দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার

দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার প্রশ্নগুলির উত্তর অনুশীলন করলে বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকারঃ 

দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার ছোটপ্রশ্নের উত্তরঃ

১) ‘শিকার’ কবিতাটিতে যে ঋতুর ছবি ফুটে উঠেছে , সেটি হলো – শীত ঋতু

২) ‘শিকার’ কবিতাটি শুরু হয়েছে – ভোরের ছবি দিয়ে

৩) ভোরের আকাশের রং- ঘাসফড়িঙের দেহের মতো নীল

৪) ‘কোমল নীল’ রং ছিল- ঘাসফড়িঙের দেহের

৫) ঘাসফড়িঙের দেহের মতো কোমল নীল রং হয়েছে , ভোরের- আকাশের

৬) চারি দিকে পেয়ারা ও নোনার গাছ- টিয়ার পালকের মতো

৭) ‘চারি দিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ’- এখানে ‘সবুজ’ রং’টি – নিসর্গের প্রাণময়তার প্রতীক

৮) এখন আকাশে রয়েছে- একটি তারা

৯) ‘একটি তারা এখন আকাশে রয়েছে’ – এই তারাটিকে কবি তুলনা করেছেন- পাড়াগাঁর বাসরঘরের গোধূলিমদির মেয়েটির সঙ্গে

১০) ‘শিকার’ কবিতায় পাড়াগাঁর বাসরঘরের মেয়েটিকে কবির মনে হয়েছে- গোধূলিমদির

১১) হাজার হাজার বছর আগের মুক্তা রেখেছিল- মিশরের মানুষী

১২) ‘হিমের রাতে শরীর ‘উম্‌’ রাখবার জন্য ‘আগুন’ জ্বালিয়েছিল- দেশোয়ালিরা

১৩) সারারাত মাঠে যে আগুন জ্বলেছিল তার রং ছিল- মোরগফুলের মতো লাল 

১৪) দেশোয়ালিদের জ্বালানো আগুন ভোরবেলাতেও জ্বলছিল- শুকনো অশ্বত্থ পাতায়

১৫) ‘সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর’- যার কথা বলা হয়েছে- দেশোয়ালিদের জ্বালানো আগুনের

১৬) ‘সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর’- তার রং যার মতো হয়ে গেছে- রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো

১৭) দেশোয়ালিরা আগুন জ্বেলেছিল- দুমড়ানো অশ্বত্থ পাতায়

১৮) ‘শিকার’ কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল- ভোরে

১৯) ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে- বন ও আকাশ

২০) চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করে , সকালের আলোয়- টলমল শিশিরে

২১) সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে- চিতাবাঘিনী 

২২) নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার নেমে এসেছিল- রাতের সুন্দরী আর অর্জুনের বনে

২৩) এই ভোরের জন্য অপেক্ষা করছিল- একটি সুন্দর বাদামি হরিণ

২৪) কবি ‘কচি বাতাবিলেবু’-র সঙ্গে তুলনা করেছেন- সবুজ ঘাসকে

২৫) সুন্দর বাদামি হরিণ ভোরের আলোয় নেমে প্রথমে- বাতাবিলেবুর মতো সবুজ সুগন্ধী ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে

২৬) সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এসেছে- আশ্বস্ত হয়ে

২৭) নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামার কারণ- ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়া

২৮) সুন্দর বাদামি হরিণটি ছিঁড়ে ছিঁড়ে খায়- সবুজ সুগন্ধি ঘাস

২৯) জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘ভোর’ শব্দটি দ্বিতীয় বার ব্যবহৃত হয়েছে- ভোরের নৈসর্গিক সৌন্দর্যে নাটকীয় পট-পরিবর্তন বোঝাতে

৩০) নদীর জলে নামার আগে হরিণের শরীরটা ছিল- ঘুমহীন ক্লান্ত বিহ্বল 

৩১) হরিণের বিস্তীর্ণ উল্লাস পাবার কারণ- চিতাবাঘিনির হাত থেকে পরিত্রাণ পাওয়া

৩২) নীল আকাশের নীচে হরিণটি জেগে উঠেছিল- সূর্যের সোনার বর্শার মতো

৩৩) হরিণের হৃদয়ে সাহস, সাধ ও সৌন্দর্য জেগে ওঠার মুহূর্তেই- একটা অদ্ভুত শব্দ হয়েছিল

৩৪) ‘একটা অদ্ভুত শব্দ’- এই শব্দটি হল- বন্দুকের গুলির 

৩৫) ‘একটা অদ্ভুত শব্দ’- এখানে ‘অদ্ভুত’ শব্দটি ব্যবহারের কারণ- নৈসর্গিক পরিবেশে বন্দুকের ধাতব আওয়াজ 

৩৬) ‘নদীর জল _____ পাপড়ির মতো লাল’- মচকা ফুলের 

৩৭) ‘নদীর জল মচকাফুলের পাপড়ির মতো লাল’- নদীর জল লাল হওয়ার কারণ- নিহত হরিণের দেহের লাল রক্তের রং

৩৮) ‘আগুন জ্বলল আবার’ – প্রথমবার আগুন জ্বলেছিল- হিম রাতে শরীরের ‘উম্’ রাখবার জন্য 

৩৯) ‘আগুন জ্বলল আবার’- দ্বিতীয়বার আগুন জ্বলার সময়টি ছিল- ভোর বেলা

৪০) নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় হত- অনেক পুরোনো শিশিরভেজা গল্প

শিকার কবিতা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার কবিতার SAQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

click here

দ্বাদশ শ্রেণি বাংলাঃ শিকার বড়োপ্রশ্নের উত্তর (শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্য): 

“আগুন জ্বললো আবার”- কেন আগুন জ্বলেছিল? ‘আবার’ কথাটি যোগ করা হয়েছে কেনো? ২+৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

“এই ভোরের জন্য অপেক্ষা করছিল”- কে অপেক্ষা করছিল? তার পরিণতি কী হয়েছিল? ১+৪

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

“একটি তারা এখনো আকাশে রয়েছে”- তারাটির সম্পর্কে কবি কী কী বলেছেন তা নিজের ভাষায় লেখো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

“এসেছে সে ভোরের আলোয় নেমে”- সেই ভোরের বর্ণনা দাও। ‘সে’ ভোরের আলোয় নেমে আসার পর কী কী ঘটলো তা লেখো। ২+৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

‘শিকার’ কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে তাদের বর্ণনা দাও। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

‘শিকার’ কবিতায় প্রথম ভোরের বর্ণনায় কবি যে উপমার সাহায্য নিয়েছেন তা নিজের ভাষায় লেখো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

‘শিকার’ কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে, তা বর্ণনা করো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠলো? ৩+২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

‘শিকার’ কবিতায় শিকারীদের মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে  

‘হিম-নিস্পন্দ নিরপরাধ ঘুম’- কার ঘুমের কথা বলা হয়েছে? ‘নিস্পন্দ নিরপরাধ’ ঘুমের তাৎপর্য লেখো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

higher-secondary-bengali-suggestion-2025

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?