ নাপিত নকড়ি বুড়িকে হরিবােল হরিবােল বলতে শুনেছিল।
৩) চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা কীসের প্রতীক্ষা করছিল?
উঃ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা রােদ ঝলমল একটা দিনের প্রতীক্ষা করছিল।
৪) “বােঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে”- বুড়ির কী অভিজ্ঞতা ছিল?
উঃ গাছের মােটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে ।
৫) “তর্কাতর্কি, উত্তেজনা হল্লা চলতে থাকল”- কী বিষয়ে, কাদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা ও হল্লা চলছিল?
উঃ সমাজসচেতন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পে একটি চেতনাহীন বৃদ্ধা হিন্দু না মুসলমান এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু-মুসলমানদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলছিল।
৬) “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”- অদ্ভুত দৃশ্যটি কী?
উঃ সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে আনছে।
৭) বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় কী?
উঃ বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাপি বলা হয়।
৮) পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো বচনটি কী?
উঃ পউষে বাদলা সম্পর্কে ‘ডাকপুরুষ’-এর পুরনো বচন হলো- শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন বাকি সব দিন দিন।
৯) “নিবারণ বাগদি রাগী লোক”– নিবারণ বাগদি আগে কী করত?
উঃ নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত ছিল, ডাকাতি করত।
১০) “সেটাই সবাইকে অবাক করেছিল”—কোন ঘটনা সবাইকে অবাক করেছিল?
উঃ থুরথুরে কুঁজো ভিখিরি বুড়ি ওই দুর্যোগে কীভাবে বেঁচেবর্তে হেঁটে চায়ের দোকানে আসতে পারে, সেটাই সবাইকে অবাক করেছিল।
১১) নাপিত নকড়ি বুড়িকে কী বলতে শুনেছিল?
উঃ নাপিত নকড়ি বুড়িকে ‘হরিবোল হরিবোল’ বলতে শুনেছিল।
১২) চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা কীসের প্রতীক্ষা করছিল?
উঃ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে গ্রামবাসীরা রোদ ঝলমল একটা দিনের প্রতীক্ষা করছিল।
১৩) “তর্কাতর্কি, উত্তেজনা হল্লা চলতে থাকল”- কী বিষয়ে, কাদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা ও হল্লা চলছিল?
উঃ সমাজসচেতন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পে একটি চেতনাহীন বৃদ্ধা হিন্দু না মুসলমান এই বিষয়কে কেন্দ্র করে হিন্দু-মুসলমানদের মধ্যে তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলছিল।
১৪) “হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”— অদ্ভুত দৃশ্যটি কী?
উঃ সকালে যে বুড়ির মৃতদেহ গ্রামের যুবকরা নদীর তীরে ফেলে দিয়ে এসেছিল, বিকেলে মাঠ পেরিয়ে মুসলমানরা সেই দেহকেই চ্যাংদোলায় বহন করে আনছে।
১৫) “বোঝা গেল, বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে”- বুড়ির কী অভিজ্ঞতা ছিল?
উঃ গাছের মোটা শিকড়ে বসে শিকড়ের পিছনে গাছের খোঁদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতা বুড়ির আছে।
১৬) “নিবারণ বাগদি রাগী লােক”— নিবারণ বাগদি আগে কী করত?
উঃ নিবারণ বাগদি একসময় দাগি ডাকাত ছিল , ডাকাতি করত।
………… এমনই আরো SAQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তরঃ
১) ‘ভারতবর্ষ’ গল্প অবলম্বনে অকালদুর্যোগের পরিচয় দাও।
উৎসঃ
বাংলা সাহিত্যের বিশিষ্ট্য লেখক “সৈয়দ মুস্তাফা সিরাজ” রচিত “শ্রেষ্ঠ্য ৫০টি গল্প” সংকলন থেকে আমাদের পাঠ্য “ভারতবর্ষ” গল্পটি গৃহীত হয়েছে।
দুর্যোগের বর্ণনাঃ
গল্পের প্রথমাংশেই লেখক রাঢ় বাংলার অকাল প্রাকৃতিক দুর্যোগের পরিচয় প্রদান করেছেন। পৌষমাসে নামহীন এক রাঢ়বাংলার গ্রাম্য বাজারে হঠাৎই কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসতে শুরু করে উত্তরের বিশাল মাঠ থেকে। এরপর ছাইরঙের মেঘ আকাশ ঢেকে ফেলে এবং শুরু হয় বর্ষণ। লেখকের কথায়, “রাঢ়বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো। বৃষ্টিতে তা হল ধারালো।”
পৌষমাসের এই বৃষ্টিকে ভদ্রলোকে বলে ‘পৌষে বাদলা’। আবার ছোটলোকেরা তাকে ‘ডাওর’ নামে অভিহিত করে থাকে। কিন্তু পৌষের বৃষ্টির সাথে প্রবল বায়ুপ্রবাহ যুক্ত হয়ে আবহাওয়াকে করে তুলেছিল আরো সংকটজনক, যাকে তারা ‘ফাঁপি’ বলে থাকে।
মাঠের ধান তাদের তখনো ঘরে তোলা হয় নি বলে সেই প্রাকৃতিক অকাল দুর্যোগে সকল গ্রামীন চাষীদের ফসলের ক্ষতির আশঙ্কায় আমরা আশঙ্কিত হতে দেখি। তাই চায়ের দোকানে আড্ডা দিতে দিতে তারা প্রতীক্ষারত ছিল একটা রোদ ঝলমলে দিনের। তাদের এই দুরাবস্থার জন্য তারা তাদের ঈশ্বর বা আল্লারকেই দোষারোপ করছিল।
বিখ্যাত জ্ঞানী পুরুষ ডাক তার বচনে বলেছিলেন, “শণিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন – বাকি সব দিন দিন।” তবে মঙ্গলবার বৃষ্টি শুরু হলেও তা কবে শেষ হয়েছিল তার হিসেব সেই অকালের দুর্যোগে কেউ রাখে নি।
এইরূপেই আমরা ভারতবর্ষ গল্পে অকাল দুর্যোগ এবং তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের পরিস্থিতির পরিচয় লাভ করি।
……………. এমনই আরো বড়ো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