
“আকাশে সাতটি তারা” কবিতা থেকে এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে সেই বিষয়ের নোটগুলি দেখতে পারবে।
আকাশে সাতটি তারা কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQ ও SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ
১) ‘আকাশে সাতটি তারা’ কবিতার রচয়িতা হলেন- জীবনানন্দ দাশ
২) ‘আকাশে সাতটি তারা’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে- রূপসী বাংলা
৩) কামরাঙা লাল মেঘকে তুলনা করা হয়েছে- মৃত মনিয়ার সঙ্গে
৪) ‘আসিয়াছে শান্ত অনুগত’- নীল সন্ধ্যা
৫) নীল সন্ধ্যাকে কবি তুলনা করেছেন- কেশবতী কন্যার সঙ্গে
৬) ‘এ কন্যারে দেখে নি কো’- পৃথিবীর কোনো পথ
৭) রূপসীর চুলের বিন্যাসে যা ঝরে- স্নিগ্ধ গন্ধ
৮) ধানের গন্ধ হলো- নরম
৯) চাঁদা-সরপুঁটিদের ঘ্রাণ- মৃদু
১০) ‘কিশোরের পায়ে দলা’- মুথা ঘাস
১১) লাল লাল ফলগুলি- বটের
১২) ‘হাঁসের পালক, শর, পুকুরের জল’- এসবের মাঝে আছে- বাংলার প্রাণ