রাষ্ট্রবিজ্ঞান সাজেশনঃ একাদশ শ্রেণি

রাষ্ট্রবিজ্ঞান সাজেশনঃ একাদশ শ্রেণি

Class Eleven Political Science Suggestion 2022 

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনঃ একাদশ শ্রেণি প্রদান করা হলো। শিক্ষার্থীরা অতি অবশ্যই তাদের পাঠ্যবইয়ের বিষয়গুলি আগে ভালো করে পড়ে নেবে। এই রাষ্ট্রবিজ্ঞান সাজেশনঃ একাদশ শ্রেণি সাজেশনটি শুধুমাত্র তোমাদের পরীক্ষার পূর্বের সংক্ষিপ্ত সময়ে প্রস্তুতির লক্ষ্যে প্রদান করা হচ্ছে। শুধুমাত্র এই সাজেশনের প্রশ্নগুলি তৈরি করে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় না বসার জন্য শিক্ষালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে। শিক্ষালয় আশা প্রকাশ করে যে, এই প্রশ্নগুলির উত্তর ভালো করে অনুশীলন করলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে সমর্থ হবে। 

 

সাজেশনে প্রবেশ করার পূর্বে তোমাদের জেনে নেওয়া প্রয়োজন যে, সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 

 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার নম্বর বিভাজন

 

প্রথম অধ্যায় (রাষ্ট্রবিজ্ঞানঃ বিষয়বস্তু ও তার বিবর্তন): এই অধ্যায় থেকে ৮ নম্বরের কোনো বড়ো প্রশ্নের উত্তর করতে হবে না। শুধুমাত্র ৬টি MCQ ও ৪টি SAQ প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১০ নম্বরের উত্তর করতে হবে। 

 

দ্বিতীয় অধ্যায় (রাষ্ট্র): এই অধ্যায় থেকে কোনো MCQ প্রশ্নের উত্তর করতে হবে না। ৪টি SAQ ও ১টি ৮ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১২ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 

 

তৃতীয় অধ্যায় (জাতীয় জনসমাজ, জাতি ও রাষ্ট্র): এই অধ্যায় থেকে ৮ নম্বরের কোনো বড়ো প্রশ্নের উত্তর করতে হবে না। শুধুমাত্র ৬টি MCQ ও ৬টি SAQ প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১২ নম্বরের উত্তর করতে হবে।

 

চতুর্থ অধ্যায় (আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ): এই অধ্যায় থেকে কোনো SAQ প্রশ্নের উত্তর করতে হবে না। ২টি MCQ ও ১টি ৮ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১০ নম্বরের উত্তর করতে হবে। 

 

ষষ্ঠ অধ্যায় (সংবিধান): এই অধ্যায় থেকে ২টি MCQ, ২টি SAQ ও ১টি ৮ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১২ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। 

 

সপ্তম অধ্যায় (সরকারের বিভিন্ন রূপ): এই অধ্যায় থেকে কোনো SAQ প্রশ্নের উত্তর করতে হবে না। ৪টি MCQ ও ১টি ৮ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১২ নম্বরের উত্তর করতে হবে। 

 

অষ্টম অধ্যায় (মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ): এই অধ্যায় থেকে কোনো SAQ প্রশ্নের উত্তর করতে হবে না। ৪টি MCQ ও ১টি ৮ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে মোট ১২ নম্বরের উত্তর করতে হবে। 

 

পঞ্চম, নবম ও দশম অধ্যায় থেকে কোনো প্রশ্ন ২০২২ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আসবে না। 

 

এবারে আমরা দেখে নেই ২০২২ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নগুলি। ইতিপূর্বে একাদশ শ্রেণির বাংলা বিষয়ের সাজেশন শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।

বাংলা সাজেশনটি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করো। 

 

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২২ 

প্রথম অধ্যায় (রাষ্ট্রবিজ্ঞানঃ বিষয়বস্তু ও তার বিবর্তন):

১) রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেন?

২) রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

৩) পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে?

৪) রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?

৫) ‘দ্য প্রিন্স’ গ্রন্থটির লেখক কে?

৬) সাদারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে?

৭) উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা কারা?

৮) দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 

৯) বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়?

১০) UNESCO -র পুরো কথাটি কী?

১১) ‘পলিটিক্‌স’ কথাটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

১২) রাজনীতি বলতে কী বোঝায়?

