FINAL ACTIVITY TASK HISTORY
ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক
১) সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করোঃ
১.১) এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে __________ (এশিয়াতে/পূর্ব আফ্রিকাতে/ আমেরিকাতে)।
উত্তরঃ এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে।
১.২) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন __________ (জাঁ ফ্রাঁসোয়া জারিজ/চার্লস ম্যাসন/দয়ারাম সাহানি)।
উত্তরঃ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
১.৩) হরপ্পা সভ্যতা __________ যুগের সভ্যতা (প্রাক-ইতিহাস/প্রায়-ইতিহাস/ঐতিহাসিক)।
উত্তরঃ হরপ্পা সভ্যতা প্রাক-ইতিহাস যুগের সভ্যতা।
২) ক-স্তম্ভ ও খ-স্তম্ভ মেলাওঃ
উত্তরঃ
ক-স্তম্ভ |
খ-স্তম্ভ |
বন্দর-নগর |
লোথাল |
বৃহৎ স্নানাগার |
মহেনজোদাড়ো |
উঁচু এলাকা |
সিটাডেল |