“বাঙালির বিজ্ঞানচর্চা” থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
বাঙালির বিজ্ঞানচর্চা থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ–
১) ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন’ প্রতিষ্ঠিত হয়- ১৭৮৭ খ্রিঃ
২) শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম- আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন
৩) ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়- ড. উইলিয়াম রকসবার্গ
৪) এশিইয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়- ১৭৮৪ খ্রিঃ ১৫ই জানুয়ারি
৫) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন- উইলিয়াম জোন্স
৬) সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন- পঞ্চানন কর্মকার
৭) বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র- দিগদর্শন
৮) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়- ১৮১৭ খ্রিঃ
৯) স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন- ডেভিড হেয়ার
১০) আত্মীয় সভা গড়ে ওঠে- ১৮১৫ খ্রিঃ
১১) নীলরতন সরকার যার সাথে যৌথভাবে ‘কলিকাতা মেডিক্যাল স্কুল’ প্রতিষ্ঠা করেন- সুরেশপ্রসাদ সর্বাধিকারী
১২) আর.জি.কর মেডিক্যাল কলেজের নামকরণ হয়- রাধাগোবিন্দ করের নামে
১৩) বিজ্ঞান্সমত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন- নীলরতন সরকার
১৪) ‘সিরোসিস অব লিভার ইন চিলড্রেন’ প্রকাশ করেন- নীলরতন সরকার
১৫) এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় হল- বেথুন স্কুল
১৬) কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করন- ১৮৮২ খ্রিঃ
১৭) কাদম্বিনী বসুর স্বামীর নাম- দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
১৮) কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ছাত্রী হিসেবে কাদম্বিনী বসু ভরতি হন- ১৮৮৪ খ্রিঃ
১৯) ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন- মহেন্দ্রলাল সরকার
২০) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স-সহ বি.এ পাস করেন- গণিত
২১) কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
২২) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ‘বাঘাযতীন’ নামকরণ করেন- সুরেশপ্রসাদ সর্বাধিকারী
২৩) বাংলার লতাপাতা, শাকসবজির খাদ্য ও ভেষজ গুণাবলী বিষয়ে গবেষণা করেন- চুনীলাল বসু
২৪) ‘রসায়নাচার্য’ উপাধি পান- চুনীলাল বসু
২৫) বিধানচন্দ্র রায় এম.ডি ডিগ্রি লাভ করেন- ১৯০৮ খ্রিঃ
২৬) ডঃ বিধানচন্দ্র রায় ভারতরত্ন পান- ১৯৬১ খ্রিঃ
২৭) ‘চিকিৎসক দিবস’ হিসেবে পালিত হয়- ১লা জুলাই
২৮) এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন- গিরীন্দ্রশেখর বসু
২৯) বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তা- সীতানাথ ঘোষ
৩০) নীরোদচন্দ্র চৌধুরী তাঁর ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান’ গ্রন্থে যার কথা বলেছেন- মহেন্দ্রচন্দ্র নন্দী
৩১) ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
৩২) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে শিল্পে অবদানের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি লাভ করেছিলেন- মুদ্রণশিল্প
৩৩) বাংলা সাহিত্যে ননসেন্স-এর প্রবর্তক হলেন- সুকুমার রায়
৩৪) ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশ করেন- উপেন্দকিশোর রায়চৌধুরী
৩৫) ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশিত হয়- ১৯১৩ খ্রিঃ
৩৬) ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে পরিচিত ছিলেন- বিপিনবিহারী দাস
৩৭) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’-এর প্রথম অধ্যক্ষ- প্রমথনাথ বসু
৩৮) প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়- ১৮৮৬ খ্রিঃ
৩৯) উদ্ভিদের চেতনা ও অনুভূতি নিয়ে গবেষণা করেছিলেন- জগদীশচন্দ্র বসু
৪০) ‘বসু বিজ্ঞান মন্দির’ স্থাপিত হয়- ১৯১৭ খ্রিঃ
৪১) জগদীশচন্দ্র বসুর লেখা গ্রন্থ হল- অব্যক্ত
৪২) জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন- ক্রেসকোগ্রাফ, স্ফিগ্মোগ্রাফ, পোটোমিটার
