মাধ্যমিক ইতিহাস মক টেষ্ট
দ্বিতীয় অধ্যায়
মাধ্যমিক তথা দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় নিয়ে এলো ইতিহাস বিষয়ে MCQ প্রশ্নের নতুন আরেকটি মক টেষ্ট। দশম শ্রেণির ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় “সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা” অধ্যায় থেকে এই প্রথম মক টেষ্টটি প্রদান করা হলো। ইতিপূর্বেই শিক্ষালয়ের পক্ষ থেকে মাধ্যমিক তথা দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক মক টেষ্ট, ইতিহাস ও ভূগোল বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করা হয়েছে।
আশাকরি শিক্ষার্থীরা এই মক টেষ্টটি প্রদানের মধ্য দিয়ে তাদের ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের ছোটপ্রশ্নের (MCQ) ভালো অনুশীলন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নিয়মিত বাংলা, ইতিহাস ও ভূগোল বিষয়ের নতুন নতুন মক টেষ্ট প্রদান করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মক টেষ্ট বিভাগ থেকে এই সবগুলি মক টেষ্টের লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের কোনো সাজেশন বা অনুরোধ থাকলে তোমরা পোষ্টের কমেন্ট অংশে তা লিখে জানাতে পারো কিম্বা ওয়েবসাইটের যোগাযোগ বিভাগ থেকে সরাসরি যোগাযোগ করতে পারো শিক্ষালয়ের সাথে।
নিম্নে ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রথম মক টেষ্টটি প্রদান করা হলো। তোমরা নিজেদের নাম লিখে প্রশ্নগুলির সঠিক বিকল্প নির্বাচন করে তোমাদের উত্তরগুলি সাবমিট করার সাথে সাথেই নিজদের প্রাপ্ত নম্বর পেয়ে যাবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে এই MCQ মক টেষ্টটি তোমরা একাধিকবার প্রদান করতে পারবে।
দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা MCQ মক টেষ্ট
শিক্ষালয় ওয়েবসাইটের আপডেটগুলি নিয়মিত পেতে নিম্নের ফর্মটি পূরণ করোঃ
পঞ্চম থেকে দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি ইতিহাস MCQ মক টেষ্ট