মাকু

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মাকু উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা মাকু উপন্যাসটি ভালো করে রিডিং পড়ে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

মাকু উপন্যাস থেকে শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা পূর্বের প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করো 

১) ‘ষষ্ঠী ঠাকরুন ওকে  খেয়ে ফেলেনি তো’- কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল?
উঃ কথাটি টিয়া সোনাকে উদ্দেশ্য করে বলেছিল। সে কথাটি মাকুকে উদ্দেশ্য করে বলেছে। 

২) ‘ময়ূর নেচো না’- কথাটি কে বলেছিল? কেন বলেছিল ?
উঃ কথাটি টিয়া বলেছিল। কারণ ময়ূর না দিলে যদি বৃষ্টি পড়ে তাহলে বটতলার উনুন নিভে যাবে। ঘাস জমিতে খেলা বন্ধ হয়ে যাবে। 

৩) ‘কেউ দেখবার রইল না’ – এখানে কি দেখবার কথা বলা হয়েছে?

উঃ গাছ তলায় গামলা ভরা মাছ , বালতি ভরা মশলা মাখা মাংস, থলি ভরা বাসমতি চাল পড়েছিল। সেগুলি দেখবার কেউ ছিল না। 

৪) হোটেলওয়ালা সোনা-টিয়াকে জন্মদিনে কি উপহার দিয়েছিল ?  

উঃ সরু লেন্সের পাড় -দেওয়া ছোট্ট দুটি সাদা রেশমি রুমাল।

৫) টিকিট বিক্রি করে সং-দের থলিতে কত টাকা জমা হয়েছিল ? 

উঃ দেড় হাজারেরও বেশি দশ পয়সা জমা হয়েছিল।

৬) জাদুকর হোটেলওয়ালার জন্মদিনে সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল ? 

উঃ দুটি সাদা খরগোশের বাচ্চা উপহার দিয়েছিল। 

৭) মাকুকে পাওয়া গেছে শুনেছো? কে কিভাবে মাকুকে পেয়েছিল? 

উঃ হোটেলওয়ালা বাঁশ বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে পড়া মাকুকে পেয়েছিল।

৮) মাকুকে কতদিনের চাবি দেয়া হয়েছিল?

উঃ মাকুকে পনেরো দিনের চাবি দেওয়া হয়েছিল। 

৯) ‘তাকে আমরা বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছি’- কারা কাকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছিল? 

উঃ সোনাটিয়া পেয়াদাকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছিল।

১০) ‘টিয়ার সবটাতেই সর্দারী’- এখানে টিয়া কি সর্দারি করেছিল?

উঃ ঘড়িয়ালা কিছু বলার আগেই মাকুর পুট করে নাকের কলটা টিপে দিয়েছিল। 

১১) ‘মাকু বলল- বাপ’- কখন মাকু বাপ বলেছিল? 

উঃ যখন ঘড়িওয়ালা গম্ভীর গলায় ছেলে বলেছিল।  

১২) ঘাস জমির মাঝখানে পুরনো যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটির নাম কি ?

উঃ শিরীষ গাছের কথা বলা হয়েছে। 

১৩) খেলায় কে রিং মাস্টার হয়েছিল ?

উঃ হোটেলওয়ালা খেলায় রিং মাস্টার হয়েছিল। 

১৪) ‘ওই ইঁদুর ধরো’- কে কাকে উদ্দেশ্য করে এই নির্দেশ দিয়েছিল ?

উঃ ঘড়িওয়ালা হোটেলওয়ালাকে উদ্দেশ্য করে মাকুকে এই নির্দেশ দিয়েছিল। 

১৫) ঘাস জমিতে রাতে খেলা দেখানোর সময় কিসের আলো জ্বালানো হয়েছিল ?

উঃ ঘাস জমিতে রাতে খেলা দেখানোর সময় ডে-লাইটের আলো জ্বালানো হয়েছিল।

১৬) পরীদের রানীর সঙ্গে কার বিয়ে হয়েছিল?

উঃ পরীদের রানীর সঙ্গে মাকুর বিয়ে হয়েছিল। 

১৭) হোটেল মালিক আসলে কি ছিল?

উঃ নোটো মাস্টার অর্থাৎ নোটো অধিকারী ছিল হোটেল মালিক। 

১৮) খেলা শেষে সবাই কি বলেছিল ?

উঃ খেলা শেষে সবাই সাধু সাধু বলেছিল।

১৯) পেয়াদা আসলে কে ছিল? 

উঃ পেয়াদা আসলে ছিল পোস্টঅফিসের পিয়ন। 

২০) পোস্ট অফিসের পিয়ন বনের মধ্যে এসেছিল কেন ?

উঃ কারণ সং এর লটারি তে টাকা পড়েছিল।সেই খবর দিতে। 

২১) সং এর লটারিতে কত টাকা পড়েছিল?

উঃ পাঁচ হাজার টাকা। 

২২) সং এর লটারি টিকিটিরের আধখানা কে খুঁজে দিয়েছিল?

উঃ সোনা। 

২৩) ‘তাইতো ওটাকে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছি’- -এখানে  মাকুর চাবিকাঠি টা আসলে কি ছিল?

উঃ লটারি টিকিট। 

২৪) মাকু গল্পে পুলিশ সাহেব সোনাটিয়ার সম্পর্কে কে ছিল?

উঃ পিসেমশাই। 

২৫) ‘ও তোমরা পারবেনা দাড়ি-মোচ দিয়ে করতে হয়’ – কি করার কথা কে বলেছে ?

উঃ এখানে স্বর্গের সুরুয়া রান্নার কথা বলা হয়েছে। 

২৬) মাকু আসলে কে ছিল? 

উঃ সোনাটিয়ার পিসেমশাই অর্থাৎ পুলিশ অফিসার। 

২৭) আমাকে কিন্তু বাঘের গর্তে ফেলেছিল কথাটি কে কাঁধে উদ্দেশ্যে বলেছিল এবং কাকে বলেছিল? 

উঃ কথাটি পোস্ট অফিসের পিয়ন সোনাটিয়াদের উদ্দেশ্যে পুলিশ সাহেবকে বলেছিল। 

২৮) পোস্ট অফিসের পিয়ন কিভাবে বাঘ ধরার ফাঁদ থেকে উঠেছিল?

উঃ পিয়ন যখন গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, সেখানে আরও তিনটি পেয়াদা ছিল। তখন তাদের সাহায্য নিয়ে সে ঠেলে ঠেলে উঠেছিল।  

২৯) জন্মদিনে পরীদের নেমন্তন্ন হয়নি কেন?

উঃ পরিরা মধু ছাড়া অন্য কিছু খায় না। 

…… আরো প্রশ্নের উত্তর দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে। 

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোটের জন্য এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?