১৩) রাষ্টবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রীক মতবাদের সমর্থক কারা ছিলেন? 

১৪) অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান কী?

১৫) কারা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিয়েছেন?

১৬) রাষ্ট্রবিজ্ঞানকে কে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন? 

১৭) ‘রাষ্ট্রবিজ্ঞান’ শিরোনামে প্রশ্নপত্র দেখে দুখঃপ্রকাশ করেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী? 

১৮) রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গীর নাম লেখো। 

১৯) কমিউনিষ্ট ম্যানিফেস্টো-র রচয়িতা কারা? 

২০) প্রাচীন গ্রিসে কোন ধরণের রাষ্ট্র ছিল? 

২১) অর্থশাস্ত্রের রচয়িতা কে?

২২) ‘Human Nature in Politics’ গ্রন্থের রচয়িতা কে?

২৩) গ্রিক শব্দ ‘পলিস’ এর অর্থ কী? 

২৪) ‘মানুষ রাজনৈতিক জীব’- কথাটি কে বলেছেন? 

২৫) ‘রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে’- কথাটি কে বলেছেন?

২৬) ‘রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান’- কথাটি কে বলেছেন?

২৭) ‘রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষতৎ নিয়ে আলোচনা করে’- কথাটি কে বলেছেন?

২৮) ‘রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার’- কথাটি কে বলেছেন? 

২৯) কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে আবহবিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন?

৩০) ‘এ গ্রামার অব পলিটিক্‌স’ গ্রন্থটি কার লেখা?

৩১) ‘রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান’- কথাটি কে বলেছেন? 

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

দ্বিতীয় অধ্যায় (রাষ্ট্র): 

রাষ্ট্র অধ্যায় থেকে SAQ প্রশ্নের সাজেশন- 

১) ‘রাষ্ট্র’ কথাটি কোন শব্দ থেকে এসেছে?

২) পলিস কী?

৩) সিভিটাস কী?

৪) ইংরেজি State শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?

৫) রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

৬) ‘রাষ্ট্র মানবসমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল’- কে বলেছেন?

৭) ‘রাষত্র হল মর্তে ঈশ্বরের পদক্ষেপ’ কথাটি কে বলেছেন?

৮) ‘রাষ্ট্র হল জীবন্ত ব্যক্তিত্ব’- কথাটি কে বলেছেন?

৯) রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?

১০) রাষত্র সম্পর্কিত গার্নারের সংজ্ঞাটি লেখো।

১১) কাদের মতে রাষ্ট্র শ্রেণি শোষণের যন্ত্র?

১২) রাষ্ট্রের পাঁচটি উপাদানের নাম লেখো।

১৩) নাগরিক কাদের বলা হয়?

১৪) পৃথিবীতে বর্তমানে কোন রাষ্ট্রের জনসংখ্যা বেশি?

১৫) রাষ্ট্রের বাহু কাকে বলা হয়?

১৬) পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষত্রের নাম কী?

১৭) ক্ষুদ্রায়তন রাষ্ট্রকে কোন রাষ্ট্রবিজ্ঞানী সমর্থন করেছেন?

১৮) রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত হয়ে ওঠে?

১৯) রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? 

২০) রাষ্ট্রের প্রদান উপাদান কী?

২১) রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী?

২২) সার্বভৌমিকতাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

২৩) জনগনের সার্বভৌমিকতার কথা কে বলেছেন?

২৪) রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে একটি পার্থক্য লেখো।

২৫) রাষ্ট্র ও সকারের মধ্যে প্রধান পার্থক্য কী?

২৬) “Origin of Species’ গ্রন্থটি কার লেখা? 

২৭) রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ কোনটি?

২৮) ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য কী?

২৯) বলপ্রয়োগ মতবাদের মুখ্য প্রবক্তা কে ছিলেন?

৩০) ‘জোর যার মুলুক তার’- কে বলেছেন? কোন মতবাদে স্থান পেয়েছে?

৩১) ‘রাষ্ট্র পশু শক্তির উপর প্রতিষ্ঠিত’- কে বলেছেন?

৩২) কোন মতবাদ অনুসারে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে?

৩৩) সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী? 

৩৪) সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রবক্তার নাম লেখো। 

৩৫) ‘Leviathan’ গ্রন্থটি কার লেখা? 

৩৬) ‘Two Treatises of Government’ গ্রন্থটি কার লেখা? 

