class nine bengali vabsomprosaron

নবম শ্রেণি বাংলা নির্মিতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভাবসপ্রসারণ। ভাবসম্প্রসারণ কথাটির অর্থ হল ভাবের বিস্তার। কবিতা বা পদ্যের স্বল্প পরিসরে অন্তর্নিহিত থাকা ভাবকে সম্প্রসারিত করে ব্যঞ্জনার ভাবসিন্ধুতে পরিণত করাকেই ভাবসম্প্রসারণ বলা হয়ে থাকে। 

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণগুলি নিম্নে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ভাবসম্প্রসারণগুলি অনুশীলন করলে উপকৃত হবে। 

 

১) “পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য

তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।” 

 

২) “অন্যায় যে করে আর অন্যায় যে সহে,

তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।”

 

৩) “স্বার্থমগ্ন যেজন বিমুখ

বৃহৎ জগৎ হতে সে কখনও শেখেনি বাঁচিতে।”

 

৪) “জীবে প্রেম করে যেই জন

সেই জন সেবিছে ঈশ্বর।” 

 

৫) “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি।

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।”

 

নবম শ্রেণি বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাটিতে ক্লিক/টাচ করো 

 

৬) “উত্তম নিসচিন্তে চলে অধমের সাথে,

তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।”

 

৭) “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়

পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।” 

 

৮) “দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি

সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।” 

 

৯) “রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা

সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।”

 

১০) “পথের প্রান্তে আমার তীর্থ নয়

পথের দু-ধারে আছে মোর দেবালয়।”

 

নবম শ্রেণি বাংলা অধ্যায়ভিত্তিক নোটের জন্য এই লেখাটিতে ক্লিক/টাচ করো 

 

১১) “মেঘ দেখে কেউ করিস নে ভয়

আড়ালে তার সুর্য হাসে।” 

 

১২) “সকলের তরে সকলে আমরা 

প্রত্যেকে আমরা পরের তরে।” 

 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল

2 thoughts on “ভাবসম্প্রসারণ- নবম শ্রেণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page