রূপনারানের কূলে MCQ & SAQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য রূপনারানের কূলে MCQ & SAQ প্রদান করা হলো। আশাকরি শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

রূপনারানের কূলে MCQ প্রশ্নের উত্তরঃ

১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি যার প্রতিক- বিশ্ব সংসারের

২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন- রক্তের অক্ষরে

৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন- আঘাত ও বেদনায়

৪) কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো- কঠিন

৫) “রূপনারানের কূলে” কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল- শেষ লেখা

৭) কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন- রূপনারানের কূলে

৮) “রূপনারানের কূলে” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল- রক্তের

৯) ‘চিনিলাম____’- আপনারে

১০) যে কখনো বঞ্চনা করে না- সত্য

১২) ‘রূপনারানেরকূলে’ কবিতাটি রচিত হয়- শান্তিনিকেতনে

কবিতা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

রূপনারানের কূলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ

১) ‘রূপনাৱানের কুলে’ কবিতাটি কোন্ কবির জীবনের কোন পর্বেৱ ৱচনা?
উঃ ‘রূপনারানের কূলে’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে মৃত্যুর কিছুদিন আগের রচনা।

২) রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কোথায়, কোন সময়ে রচিত হয়?
উঃ ‘রূপনারানের কূলে’ কবিতাটি শান্তিনিকেতনের উদয়নে ৩০ বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দে (১৩ মে ১৯৪১ খ্রিস্টাব্দে) রাত্রি ৩টে ১৫ মিনিটে রচিত হয়।

৩) ‘রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে ‘রূপনারানের কূলে’ কবিতাটি নেওয়া হয়েছে।

৪) রূপনাৱানের কূলে জেগে উঠে কবি কী জানলেন?
উঃ রূপনারানের কূলে জেগে উঠে কবি জানলেন, এ জগৎ স্বপ্ন নয়।

৫) কবি রক্তের অক্ষৱে কী দেখলেন?
উঃ কবি রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ।

৬) কবি নিজেকে কীভাবে চিনলেন?
উঃ কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।

৭) কবিৱ কী উপলব্ধি হল এবং তাৱ ফলই বা কী হল?
উঃ কবির উপলব্ধি হল যে, সত্য কঠিন এবং তার ফল হল যে, কবি কঠিন সত্যকে ভালােবাসলেন।

৮) কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কেন?
উঃ কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কারণ সে কখনও বঞ্চনা করে না।

৯) কবিৱ এ জীবন কী বলে মনে হল?
উঃ কবির এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যার সিদ্ধি বলে মনে হল।

১০) কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় কেন?
উঃ কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় এজন্য যে, তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন।

১১) রূপনাৱানেৱ কূলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কীভাবে শােধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন?
উঃ জীবনভর দুঃখের যে তপস্যা চলেছে তাতে সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে মৃত্যুতে নিজেকে সমর্পণে প্রয়াসী হয়েছেন কবি রবীন্দ্রনাথ।

১২) ‘কঠিনেরে ভালােবাসিলাম’- কবি কেন ‘কঠিন’-কে ভালােবাসলেন?
উঃ অনেক দুঃখ, আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলদ্ধিজাত সত্য হল ভয়ানক কঠিন। কবি সেই কঠিনকে ভালােবাসলেন কঠিনকে ভালােবাসার কারণ এই।

রূপনারানের কূলে কবিতার অন্যান্য বড়ো প্রশ্নের উত্তরগুলো দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করো।

দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক PDF নোটের জন্য এই লিঙ্কে ক্লিক/টাচ করো 

বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে 

sikkhalaya

  • একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন
    একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ভূগোল...
  • আগুন নাটকে সতীশ চরিত্র
    আগুন নাটকে সতীশ চরিত্র শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য আগুন নাটকে সতীশ চরিত্র আলোচনাটি প্রদা করা হলো।...
  • চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা
    চোখের জলটা তাদের জন্য । দ্বাদশ শ্রেণি বাংলা শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা অলৌকিক গল্প থেকে চোখের জলটা তাদের জন্য...
  • মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর
    মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ছোট প্রশ্নের সেট এই মাধ্যমিক বাংলা ছোটপ্রশ্নের উত্তর প্রদান করা হলো।...
  • গুরুত্বপূর্ণ প্রতিবেদন । মাধ্যমিক বাংলা
    গুরুত্বপূর্ণ প্রতিবেদন । মাধ্যমিক বাংলা মাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের (www.sikkhalaya.in) পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন প্রদান করা হলো। দশম...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?