“বাঙালির বিজ্ঞানচর্চা “থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
বাঙালির বিজ্ঞানচর্চা থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ–
১) ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন’ প্রতিষ্ঠিত হয়- ১৭৮৭ খ্রিঃ
২) শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম- আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
৩) ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়- ড. উইলিয়াম রকসবার্গ
৪) এশিইয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ খ্রিঃ ১৫ই জানুয়ারি
৫) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন- উইলিয়াম জোন্স
৬) সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন- পঞ্চানন কর্মকার
৭) বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র- দিগদর্শন
৮) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিঃ
৯) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন- ডেভিড হেয়ার
১০) আত্মীয় সভা গড়ে ওঠে- ১৮১৫ খ্রিঃ
১১) নীলরতন সরকার যার সাথে যৌথভাবে ‘কলিকাতা মেডিক্যাল স্কুল’ প্রতিষ্ঠা করেন- সুরেশপ্রসাদ সর্বাধিকারী
১২) আর.জি.কর মেডিক্যাল কলেজের নামকরণ হয়- রাধাগোবিন্দ করের নামে
১৩) বিজ্ঞান্সমত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন- নীলরতন সরকার
১৪) ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’ প্রকাশ করেন- নীলরতন সরকার
১৫) এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল- বেথুন স্কুল
১৬) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করন- ১৮৮২ খ্রিঃ
১৭) কাদম্বিনী বসুর স্বামীর নাম- দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
১৮) কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসেবে কাদম্বিনী বসু ভরতি হন- ১৮৮৪ খ্রিঃ
১৯) ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন- মহেন্দ্রলাল সরকার
২০) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স-সহ বি.এ পাস করেন- গণিত
২১) কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
২২) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ‘বাঘাযতীন’ নামকরণ করেন- সুরেশপ্রসাদ সর্বাধিকারী
২৩) বাংলার লতাপাতা, শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলী বিষয়ে গবেষণা করেন- চুনীলাল বসু
২৪) ‘রসায়নাচার্য’ উপাধি পান- চুনীলাল বসু
২৫) বিধানচন্দ্র রায় এম.ডি ডিগ্রি লাভ করেন- ১৯০৮ খ্রিঃ
২৬) ডঃ বিধানচন্দ্র রায় ভারতরত্ন পান- ১৯৬১ খ্রিঃ
২৭) ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়- ১লা জুলাই
২৮) এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন- গিরীন্দ্রশেখর বসু
২৯) বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা- সীতানাথ ঘোষ
৩০) নীরোদচন্দ্র চৌধুরী তাঁর ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান’ গ্রন্থে যার কথা বলেছেন- মহেন্দ্রচন্দ্র নন্দী
৩১) ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩২) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে শিল্পে অবদানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করেছিলেন- মুদ্রণশিল্প
৩৩) বাংলা সাহিত্যে ননসেন্স-এর প্রবর্তক হলেন- সুকুমার রায়
৩৪) ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশ করেন- উপেন্দকিশোর রায়চৌধুরী
৩৫) ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশিত হয়- ১৯১৩ খ্রিঃ
৩৬) ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে পরিচিত ছিলেন- বিপিনবিহারী দাস
৩৭) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’-এর প্রথম অধ্যক্ষ- প্রমথনাথ বসু
৩৮) প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়- ১৮৮৬ খ্রিঃ
৩৯) উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে গবেষণা করেছিলেন- জগদীশচন্দ্র বসু
৪০) ‘বসু বিজ্ঞান মন্দির’ স্থাপিত হয়- ১৯১৭ খ্রিঃ
৪১) জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থ হল- অব্যক্ত
৪২) জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন- ক্রেসকোগ্রাফ, স্ফিগ্মোগ্রাফ, পোটোমিটার
৪৩) ‘বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার’ গ্রন্থের লেখক- প্রফুল্লচন্দ্র রায়
৪৪) খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৫) মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৬) প্রফুল্লচন্দ্র রায় পারদ সংক্রান্ত মিশ্র ধাতু আবিষ্কার করেন- ১১টি
৪৭) ‘সুপার ফসফেট অব লাইম’ তৈরি করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৮) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা- প্রফুল্লচন্দ্র রায়
৪৯) ‘ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়- ১৯২৪ খ্রিঃ
৫০) ‘History of Hindu chemistry’ গ্রন্থটি লিখেছেন- প্রফুল্লচন্দ্র রায়
৫১) রিলেটিভিটি, প্রেশার অব লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করেছেন- মেঘনাদ সাহা
৫২) ‘অন ম্যাক্সোওয়েল স্ট্রেসেস’ রচনা করেন- মেঘনাদ সাহা
৫৩) ‘ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ প্রতিষ্ঠা করেন- মেঘনাদ সাহা
৫৪) ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন- মেঘনাদ সাহা
৫৫) মেঘনাদ সাহা রচনা করেন- The Principle of Relativity, Treatise on Heat, Treatise on Heat, Treatise on Modern Physics
৫৬) কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে যে বাঙালি বৈজ্ঞানিক স্মরণীয়- সত্যেন্দ্রনাথ বসু
৫৭) বোসন কণার নাম হয়েছে যার নামানুসারে- সত্যেন্দ্রনাথ বসু
৫৮) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বিশ্বপরিচয়’ যাকে উৎসর্গ করেছিলেন- সত্যেন্দ্রনাথ বসু
৫৯) ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন- সত্যেন্দ্রনাথ বসু
৬০) ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৮ খ্রিঃ
৬১) ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকাটি প্রকাশ করেন- সত্যেন্দ্রনাথ বসু
৬২) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন- প্রশান্তচন্দ্র মহলানবিশ
৬৩) ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন- প্রশান্তচন্দ্র মহলানবিশ
৬৪) ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নিত করেন- নীলরতন ধর
৬৫) বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ‘পৃথিবী’-র রচয়িতা হলেন- স্বর্ণকুমারী দেবী
৬৬) ‘বিশ্বপরিচয়’ গ্রন্থটি রচনা করেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
৬৭) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’-র সম্পাদনা করেন- অক্ষয়কুমার দত্ত
৬৮) বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করেন- গোপালচন্দ্র ভট্টাচার্য
৬৯) ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের জন্য ‘রবীন্দ্র স্মৃতি পুরষ্কার’ লাভ করেন- ১৯৭৫ খ্রিঃ
৭০) ‘বাঙালির খাদ্য’ গ্রন্থটি রচনা করেন- চারুচন্দ্র ভট্টাচার্য
৭১) বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল- দিগ্দর্শন
৭২) বঙ্কিমচন্দ্র তাঁর ‘বিজ্ঞানরহস্য’ প্রবন্ধটি যে পত্রিকায় লেখেন- বঙ্গদর্শন
৭৩)’প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নিদর্শন’ গ্রন্থটির রচয়িতা হলেন- প্রফুল্লচন্দ্র রায়
৭৪) প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়- ১৮৮৬ খ্রিঃ
৭৫) ‘টলস্টয় অব বেঙ্গল’ বলা হত- মহেন্দ্রচন্দ্র নন্দী
বাঙালির বিজ্ঞানচর্চা থেকে গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্ন (পর্ব ১)
উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে
ভালো লাগলো।
ধন্যবাদ। শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করো News Leeter বিভাগে।