Computer Learning & Mobile Knowledge

Computer Learning & Mobile Knowledge

কম্পিউটার ও মোবাইল সংক্রান্ত জ্ঞান

বর্তমান যুগ হলো যন্ত্রসভ্যতার যুগ। আর তাই বর্তমান সময়ে কম্পিউটার জ্ঞান আমাদের জন্য অতি আবশ্যক। আমাদের হাতের স্মার্ট ফোন থেকে বাড়িতে থাকা ল্যাপটপ বা কম্পিউটার তাই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় আমাদের অনেকের পক্ষেই কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রথাগত কম্পিউটার শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। তাই শিক্ষালয়ের পক্ষ থেকে কম্পিউটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের জন্য কম্পিউটার সম্পর্কিত বিবিধ বিষয় এই ওয়েবসাইটে নিয়মিত প্রদান করা হবে।

এছাড়াও আমাদের কাছে থাকা স্মার্ট ফোনকে ব্যবহার করে কিভাবে আমরা অনলাইন মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কাজ সহজেই সুরক্ষিত উপায়ে সম্পন্ন করতে পারবো, সেই বিষয়েও তথ্য প্রদান করা হবে। শিক্ষালয়ের এই উদ্যোগ তাদের জন্য যারা স্মার্ট ফোন বা কম্পিউটার সম্পর্কে এখনো অনভিজ্ঞ।

আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী তা পেজের নিম্নে প্রদান করা ফর্মটি যথাযথভাবে পূরণ করে শিক্ষালয়কে জানান। আপনাদের সমস্যার সমাধান এই পেজে প্রদান করা হবে।

চলুন আপনার সুবিধার্থে আমাদের ওয়েবসাইটটিকে বুকমার্ক হিসেবে সেভ করে রাখার মধ্য দিয়েই আমরা এই প্রচেষ্টার শুভ সূচনা করি।   

 

১) মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে কোনো ওয়েবসাইটকে বা ওয়েবপেজকে বুকমার্ক (Bookmark) রূপে সেভ করবেন তা জানতে দেখুন নিম্নের ভিডিওটিঃ  

 

২) আপনি কি জানেন কম্পিউটারে কিভাবে কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজকে বুকমার্ক রূপে সেভ করা যায়? যদি আপনার না জানা থাকে তবে দেখে নিন নিম্নের ছবিগুলিঃ 

প্রথম পদক্ষেপঃ

আপনার ল্যাপটপ বা ডেক্সটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।

 

sikkhalaya

দ্বিতীয় পদক্ষেপঃ

অ্যাড্রেসবারে বা সার্চ অপশনে টাইপ করুন Sikkhalaya এবং Enter প্রেস করুন।

 

sikkhalaya

 

তৃতীয় পদক্ষেপঃ

সার্চ রেজাল্টে আসা Sikkhalaya.in  লিংকটিতে ক্লিক করুন।

 

sikkhalaya

চতুর্থ পদক্ষেপঃ

আপনার গুগোল ক্রোম ব্রাউজারের একেবারে ডানদিকে থাকা তিনটি ডট (সেটিংস) অপশনে ক্লিক করুন।

 

sikkhalaya

পঞ্চম পদক্ষেপঃ

এবারে যে ডায়লগ বক্সটি আসবে সেখানে ৬ নম্বরে থাকা Bookmarks অপশনে ক্লিক করুন।

 

sikkhalaya

ষষ্ঠ পদক্ষেপঃ

এবারে বাদিকে আসা ডায়লগ বক্স থেকে ৩ নম্বর অপশন Show Bookmarks Bar অপশনে ক্লিক করুন (আগে থেকে করা থাকলে আর করবেন না)।

 

sikkhalaya

সপ্তম পদক্ষেপঃ

এবারে ১ নম্বরে থাকা Bookmark This Tab অপশনে ক্লিক করুন।

 

sikkhalaya

অষ্টম পদক্ষেপঃ

এবারে যে নতুন ডায়লগ বক্সটি আসবে সেখানে নীল রঙ-এ লেখা Done অপশনে ক্লিক করুন।

 

sikkhalaya

নবম পদক্ষেপঃ

আপনি Bookmark-টি সেট করে ফেলেছেন।

 

sikkhalaya

দশম পদক্ষেপঃ

এখন থেকে আপনি যখনই গুগোল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, আপনার সেট করা Bookmark-টি আপনি দেখতে পারবেন। এই প্রকৃয়া অনুসরণ করে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ওয়েবসাইট অথবা ওয়েবপেজকে এভাবেই Bookmark করে রাখতে পারবেন।

 

sikkhalaya

৩) চাকরি বা কাজের প্রয়োজনে অনেককেই তাদের বায়োডেটা তৈরি করতে হয়। কিন্তু সকলের পক্ষে তা তৈরি করা সম্ভব হয় না বা তারা তা তৈরির সঠিক পদ্ধতি জানেন না। তাই শিক্ষালয়ের পক্ষ থেকে একটি মডেল বায়োডেটা ফরম্যাট প্রদান করা হলো। 

bio data

উপরের Bio-Data ফরম্যাটটি পূরণ করে ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

download sikkhalaya

 

শিক্ষালয়ের এই প্রকার উদ্যোগের সঙ্গে সংযুক্ত হতে চাইলে নিম্নের ফর্মটি পূরণ করে আপনি কি বিষয়ে জানতে চান তা শিক্ষালয়কে জানানঃ 


sikkhalaya

You cannot copy content of this page

Need Help?