ভাবসম্প্রসারণ- নবম শ্রেণি
নবম শ্রেণি বাংলা নির্মিতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভাবসম্প্রসারণ- নবম শ্রেণি। ভাবসম্প্রসারণ কথাটির অর্থ হল ভাবের বিস্তার। কবিতা বা পদ্যের স্বল্প পরিসরে অন্তর্নিহিত থাকা ভাবকে সম্প্রসারিত করে ব্যঞ্জনার ভাবসিন্ধুতে পরিণত করাকেই ভাবসম্প্রসারণ বলা হয়ে থাকে।
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণগুলি নিম্নে ভাবসম্প্রসারণ- নবম শ্রেণি অংশে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ভাবসম্প্রসারণগুলি অনুশীলন করলে উপকৃত হবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ভাবসম্প্রসারণ- নবম শ্রেণিঃ
১) “পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য
তোমার হৃদয়-কুসুমকে প্রস্ফুটিত করিও।”
২) “অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।”
৩) “স্বার্থমগ্ন যেজন বিমুখ
বৃহৎ জগৎ হতে সে কখনও শেখেনি বাঁচিতে।”
৪) “জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর।”
৫) “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি।
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।”
৬) “উত্তম নিসচিন্তে চলে অধমের সাথে,
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।”
৭) “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।”
৮) “দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি।”
৯) “রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।”
১০) “পথের প্রান্তে আমার তীর্থ নয়
পথের দু-ধারে আছে মোর দেবালয়।”
১১) “মেঘ দেখে কেউ করিস নে ভয়
আড়ালে তার সুর্য হাসে।”
১২) “সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।”
নিম্নে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রদান করা হলোঃ
- ধ্বনি পরিবর্তন
- সন্ধি
- শব্দ ও পদ
- বাংলা ব্যাকরণ বাচ্য পরিবর্তন
- বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করুনঃ
Thanks for your blog, nice to read. Do not stop.
Thank You.