মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সমাস MCQ প্রদান করা হলো। শিক্ষার্থীরা ইতিপূর্বে সমাসের যে আলোচনাগুলি প্রদান করা হয়েছে, তা পড়ে খুব সহজেই এই সমাস MCQ প্রশ্নের উত্তরগুলি করতে পারবে।
সমাস MCQ:
(১) সমাসের বুৎপত্তি হল—
(ক) সমা √আস + অ (খ) সমা √অস + অ (গ) সম্- √অস + অ (ঘ) সম্ + আস ।
(২) ব্যাসবাক্যের প্রথম পদকে বলে —
(ক) সমস্যমান পদ (খ) ব্যাসবাক্য (গ) পূর্বপদ (ঘ) পরপদ ।
(৩) উভয় পদের অর্থ প্রাধান্য পায়—
(ক) দ্বন্দ্ব সমাসে (খ) দ্বিগু সমাসে (গ) তৎপুরুষ সমাসে (ঘ) বহুব্রীহি সমাসে ।
(৪) সমাসবদ্ধ পদে নতুন অর্থ সৃষ্টি করে —
(ক) তৎপুরুষ সমাসে (খ) বহুব্রীহি সমাসে (গ) কর্মধারয় সমাসে (ঘ) দ্বিগু সমাসে ।
(৫) ‘বিস্ময়াপন্ন’ সমাসের ব্যাসবাক্য —
(ক) বিস্ময় দ্বারা আপন্ন (খ) বিস্ময়কে আপন্ন (গ) বিস্ময়ে আপন্ন (ঘ) বিস্ময়ের নিমিত্ত আপন্ন ।
(৬) ‘দিনে দিনে’ ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হল—
(ক) প্রতিদিন (খ) রোজ দিন (গ) দিনদিন (ঘ) ফি দিন ।
(৭) ‘গিরিশ’ এর ব্যাসবাক্য হল—
(ক) গিরির ঈশ (খ) গিরিকে ঈশ (গ) গিরিতে শয়ন করে যে (ঘ) গিরীর ঈশ ।
(৮) উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে —
(ক) উপপদ তৎপুরুষ (খ) নিত্য সমাস (গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস ।
(৯) উপমান কর্মধারয় সমাসের পূর্বপদটি হয়—
(ক) বিশেষ্য (খ) বিশেষণ (গ) অব্যয় (ঘ) বিশেষণের বিশেষণ ।
(১০) যে সমাসে উপমেয় ও উপমানের অভেদ কল্পনা করা হয় তা হল-
(ক) উপমিত কর্মধারয় (খ) উপমেয় কর্মধারয় (গ) রূপক কর্মধারয় (ঘ) উপমান কর্মধারয়
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে