দ্বাদশ শ্রেণি দ্বাদশ শ্রেণি বাংলাঃ বাঙালির চিত্রকলা Anupam Dhar July 31, 2021 1 min read “বাঙালির চিত্রকলা “থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে। বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরঃ– ১) নীল ও হলুদের সংমিশ্রণে তৈরি হত- সবুজ রং ২) ‘শৈলী’ শব্দের অপর নাম- রীতি ৩) কার আমলে দরবারি মুঘল চিত্রকলার সূচনা ঘটে?- আকবর ৪) কার শাসনকালে মুরশিদাবাদ শিল্পকলা উন্নতির চরম শিখরে পৌছায়?- আলিবর্দি খাঁ ৫) অভিধানে ‘পট’ শব্দটির অর্থ- চিত্র ৬) অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে- গুয়াশ ৭) কোন্ সময়পর্বে পটশিল্প বিস্তারলাভ করে?- দ্বাদশ ও ত্রয়োদশ ৮) ষোড়শ শতকে কার বাণী প্রচারের জন্য পট ব্যবহৃত হত?- চৈতন্যদেব ৯) কোন্ মঙ্গলকাব্য রচয়িতার লেখায় পটের উল্লেখ আছে?- মুকুন্দরাম চক্রবর্তী ১০) গাজীর পট যে সময়ে প্রবর্তীত হয়- পঞ্চদশ ১১) বাংলায় কালীঘাট পট যে সময়পর্বে প্রসিদ্ধি লাভ করে- ঊনবিংশ ১২) যে বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন- পিকাসো ১৩) কলকাতায় প্রথম স্থায়ী আর্ট গ্যালারির প্রতিষ্ঠা হয় যার উদ্যোগে- হেনরি হোভার লক ১৪) ‘দি ইন্ডিয়ান স্কুল অফ আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৮৯৩ খ্রিঃ ১৫) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠা করেন- অবনীন্দ্রনাথ ঠাকুর ১৬) ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়- ১৯০৭ খ্রিঃ ১৭) রবীন্দ্রনাথের হাতে বিশ্বভারতীর সূচনা ঘটে- ১৯০২ খ্রিঃ ১৮) ‘কলাভবন’ স্থাপিত হয়- ১৯১৯ খ্রিঃ ১৯) নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর ২০) অবনীদ্রনাথ ঠাকুরের ভারতীয় রীতিতে আঁকা প্রথম চিত্রাবলি হল- কৃষ্ণলীলা সংক্রান্ত ২১) অবনীন্দ্রনাথের একটি বিখ্যাত ছবি- শ্বেত অভিসারিকা ২২) ‘টুয়েলভ ইংক স্কেচেস’ নামক অ্যালবামটি এঁকেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর ২৩) ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্ব যার- গগনেন্দ্রনাথ ঠাকুর ২৪) কিউবিজমের সার্থক ব্যবহার করেছেন- গগনেন্দ্রনাথ ঠাকুর ২৫) ছবি আ৬কার ক্ষেত্রে পেলিক্যান কালি ব্যবহার করতেন- রবীন্দ্রনাথ ঠাকুর ২৬) সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত ছবি- মা যশোদা ২৭) ‘সাঁওতাল মা ও দুই ছেলে’ ছবিটি এঁকেছেন- যামিনী রায় ২৮) কলাভবনে প্রথম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন- নন্দলাল বসু ২৯) নন্দলাল বসু তাঁর গুরুর স্থানে যাকে বসিয়েছিলেন- অবনীন্দ্রনাথ ঠাকুর ৩০) ‘সহজ পাঠ’ গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন- নন্দলাল বসু ৩১) ‘ভারত্রত্ন’ ও ‘পদ্মশ্রী’ পুরষ্কারের নকশা এঁকেছিলেন- নন্দলাল বসু ৩২) ‘সাঁওতাল দম্পতি’ ছবিটির স্রষ্টা- রামকিঙ্কর বেইজ ৩৩) কোন্ শিল্পীর দৃষ্টিশক্তি হারানোর পর অন্তঃইন্দ্রিয়ের পূর্ণ বিকাশ ঘটে?- বিনোদবিহারী মুখোপাধ্যায় ৩৪) ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা- বিনোদবিহারী মুখোপাধ্যায় ৩৫) জয়নুল আবেদিনকে কোন দেশ জাতীয় শিল্পীর মর্যাদা দেয়?- বাংলাদেশ ৩৬) শ্রমজীবী মানুষের জীবন নিয়ে ছবি এঁকেছেন- পরিতোষ সেন ৩৭) ‘কলের বাঁশি’-র মতো ভাস্কর্য কর্মটির স্রষ্টা হলেন- রামকিঙ্কর বেইজ ৩৮) ‘সুজাতা’ কার সৃষ্টি- রামকিঙ্কর বেইজ ৩৯) নন্দলাল কোথাকার গুহাচিত্র এঁকেছিলেন?- অজন্তার ৪০) ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি অব আর্ট’ প্রতিষ্ঠা করেন- হেমেন্দ্রনাথ মজুমদার বাঙালির চিত্রকলা থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোটপ্রশ্নের আলোচনা। উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে Facebook Messenger WhatsApp Twitter Continue Reading Previous Previous post: দ্বাদশ শ্রেণি বাংলাঃ বাংলা গানের ধারাNext Next post: দ্বাদশ শ্রেণি বাংলাঃ বাংলা চলচ্চিত্রের কথা Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Related News উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ March 13, 2023 দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ- মক টেষ্ট ৩ দ্বাদশ শ্রেণি বাংলা ভারতবর্ষ- মক টেষ্ট ৩ September 22, 2022