দ্বাদশ শ্রেণি বাংলা বাঙালির চিত্রকলা

দ্বাদশ শ্রেণি বাংলা বাঙালির চিত্রকলা

“দ্বাদশ শ্রেণি বাংলা বাঙালির চিত্রকলা” থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরঃ

১) নীল ও হলুদের সংমিশ্রণে তৈরি হত- সবুজ রং

২) ‘শৈলী’ শব্দের অপর নাম- রীতি

৩) কার আমলে দরবারি মুঘল চিত্রকলার সূচনা ঘটে?- আকবর

৪) কার শাসনকালে মুরশিদাবাদ শিল্পকলা উন্নতির চরম শিখরে পৌছায়?- আলিবর্দি খাঁ

৫) অভিধানে ‘পট’ শব্দটির অর্থ- চিত্র

৬) অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে- গুয়াশ

৭) কোন্‌ সময়পর্বে পটশিল্প বিস্তারলাভ করে?- দ্বাদশ ও ত্রয়োদশ

৮) ষোড়শ শতকে কার বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হত?- চৈতন্যদেব

৯) কোন্‌ মঙ্গলকাব্য রচয়িতার লেখায় পটের উল্লেখ আছে?- মুকুন্দরাম চক্রবর্তী

১০) গাজীর পট যে সময়ে প্রবর্তীত হয়- পঞ্চদশ

১১) বাংলায় কালীঘাট পট যে সময়পর্বে প্রসিদ্ধি লাভ করে- ঊনবিংশ

১২) যে বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন- পিকাসো

১৩) কলকাতায় প্রথম স্থায়ী আর্ট গ্যালারির প্রতিষ্ঠা হয় যার উদ্যোগে- হেনরি হোভার লক

১৪) ‘দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৮৯৩ খ্রিঃ

১৫) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠা করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

১৬) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৯০৭ খ্রিঃ

১৭) রবীন্দ্রনাথের হাতে বিশ্বভারতীর সূচনা ঘটে- ১৯০২ খ্রিঃ

১৮) ‘কলাভবন’ স্থাপিত হয়- ১৯১৯ খ্রিঃ

১৯) নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

২০) অবনীদ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলি হল- কৃষ্ণলীলা সংক্রান্ত

২১) অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবি- শ্বেত অভিসারিকা

২২) ‘টুয়েলভ ইংক স্কেচেস’ নামক অ্যালবামটি এঁকেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৩) ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব যার- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৪) কিউবিজমের সার্থক ব্যবহার করেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর

২৫) ছবি আ৬কার ক্ষেত্রে পেলিক্যান কালি ব্যবহার করতেন- রবীন্দ্রনাথ ঠাকুর

২৬) সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত ছবি- মা যশোদা

২৭) ‘সাঁওতাল মা ও দুই ছেলে’ ছবিটি এঁকেছেন- যামিনী রায়

২৮) কলাভবনে প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন- নন্দলাল বসু

২৯) নন্দলাল বসু তাঁর গুরুর স্থানে যাকে বসিয়েছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর

৩০) ‘সহজ পাঠ’ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন- নন্দলাল বসু

৩১) ‘ভারত্রত্ন’ ও ‘পদ্মশ্রী’ পুরষ্কারের নকশা এঁকেছিলেন- নন্দলাল বসু

৩২) ‘সাঁওতাল দম্পতি’ ছবিটির স্রষ্টা- রামকিঙ্কর বেইজ

৩৩) কোন্‌ শিল্পীর দৃষ্টিশক্তি হারানোর পর অন্তঃইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ ঘটে?- বিনোদবিহারী মুখোপাধ্যায়

৩৪) ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা- বিনোদবিহারী মুখোপাধ্যায়

৩৫) জয়নুল আবেদিনকে কোন দেশ জাতীয় শিল্পীর মর্যাদা দেয়?- বাংলাদেশ

৩৬) শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ছবি এঁকেছেন- পরিতোষ সেন

৩৭) ‘কলের বাঁশি’-র মতো ভাস্কর্য কর্মটির স্রষ্টা হলেন- রামকিঙ্কর বেইজ

৩৮) ‘সুজাতা’ কার সৃষ্টি- রামকিঙ্কর বেইজ

৩৯) নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন?- অজন্তার

৪০) ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট’ প্রতিষ্ঠা করেন- হেমেন্দ্রনাথ মজুমদার

বাঙালির চিত্রকলা থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

‘পট’ বলতে কী বোঝায়? এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৫ 

উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে 

বাংলা চিত্রকলার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। ৫ 

উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে 

দ্বাদশ শ্রেণি বাংলা বাঙালির চিত্রকলা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিম্নে প্রদান করা হলোঃ

পট বলতে কী বোঝায়? পট শিল্পের পরিচয় দাও।  

বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোটপ্রশ্নের আলোচনা।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা সাজেশন দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

higher-secondary-bengali-suggestion-2025

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?