৩৭) লকের মতে কয়টি চুক্তি হয়েছিল?

৩৮) রুশোর মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল?

৩৯) ‘Social Contract’ গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 

৪০) সাধারণ ইচ্ছা কাকে বলে? 

৪১) রুশোর মতে কয়টি চুক্তি হয়েছিল?

৪২) রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? 

 

রাষ্ট্র অধ্যায় থেকে বড়ো প্রশ্নের (৮ নম্বর) সাজেশন- 

১) ‘রাষ্ট্র’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? রাষ্ট্র সম্পর্কিত গার্নারের সংজ্ঞাটি লেখো। রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা, রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।***  

২) রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্যগুলি লেখো। *** 

৩) রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 

৪) রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে ঐশ্বরিক মতবাদ আলোচনা করো। ***

৫) রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো।  

৬) পশ্চিমবঙ্গকে কি রাষ্ট্র বলা যায়- যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 

 

তৃতীয় অধ্যায় (জাতীয় জনসমাজ, জতি ও রাষ্ট্র):

১) জনসমাজ বলতে কী বোঝো?

২) জাতীয় জনসমাজ বলতে কী বোঝো?

৩) জনসমাজ ও জাতীয় জনসমজের মধ্যে পার্থক্য কী?

৪) জাতীয় জনসমাজের দুটি উপাদান লেখো।

৫) “বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়, বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে”- কে বলেছেন?

৬) “জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রীয় সীমারেখার সমান হওয়া উচিৎ”- কথাটি কে বলেছেন?

৭) জাতি বলতে কী বোঝায়?

৮) রবীন্দ্রনাথ জাতি বলতে কোন শব্দটি ব্যবহার করেছেন?

৯) জাতীয় জনসমাজ ও জাতীর মধ্যে প্রধান পার্থক্য কী?

১০) হিটলার, মুসোলিনি কোন ধরণের ধারণার প্রচার করেন?

১১) রাষ্ট্র ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী?

১২) জাতি-রাষ্ট্র কাকে বলে?

১৩) একজাতিভিত্তিক রাষ্ট্র কাকে বলে?

১৪) বহুজাতিভিত্তিক রাষ্ট্র কাকে বলে?

১৫) আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে?

১৬) “এক জাতি, এক রাষ্ট্র” তত্ত্বের একটি গুণ উল্লেখ করো। 

১৭) ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

১৮) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন প্রবক্তার নাম লেখো।

১৯) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরোধিতা করেছেন এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। 

২০) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। 

২১) জাতীয়তাবাদের অর্থ লেখো। 

২২) জাতীয়তাবাদের প্রবক্তা কাকে বলা হয়?

২৩) জাতীয়তাবাদের মূল নীতিটি লেখো।

২৪) বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ করো। 

২৫) জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো। 

২৬) বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো?

২৭) কোন ধরণের জাতীয়তাবাদ বিশ্বশান্তির বিরোধী?

২৮) বিকৃত জাতীয়তাবাদকে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন?

২৯) জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো।

৩০) আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?

৩১) আন্তর্জাতিকতাবাদের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো।

৩২) আন্তর্জাতিকতাবাদের প্রধান আদর্শগুলি কী কী? 

৩৩) প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কী বোঝো? 

৩৪) “দুনিয়ার মজুর এক হও”- কার উক্তি?

৩৫) ‘ন্যাশালিজম’ গ্রন্থের লেখকের নাম কি?

 

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

চতুর্থ অধ্যায় (আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ):

বড়ো প্রশ্ন (৮ নম্বর):

১) আইনের সংজ্ঞা দাও। আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। ৮ ***

২) স্বাধীনতার সংজ্ঞা দাও। এর প্রকারভেদ্গুলি আলোচনা করো। ৮ *** 

৩) সাম্যের সংজ্ঞা দাও। সাম্যের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। ৮

৪) গণতন্ত্র কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৮  ***

৫) প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৮

৬) পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৮

৭)  প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্যগুলি আলোচনা করো। ৮ *** 

৮) একনায়কতন্ত্র কাকে বলে? এর দোষ-গুণ আলোচনা করো। ৮ 

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

ষষ্ঠ অধ্যায় (সংবিধান):

SAQ প্রশ্নের সাজেশনঃ

১) Constitution শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে? 

