class six activity task

Class Six Model Activity Task Health & Physical Education Part 5

ষষ্ঠ শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫

 

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ 

ক) সু-অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলি থাকা দরকার?- ৩) দৃঢ় মানসিক প্রত্যয়

 

খ) একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে?- ২) ২.৫ – ৩ লিটার

গ) স্বাস্থ্য কী?- ৪) পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বয় 

ঘ) মাস্ক ব্যবহারের সুফল কী?- ৩) শ্বাসপ্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না

ঙ) করোনা ভাইরাস দ্বারা সংক্রামক রোগ।

class six final activity task

২) সারণির মধ্যে সমতাবিধান করোঃ  

বামদিকডানদিক

ক) হৃদরোগ – iv) অসংক্রামক রোগ 

 

খ) আন্ত্রিক- iii) জলবাহিত রোগ

 

গ) কোভিড ১৯- i) জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট

 

ঘ) অসংক্রামক রোগের কারণ- ii) শারীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্টফুড খাওয়া প্রভৃতি 

class seven final model activity task

৩) নিজের মতো করে লেখোঃ

ক) নভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো।

উত্তরঃ নভেল করােনা ভাইরাসের বিবিধ উপসর্গগুলি নিম্নরূপঃ- 

১) নভেল করােনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলাে শ্বাস কষ্ট। এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি। এছাড়াও দেহের বিভিন্ন প্রত্যঙ্গে ক্ষতিকারক প্রভাব পরিলক্ষিত হতে পারে। 

২) সাধারণ শুস্ক কাশি ও জ্বরের মাধ্যমে শুরু হয় করোনার উপসর্গ। 

৩) আক্রান্ত ব্যক্তি স্বাদ বা গন্ধ গ্রহণে সমস্যা দেখা দেয়। 

subscribe to sikkhalaya

খ) নভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে? 

উত্তরঃ নভেল করােনা ভাইরাস রােগ প্রতিরােধে আমাদের যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি নিম্নরূপঃ- 

১) প্রতিটি নাগরিককে করােনা প্রতিরােধক টিকা নিতে হবে।

২) আমাদের অতি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। 

৩) আমাদের অতি অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 

৪) যে কোনোরকম অসুস্থতায় বাড়িতে থাকতে হবে ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। 

৫) জ্বর, সর্দ্দি-কাশি এবং শ্বাসকষ্ট হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

model activity task 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page