৪৩) ‘বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার’ গ্রন্থের লেখক- প্রফুল্লচন্দ্র রায়
৪৪) খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৫) মারকিউরাস নাইট্রেট আবিষ্কার করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৬) প্রফুল্লচন্দ্র রায় পারদ সংক্রান্ত মিশ্র ধাতু আবিষ্কার করেন- ১১টি
৪৭) ‘সুপার ফসফেট অব লাইম’ তৈরি করেন- প্রফুল্লচন্দ্র রায়
৪৮) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা- প্রফুল্লচন্দ্র রায়
৪৯) ‘ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়- ১৯২৪ খ্রিঃ
৫০) ‘History of Hindu chemistry’ গ্রন্থটি লিখেছেন- প্রফুল্লচন্দ্র রায়
৫১) রিলেটিভিটি, প্রেশার অব লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করেছেন- মেঘনাদ সাহা
৫২) ‘অন ম্যাক্সোওয়েল স্ট্রেসেস’ রচনা করেন- মেঘনাদ সাহা
৫৩) ‘ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ প্রতিষ্ঠা করেন- মেঘনাদ সাহা
৫৪) ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ সায়েন্স’ প্রতিষ্ঠা করেন- মেঘনাদ সাহা
৫৫) মেঘনাদ সাহা রচনা করেন- The Principle of Relativity, Treatise on Heat, Treatise on Heat, Treatise on Modern Physics
৫৬) কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে যে বাঙালি বৈজ্ঞানিক স্মরণীয়- সত্যেন্দ্রনাথ বসু
৫৭) বোসন কণার নাম হয়েছে যার নামানুসারে- সত্যেন্দ্রনাথ বসু
৫৮) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বিশ্বপরিচয়’ যাকে উৎসর্গ করেছিলেন- সত্যেন্দ্রনাথ বসু
৫৯) ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠা করেন- সত্যেন্দ্রনাথ বসু
৬০) ‘বঙ্গীয় বিজ্ঞান পরিষদ’ প্রতিষ্ঠিত হয়- ১৯৪৮ খ্রিঃ
৬১) ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকাটি প্রকাশ করেন- সত্যেন্দ্রনাথ বসু
৬২) আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন- প্রশান্তচন্দ্র মহলানবিশ
৬৩) ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন- প্রশান্তচন্দ্র মহলানবিশ
৬৪) ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নিত করেন- নীলরতন ধর
৬৫) বিজ্ঞানবিষয়ক গ্রন্থ ‘পৃথিবী’-র রচয়িতা হলেন- স্বর্ণকুমারী দেবী
৬৬) ‘বিশ্বপরিচয়’ গ্রন্থটি রচনা করেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর
৬৭) ‘তত্ত্ববোধিনী পত্রিকা’-র সম্পাদনা করেন- অক্ষয়কুমার দত্ত
৬৮) বিভিন্ন ধরনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করেন- গোপালচন্দ্র ভট্টাচার্য
৬৯) ‘বাংলার কীটপতঙ্গ’ গ্রন্থের জন্য ‘রবীন্দ্র স্মৃতি পুরষ্কার’ লাভ করেন- ১৯৭৫ খ্রিঃ
৭০) ‘বাঙালির খাদ্য’ গ্রন্থটি রচনা করেন- চারুচন্দ্র ভট্টাচার্য
৭১) বাংলায় বিজ্ঞান রচনায় পথিকৃৎ পত্রিকা হল- দিগ্দর্শন
৭২) বঙ্কিমচন্দ্র তাঁর ‘বিজ্ঞানরহস্য’ প্রবন্ধটি যে পত্রিকায় লেখেন- বঙ্গদর্শন
৭৩)’প্রাচীন ভারতে বিজ্ঞানচর্চার নিদর্শন’ গ্রন্থটির রচয়িতা হলেন- প্রফুল্লচন্দ্র রায়
৭৪) প্রথম পঞ্জিকা প্রকাশিত হয়- ১৮৮৬ খ্রিঃ
৭৫) ‘টলস্টয় অব বেঙ্গল’ বলা হত- মহেন্দ্রচন্দ্র নন্দী
বাঙালির বিজ্ঞানচর্চা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
বাঙালির বিজ্ঞানচর্চা থেকে গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্ন (পর্ব ১)
বাঙালির বিজ্ঞানচর্চা থেকে গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্ন (পর্ব ২)
বাংলা চিকিৎসাবিজ্ঞানে কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো৷
বাঙালীর বিজ্ঞানচর্চার ইতিহাসে ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো।
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো।
বাঙালীর বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো।
বাঙালীর বিজ্ঞানচর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো।
বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো।
বাঙালির বিজ্ঞানচর্চার ইতিহাসে মেঘনাদ সাহার আলোচনা করো।
ভালো লাগলো।
ধন্যবাদ। শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করো News Leeter বিভাগে।