২) কে সি হোয়ার সংবিধান বুতে কী বুঝিয়েছেন?

৩) মৌলিক সংবিধান বলতে কি বোঝো?

৪) লিখিত সংবিধান কাকে বলে?

৫) লিখিত সংবিধান আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো।

৬) পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশে দেখা যায়? 

৭) লিখিত সংবিধান রক্ষা করার দ্বায়িত্ব কার হাতে থাকে?

৮) অলিখিত সংবিধান কাকে বলে?

৯) অলিখিত সংবিধান আছে এমন দুটি দেশের নাম লেখো।

১০) লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে প্রধান পার্থক্য কী?

১১) সংবিধান সংশোধনের ভিত্তিতে সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায়?

১২) সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে?

১৩) সুপরিবর্তনীয় সংবিধানের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

১৪) দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে?

১৫) দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।

১৬) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রধান পার্থক্য কী?

১৭) “ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্যবিধান করেছে”- কথাটি কে বলেছেন? 

১৮) ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল?

১৯) কত খ্রিষ্টাব্দে গণপরিষদ গঠিত হয়েছিল?

২০) গণপরিষদের প্রধান কাজ কি ছিল?

২১) গণপরিষদের প্রথম অধিবেশন কবে, কোথায় হয়েছিল?

২২) গণপরিষদের খসরা কমিটির সভাপতি কে ছিলেন?

২৩) ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল?

২৪) গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

২৫) ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?

২৬) ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?

২৭) ভারতের সংবিধান রচনার সময় কতগুলি ধারা ছিল?

২৮) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কী?

২৯) সংবিদঝান অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস কী?

৩০) ভারতের সংবিধানের ৪২তম সংশোধন কবে করা হয়েছিল?

৩১) সাধারণতন্ত্র বলতে কী বোঝায়?

৩২) ভারতের সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বিকৃতি প্রদান করা হয়েছে?

৩৩) ভারতের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী?  

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

বড়ো প্রশ্ন (৮ নম্বর):

১) সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণিবিভাজন করো। ২+৬

২) লিখিত সংবিধান কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ২+৬

৩) অলিখিত সংবিধান কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ২+৬ *** 

৪) সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে? এর গুণাগুণ আলোচনা করো। ২+৬

৫) দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? এর গুণাগুণ আলোচনা করো। ২+৬ 

৬) ভারতের সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো। ৮ 

৭) ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ৮ ***

৮) লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্যগুলি আলোচনা করো। ৮ ***

৯) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের পার্থক্যগুলি আলোচনা করো। ৮ ***

 

সপ্তম অধ্যায় (সরকারের বিভিন্ন রূপ):

বড়ো প্রশ্ন (৮ নম্বর):

১) এককেন্দ্রিক সরকার কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ২+৬

২) এককেন্দ্রিক সরকারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৮ *** 

৩) যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ২+৬

৪) যুক্ত্রাষ্ট্রীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ৮

৫) তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রীক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৮  অথবা, ভারতকে কেন আধা যুক্তরাষ্ট্র বলা হয়? ৮  *** 

৬) সংসদীয় বা মন্ত্রীপরিষদ পরিচালিত শাসনব্যবস্থা কাকে বলে? এই সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ২+৬ *** 

৭) রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি লেখো। ৮

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

অষ্টম অধ্যায় (মৌলিক অধিকার ও কর্তব্য):

বড়ো প্রশ্ন (৮ নম্বর):

১) অধিকার বলতে কী বোঝায়? অধিকারের রূপগুলি আলোচনা করো। ৮

২) অধিকার বলতে কী বোঝায়? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। ৮ *** 

৩) কর্তব্য বলতে কী বোঝায়? নাগরিক কর্তব্যগুলি আলোচনা করো। ৮

৪) নাগরিক অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ৮ ***

৫) অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ৮

৬) ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে? ৮ *** 

৭) ভারতের সংবিধানে স্বিকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো। ৮

৮) ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। ৮

৯) ভারতের সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। ৮

১০) নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ৮

১১) কর্তব্য বলতে কী বোঝো? ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ৮ *** 

এই অধ্যায় থেকে MCQ প্রশ্নের উত্তর অনুশীলন করতে এই লেখাতে ক্লিক/টাচ করো 

 

একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের বাংলা বিষয়ে সহায়তা লাভ করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করবেঃ 

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?