ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার পেজে তাদের রাষ্টবিজ্ঞান (Pol Science) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ।। একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারঃ 

১) ভারতের সংবিধান রচনা করেছিল – গণপরিষদ

২) যে সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি ‘সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র’ বলে ঘোষণা করা হয় – 42 তম

৩) ভারত একটি – ধর্মনিরপেক্ষ রাষ্ট্র

৪) ভারতের সংবিধান – প্রধানত লিখিত

৫) ভারতীয় সংবিধান – আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়

৬) ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে – সর্ববৃহৎ

৭) ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা হল – 395 নং ধারা 

৮) ভারতের সংবিধানে যেরূপ শাসনব্যবস্থা গৃহীত হয়েছে – সংসদীয়

৯) ভারতের সংবিধান কার্যকর হয় – 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

১০) ভারতের সংবিধানে বর্তমানে মোট ধারা ও তপশিল আছে – 470টি ধারা ও 12টি তপশিল

১১) লিখিত সংবিধানে প্রাধান্য থাকে – বিচার বিভাগের

১২) সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের – 326 নং ধারায় 

১৩) সংবিধানের যে ধারা খুবই অনমনীয় – 368 নং ধারা 

১৪) ভারতের সংবিধানের ‘প্রস্তাবনা’ সংশোধিত হয়েছে – 1 বার

১৫) যে সংবিধান সংশোধনীতে ১১ তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে – 86 তম

১৬) যে দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে – আয়ার্ল্যান্ডের

১৭) সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দযুগল এসেছে – 1976 খ্রিঃ 

১৮) ভারতের সংবিধানের জনক বলা হয় – বি আর আম্বেদকরকে

১৯) ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হল – সুপ্রিমকোর্ট 

২০) ভারতে সংবিধান সংশোধনের পদ্ধতি আছে – 3টি

২১) বর্তমানে ভারতের সংবিধানে তালিকা আছে – 12টি

২২) যে সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় – 42তম

২৩) ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে – 11টি

২৪) ভারতীয় সংবিধান – আংশিক অনমনীয়

২৫) ভারতীয় সংবিধানে তপশিল আছে – 12টি

২৬) ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে – বিচারযোগ্য নয়

২৭) যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দদুটি যুক্ত হয় – 42তম

২৮) যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় – 52তম

২৯) নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে সংবিধানের যে অংশে – চতুর্থ অংশে

৩০) মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের যে অংশে – তৃতীয় অংশে

৩১) মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে সংবিধানের যে অংশে – চতুর্থ অংশে

৩২) ভারতে যেমন নাগরিকত্ব স্বীকৃত – এক নাগরিকত্ব

৩৩) ‘ভারতীয় সংবিধান হল বুর্জোয়া জমিদারদের সংবিধান’ কথাটি বলেছেন – এ আর দেশাই

৩৪) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন – জওহরলাল নেহরু

৩৫) স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন – জি ভি মভলঙ্কর

৩৬) ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় – 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট

৩৭) ভারতের সংবিধান কার্যকরী হয় – 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি

৩৮) ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় – 1976 খ্রিস্টাব্দে 

৩৯) ‘সমাজতান্ত্রিক’ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয় – 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 

৪০) বর্তমানে ভারতীয় সংবিধানে তপশিল আছে – 12 টি

৪১) যে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলীন্য হারায় – 1978 খ্রিঃ 

৪২) স্বাধীনতা লাভের পর ভারতে যে বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে – অর্থনৈতিক

৪৩) সংবিধানের যে অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে – চতুর্থ-ক

৪৪) জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল – 1975 খ্রিঃ 

৪৫) সংবিধানের যে ধারায় মন্ত্রীসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে – 75 নং

৪৬) যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে – 61 তম 

৪৭) ভারতে প্রায় যতগুলি ভাষায় মানুষ কথা বলে – 845 টি 

৪৮) বর্তমান সময়কাল পর্যন্ত ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে – 106 বার 

৪৯) যে দেশের সংবিধানের অনুকরণে প্রস্তাবনা যুক্ত হয়েছে – মার্কিন যুক্তরাষ্ট্র

৫০) সংবিধানের যে অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে – চতুর্থ

৫১) সংবিধানের যে অংশটিকে ড. আম্বেদকর ‘অভিনব বৈশিষ্ট্য’ বলে উল্লেখ করেছিলেন – প্রস্তাবনা

৫২) সংবিধানের যে অংশটি আদালতের এক্তিয়ার বহির্ভূত – প্রস্তাবনা

৫৩) ভারতীয় সংবিধানের যে তপশিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত ক্ষমতা বণ্টন করা হয়েছে – সপ্তম

৫৪) ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাস হয়- 1951 খ্রিস্টাব্দে 

৫৫) ভারতের সংবিধান সংশোধনে যার সম্মতি প্রয়োজন – রাষ্ট্রপতির

৫৬) মূল সংবিধানে যে শব্দটি ছিল না – ধর্মনিরপেক্ষ

৫৭) ধর্মনিরপেক্ষতার অর্থ হল – সব ধর্মের সমান মর্যাদা

৫৮) ভারতীয় সংবিধানের যে ধারায় ‘অভিন্ন দেওয়ানি বিধি’ গঠনের কথা বলা হয়েছে – 44 নং ধারা

৫৯) ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হল – সুপ্রিম কোর্ট 

৬০) ভারতীয় সংবিধানে ‘সমাজতন্ত্র’ শব্দটি যুক্ত হয়েছে – 1976 খ্রিস্টাব্দে

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?