একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা

একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা

একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট অপশনে টাচ বা ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আধুনিক বাংলা সাহিত্যের ধারা MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। ইতিপূর্বে শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত আদি যুগ ও মধ্য যুগ থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও তাদের উত্তর প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের নোট বিভাগ থেকে সেই প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে। 

 

একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে ছোট প্রশ্নের উত্তরঃ 

উনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষাসংস্কার আন্দোলন

১) রবীন্দ্রনাথের মৃত্যু হয়- ১৯৪১ খ্রিষ্টাব্দে 

২) আত্মীয়সভা স্থাপিত হয়েছিল- ১৮১৫ খ্রিষ্টাব্দে 

৩) স্কুল বুক সোসাইটি স্থাপন করা হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে

৪) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিষ্টাব্দে

৫) জেনারেল অ্যাসেম্বলীজ্‌ ইন্সটিটিউশনের বর্তমান নাম হল- স্কটিশচার্চ কলেজ 

৬) মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮৩৫ খ্রিষ্টাব্দে

৭) প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়-click here to read more

আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাটিতে ক্লিক/টাচ করো

একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) ‘বঙ্গদর্শন’ পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

উঃ বাংলা সাময়িকপত্রের জগতে নবযুগের সূচনা ঘটে ‘বঙ্গদর্শন’ পত্রিকার মাধ্যমে। বাংলা ১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (ইং ১৮৭২ খ্রিঃ) সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় আবির্ভাব ঘটে বঙ্গদর্শন পত্রিকার।

দীনবন্ধু মিত্র ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে অক্ষয়চন্দ্র সরকার, রামদাস সেন, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ লেখক গোষ্ঠীর সক্রিয় সহযোগিতায় এবং বঙ্কিমচন্দ্রের পথপ্রদর্শনে বঙ্গদর্শন পত্রিকা তার উদ্দেশ্য সাধনে সফলতা অর্জন করে। এই পত্রিকা সম্পর্কে সম্পাদক বঙ্কিমচন্দ্রের অভিমত- “I have myself projected a Bengali magazine with the object of making it the medium of communication and sympathy between the educated and uneducated classes.”

এই পত্রিকার উদ্দেশ্যগুলি ক্রমান্বয়ে আলোচিত হলো-

১) সমাজ ও জীবন সংক্রান্ত প্রাচীন আদর্শগুলি সম্পর্কে মানবমনে পরিবর্তন সাধন করা।

২) পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের আলোকে ভারতবাসীর জ্ঞানের বিকাশ ঘটানো।

৩) সাহিত্য সমালোচনার উপযুক্ত ভাষার প্রচলন ঘটানো।

৪) কৃষক সমাজের দুরবস্থা সম্পর্কে দেশের মানুষকে অবহিত করানো।

৫) সকল ভারতবাসীকে দেশাত্ববোধে উদ্দীপিত করা।

৬) ইতিহাস, দর্শন, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে সম্যক আলোচনা করা।

৭) এই পত্রিকায় তৎকালীন সময়ে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান সম্পর্কিত বিবিধ রচনা প্রকাশ করা হয়।

এছাড়াও বঙ্কিমচন্দ্রের “লোকরহস্য”, “বিজ্ঞানরহস্য”, “কমলাকান্তের দপ্তর” প্রভৃতি গ্রন্থও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের পরবর্তীকালে ১৯০২-১৯০৭ খ্রিঃ চতুর্থ পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর “নবপর্যায় বঙ্গদর্শন” সম্পাদনা করেছিলেন। অতএব আলোচনার পরিশেষে বলা যায়, বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব অপরিসীম।

একাদশ শ্রেণি বাংলা আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে আরো কিছু বড়ো প্রশ্নের উত্তরঃ 

সবুজপত্র পত্রিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা প্রবন্ধসাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা প্রবন্ধ-সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা গীতিকাব্যধারায় কবি বিহারীলালের ভূমিকা সম্মন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

প্রবণতা অনুসারে রবীন্দ্র-কাব্যধারার পর্ববিভাগ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের কবিপ্রতিভার পরিচয় প্রদান করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা নাট্যসাহিত্যে মধুসূদন দত্তের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

দীনবন্ধু মিত্রের নাট্যরচনার বিবিরণ দিয়ে বাংলা নাট্যসাহিত্যে তাঁর বিশিষ্টতা নির্দেশ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলিকে শ্রেণিবিভক্ত করে তাঁর নাট্যপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা নাট্যসাহিত্যে দিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিশ্লেষণ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

নাট্যকার উৎপল দত্তের সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা ছোটোগল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ছোটগল্প রচনায় প্রেমেন্দ্র মিত্রের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা ছোটগল্পে পরশুরামের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page

Need Help?