Class Eight Model Activity Task
January, 2022
অষ্টম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
জানুয়ারি, ২০২২
করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।
১) ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৩=৩
১.১) ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে- ঘ) ক্ষণিকা
১.২) ‘অনেক _______ কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে’- শূন্যস্থানে বসবে- গ) ঝঞ্ঝা
১.৩) ‘আকাশ তবু ________ থাকে’- শূন্যস্থানে বসবে- খ) সুনীল
অষ্টম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
২) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ ১*৩=৩
২.১) ‘কতকটা এ ভবের গতিক’- ভবের গতিক’টি কী?
উত্তরঃ বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে গৃহীত অংশে ভবের গতিক বলতে কবি বুঝিয়েছেন যে, এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়।
২.২) ‘চলে আসছে এমনি রকম’- কোন্ সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন?
উত্তরঃ বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে গৃহীত অংশে কবি মান্ধাতার আমল অর্থাৎ অতি প্রাচীনকালের কথা স্মরণ করেছেন।
২.৩) ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’- কোন্ বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে?
উত্তরঃ বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে গৃহীত অংশে কবি ভেসে থাকতে পারা অর্থাৎ জীবনযুদ্ধে টিকে থাকাকেই সবার চেয়ে শ্রেয় বলে মনে করেছেন।
অষ্টম শ্রেণি বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*৩=৯
৩.১) ‘তবু ভেবে দেখতে গেলে’- কবি কী ভেবে দেখার কথা বলেছেন?
উৎসঃ
বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।
কবি যা ভেবে দেখার কথা বলেছেনঃ
কবি বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে বিভেদ বা মতের অমিল দেখা যায়। আমরা যেমন অপরেরে চাপে চিন্তিত থাকি, ঠিক তেমনই আমাদের দ্বারাও অন্যেরা চাপে পড়ে থাকে। তবে কবি মনে করেন যে, আমরা যদি একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই তবে আমরা অনেকখানি সুখ অর্জনে সমর্থ হবো। এই কথাটিই কবি প্রশ্নোক্ত অংশে ভেবে দেখার কথা বলেছেন।
৩.২) ‘শঙ্কা যেথায় করে না কেউ / সেইখানে হয় জাহাজ ডুবি’- উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।
উৎসঃ
বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।
তাৎপর্যঃ
জীবনে চলার পথে আমরা অনেক ক্ষেত্রেই অনাকাঙ্খিত দুঃখের সম্মুখীন হয়ে থাকি। আমাদের চলার পথে নানা প্রতিবন্ধকতা আমাদের গতিরোধ করতে চায়। অনেক সময়েই যাকে আমরা সামান্য বিষয় বলে মনে করি, তার দ্বারা আমরা অপ্রত্যাশিত আঘাতে প্রাপ্ত হই। যেখানে জাহাজ ডুবির আশঙ্কা করা হয় না অর্থাৎ বিপদের সম্ভাবনা নেই বলে মনে করা হয়, সেখানেই আমাদের জাহাজ ডুবি হয় অর্থাৎ আমরা অপ্রত্যাশিত বিপদের সম্মুখীন হই। প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটির মধ্য দিয়ে কবি এই সত্যকেই প্রতিষ্ঠিত করেছেন।
৩.৩) ‘দোহাই তবে এ কার্যটা / যত শীঘ্র পারো সারো।”- কবি কোন কার্যটা দ্রুত সারতে বলেছেন?
উৎসঃ
বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে।
কবির বক্তব্যঃ
সুখ ও দুঃখ আমাদের জীবনে চাকার ন্যায় আবর্তিত হয়। জীবনে যেমন আমরা সুখ ভোগ করি, তেমনই আমাদের দুঃখের সাগরেও অবগাহন করতে হয়। তবে এই দুঃখ ভোগ করার জন্য আমরা কখনোই বিধি বা বিধাতাকে দোষারোপ করতে পারি না। উদ্ধৃত অংশে কবি ‘এ কার্যটা’ বলতে বিধির সাথে অহেতুক বিবাদ করাকেই বুঝিয়েছেন।
কবি বলেছেন নিজেকে ভাগ্যের হাতের পুতুল মনে না করে, যদি আমরা নিজ উদ্যমে এগিয়ে চলতে পারি তবে আমরা জীবনযুদ্ধে অবশ্যই সফল হতে পারবো। আর তাই তিনি দুঃখের মুহূর্তে অযথা ভেঙে পড়ে বিধির সাথে বিবাদ করতে নিষেধ করেছেন।
৪) নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখোঃ ৫
‘ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে’।- পঙতিটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। ১+৪
উৎসঃ
বিশ্বকবি “রবীন্দ্রনাথ ঠাকুর” রচিত “বোঝাপড়া” কবিতা থেকে প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি চয়ন করা হয়েছে।
পঙতির ব্যবহারঃ
‘ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে’ পঙতিটি কবিতায় কবি পাঁচবার ব্যবহার করেছেন।
বিষয়বস্তুর আলোকে পুনরাবৃত্তির কারণঃ
কবি সমগ্র কবিতা জুড়ে জীবনে চলার পথে ভালো-মন্দের মাঝে সর্বদা সত্যের পথে অগ্রসর হবার পরামর্শ প্রদান করেছেন। সত্যের পথে চলে আমরা জীবনে পরম সুখ অর্জনে সমর্থ হবো বলেই কবির বিশ্বাস। আর তাঁর এই বিশ্বাসকে সমগ্র পাঠক সমাজের মধ্যে সঞ্চারিত করতে কবি-কন্ঠে বারংবার ধ্বনিত হয়েছে-
“ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।”
জীবনে চলার পথে প্রতিনিয়তই আমরা বিবিধ বাঁধার সম্মুখীন হবো। কিন্তু আমাদের সেই সকল প্রতিবন্ধকতার মাঝে থেমে থাকলে চলবে না। বিধিকে দোষারোপ করার পরিবর্তে আমাদের সত্যের প্রদীপ জ্বালিয়ে অসত্যের অন্ধকারকে দূর করে জীবনযুদ্ধে জয়ী হতে হবে। আর তাই বিশ্বকবি আমাদের সঠিক পথ প্রদর্শন করতেই কবিতায় প্রশ্নোক্ত তাৎপর্যপূর্ণ অংশটি একাধিকবার ব্যবহার করেছেন।
সকল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে।