২৫শে বৈশাখের পুণ্য লগ্নে শিক্ষালয়ের পক্ষ থেকে কবি প্রণাম জানাচ্ছেন শ্রীযুক্ত বিজয় কুমার ধর মহাশয় তাঁর রচিত “পাহাড়ের মতো মন খুঁজি” নামক একটি অসাধারণ কবিতার মধ্য দিয়ে।
পাহাড়ের মতো মন খুঁজি- বিজয় ধর
পাহাড় চূঁড়ায় যাবো বলে
বেড়িয়ে ছিলাম ঘড়ের থেকে,
চলতে চলতে অনেক পথে
দেখা পেলাম তাদের সাথে,
পাখি বলে, “ডানায় বসো
পৌঁছে দেবো এক নিমেষে।”
তাকে বলি, “তোমার কথা
রাখতে পারি যদি দেখা পাই
নদীর সাথে।” পাখি বলে-
নদীর জলে হংসরাজের
তুলে দেবো পিঠের পড়ে
আলতো করে।
পাখির কথা শুনতে আমায়
বললো সবাই গাছেরা আর
মাঠেরা মিলে।
এবার যাত্রা শুরু করি
পাখির ডানায় চুপটি করে,
রাজহংসী নদীর স্রোতে
ভাসিয়ে চলে সাগর পাড়ে
পরের কথায় মনের ভুলে।
ফিরছি আবার পাহাড় পানে
বহু কষ্টে পদতলে পৌঁছে গেলাম
বিরাট পাহাড় সামনে এসে,
চড়ছি ধীরে তাহার বুকে
ডান পাশেতে ঝরণা ঝরে
ঝরণা আমায় বললো ডেকে
আপন হৃদয় মস্ত হলে
পৌঁছে যাবি পাহাড়চূঁড়ে
এক নিমেষে অবহেলে,
এই না বলে ঝরণা ধারা
বিপুল বেগে আমায় ছুঁয়ে
পৌঁছে দিলো নদীর মাঝে।
হৃদয় গড়ার কারখানাটা
খুঁজছি এখন দেশান্তরে।
কবি পরিচিতিঃ
বিজয় কুমার ধর
জলপাইগুড়ি বন্যপ্রাণী দপ্তর
জলপাইগুড়ি
শিক্ষালয় ওয়েবসাইটের বিবিধ বিভাগে বাংলা কাব্য, কবিতা, উপন্যাস, ছোটগল্প প্রভৃতির এক ক্ষুদ্র সংস্করণ তৈরি করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষালয় ওয়েবসাইটের ফলোয়াররা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগে প্রকাশ করতে চাইলে যোগাযোগ করবেন। এই বিভাগে অংশগ্রহণ করতে কোনো প্রকার অর্থ নেওয়া বা দেওয়া হবে না। আগ্রহীরা শিক্ষালয়ের সাথে যোগাযোগ করতে পারেন।