
MCQ প্রশ্নের উত্তরঃ
১) রুপ নারানের কূলে কবিতায় রূপনারান নদীটি কিসের প্রতিক ?
ক) কবির বাসস্থানের
খ) বিশ্ব সংসারের
গ) মৃত্যুর
ঘ)কল্পনার
উত্তর :– বিশ্ব সংসারের
২) কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন ?
ক) দর্পনে
খ) হৃদয়ে
গ) রক্তের অক্ষরে
ঘ) পল্লীগ্রামে
উত্তর :–রক্তের অক্ষরে
৩) কবি রবীন্দ্রনাথ নিজেকে চিনেছেন ?
ক) মানুষের সান্নিধ্যে
খ) অন্যকে ভালোবেসে
গ) কবিতার মধ্যে
ঘ) আঘাত ও বেদনায়
উত্তর :–আঘাত ও বেদনায়
৪)কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হলো ?
ক) দুর্বোধ্য
খ) অজ্ঞেয়
গ) কঠিন
ঘ) ব্যাখার অতীত
উত্তর :–কঠিন
৫) ” রূপনারানের কূলে ” কবিতাটি যে কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল ?
ক) প্রান্তিক
খ) জন্মদিন
গ) শেষ লেখা
ঘ) শেষ সপ্তক
উত্তর :–শেষ লেখা
উত্তর :–১১
৭)কবি রবীন্দ্রনাথ জেগে উঠেছেন ?
ক) গোদাবরী কূলে
খ) কাবেরীর কূলে
গ) রূপনারানের কূলে
ঘ) দামোদরের কূলে
উত্তর :–রূপনারানের কূলে
৮) ” রূপনারানের কূলে ” কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হল ?
ক) সোনার
খ) রক্তের
গ) জলের
ঘ) শিক্ষার
উত্তর :–রক্তের
৯) ” চিনিলাম ––––”
ক) আপনারে
খ) তোমারে
গ) তাহারে
ঘ) সকলে
উত্তর :–আপনারে
১০) যে কখনো বঞ্চনা করে না , সে হল ?
ক) মিথ্যা
খ) বন্ধু
গ) জননী
ঘ) সত্য
উত্তর :–সত্য
উত্তর :–১৩ মে, ১৯৪১
১২) ” রূপনারানেরকূলে ” কবিতাটি রচিত হয় ?
ক) কলকাতায়
খ) শান্তিনিকেতনে
গ) কালিম্পং_ এ
ঘ) কাশিয়াং _এ
উত্তর :–শান্তিনিকেতনে
অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ
১। রুপনাৱানের কুলে’ কবিতাটি কোন্ কবির জীবনের কোন পর্বেৱ ৱচনা?
উ: ‘রূপনারানের কূলে’ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে মৃত্যুর কিছুদিন আগের রচনা।
২। রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কোথায়, কোন সময়ে রচিত হয়?
উ: ‘রূপনারানের কূলে’ কবিতাটি শান্তিনিকেতনের উদয়নে ৩০ বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দে (১৩ মে ১৯৪১ খ্রিস্টাব্দে) রাত্রি
৩টে ১৫ মিনিটে রচিত হয়।
৩। রূপনাৱানেৱ কূলে’ কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘শেষলেখা’ কাব্যগ্রন্থ থেকে ‘রূপনারানের কূলে’ কবিতাটি নেওয়া হয়েছে।
৪। পনাৱানের কূলে জেগে উঠে কবি কী জানলেন?
উ: রূপনারানের কূলে জেগে উঠে কবি জানলেন, এ জগৎ স্বপ্ন নয়।
৫। কবি রক্তের অক্ষৱে কী দেখলেন?
উ: কবি রক্তের অক্ষরে দেখলেন আপনার রূপ।
৬। কবি নিজেকে কীভাবে চিনলেন?
উ: কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।
৭। কবিৱ কী উপলা হল এবং তাৱ ফলই বা কী হল?
উ: কবির উপলব্ধি হল যে, সত্য কঠিন এবং তার ফল হল যে, কবি কঠিন সত্যকে ভালােবাসলেন।
৮। কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কেন?
উ: কবি উপলব্ধিজাত কঠিন সত্যকে ভালােবাসলেন, কারণ সে কখনও বঞ্চনা করে না।
৯। কবিৱ এ জীবন কী বলে মনে হল?
উ: কবির এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যার সিদ্ধি বলে মনে হল।
১০। কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় কেন?
উ: কবির মৃত্যুতে সকল দেনা শােধ করে দেওয়ার অভিপ্রায় এজন্য যে, তাতে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবেন।
১১। রূপনাৱানেৱ কূলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কীভাবে শােধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন?
উ: জীবনভর দুঃখের যে তপস্যা চলেছে তাতে সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে মৃত্যুতে নিজেকে সমর্পণে প্রয়াসী হয়েছেন কবি রবীন্দ্রনাথ।
১২। “কঠিনেরে ভালােবাসিলাম’—কবি কেন ‘কঠিন’কে ভালােবাসলেন?
উ: অনেক দুঃখ, আঘাত ও বেদনাময় তপস্যায় উত্তীর্ণ উপলদ্ধিজাত সত্য হল ভয়ানক কঠিন। কবি সেই কঠিনকে ভালােবাসলেন কঠিনকে ভালােবাসার কারণ এই।
রূপনারানের কূলে কবিতার অন্যান্য বড়ো প্রশ্নের উত্তরগুলো দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করো।
- কীভাবে হাতের লেখা সুন্দর করা যায়কীভাবে হাতের লেখা সুন্দর করা যায়: লেখার সময় পেন্সিল খুব শক্ত করে ধরা বা অতিরিক্ত
- কম্পিউটার ফান্ডামেন্টালকম্পিউটার কি ? কম্পিউটারের বাংলা অর্থ হল গণকযন্ত্র বা গণনার যন্ত্র বা মেশিন। কম্পিউটার আসলে হল একধরণের সাধারণ উদ্দেশ্যে ব্যবহৃত একটা
- গুপ্তধনগুপ্তধন- রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে “রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটগল্প “গুপ্তধন” পাঠকদের জন্য পোষ্ট
- কারক ও বিভক্তি নির্ণয়কারক ও বিভক্তি নির্ণয় শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু কারক ও বিভক্তি নির্ণয়
- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ নিম্নে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলা সাজেশন প্রদান করা হলো। শিক্ষালয়