শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সমাস থেকে এই পোষ্টে দ্বিগু সমাস সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো।
দ্বিগু সমাসঃ
‘দ্বিগু’ শব্দটির অর্থ হল দুটি (দ্বি) গোরু (গো) দিয়ে যা কেনা হয়েছে। যে সমাসে পূর্বপদে একটি সংখ্যাবাচক শব্দ থাকে এবং সমস্তপদটি পরপদের সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলা হয়। সংস্কৃতে দ্বিগু সমাস তিন প্রকার। কিন্তু বাংলায় কেবল সমাহার দ্বিগুর প্রচলন রয়েছে।
যেমন-
পঞ্চবটী= পঞ্চ বটের সমাহার
সপ্তাহ= সপ্ত অহের সমাহার
ত্রিলোক = ত্রি (তিন) লোকের সমাহার
শতাব্দী= শত অব্দের সমাহার
সমাহার দ্বিগু ছাড়া অন্য যেক’টি দ্বিগু সমাসজাত শব্দ বাংলায় রয়েছে তাদের ব্যাসবাক্য একটু পৃথক হয়।
যেমন-
এককড়ি= এক কড়ি মূল্যে ক্রীত
তিনকড়ি= তিন কড়ি মূল্যে ক্রীত
পাঁচকড়ি= পাঁচ কড়ি মূল্যে ক্রীত
সাতকড়ি= সাত কড়ি মূল্যে ক্রীত
ন’কড়ি= নয় কড়ি মূল্যে ক্রীত
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে