বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের বাছাইকরা MCQ

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ (Part 2) প্রশ্নের উত্তর প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ (Part 2) প্রশ্নের উত্তর পাঠ করে তাদের একাদশ শ্রেণি বাংলা সেমিস্টার ১ পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের বাছাইকরা MCQ : 

১) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতা – গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

২) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি যে মূল গল্পের অনুবাদ – আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস্

৩) বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির অনুবাদক হলেন – মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

৪) পেলাইওরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার – তৃতীয় দিনে

৫) বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেরেছিল – বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে

৬) মরা কাঁকড়াগুলোকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল- কারণ – ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল

৭) পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল – জ্বরে

৮) যে দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে অছে – মঙ্গলবার থেকে

৯) ‘মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে’ কারণ – তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তাই

১০) ‘সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে’ – ‘বিষণ্ণ’ শব্দের অর্থ হল – ভারাক্রান্ত

১১) ‘সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই-ধূসর বস্তু’ – কারণ- পরপর তিনদিন একনাগাড়ে বৃষ্টি হচ্ছিল

১২) বেলাভূমির বালি দেখতে হয়েছিল যেন – কাদা আর পচা খোলকমাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ

১৩) ‘ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ’ – ‘দগদগে’ শব্দের অর্থ হল – দগ্ধ বা ক্ষতযুক্ত

১৪) দুপুরবেলায় আলো দুর্বল হয়ে আসায় পেলাইওর অসুবিধা হয়েছিল – উঠোনের পিছনে কি ছটফট করছে তা দেখা

১৫) দেবদূতকে প্রথম দেখেছিল – পেলাইও 

১৬) ‘তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো’, কারণ – বৃষ্টির জন্য দুপুরবেলাতেই আলো দুর্বল ছিল

১৭) ‘কিছুতেই উঠতে পারছে না, তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে’- কারণ – বুড়োটি কাদার মধ্যে মুখে গুঁজে উপুড় হয়ে শুয়ে ছিল তাই উঠতে পারছিল না

১৮) পেলাইওর স্ত্রীর নাম – এলিসেন্দা 

১৯) ‘সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে’- আঁতকে উঠেছিল – পেলাইও

২০) পেলাইও যখন এলিসেন্দার কাছে ছুটে গেল তখন এলিসেন্দা – ছেলের মাথায় জলপট্টি দিচ্ছিল

২১) ‘পড়ে-থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল’- কারণ – শরীরটা ছিল বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োর

২২) বুড়োর পরনে ছিল – ন্যাকড়াকুডুনির পোশাক

২৩) বৃদ্ধ লোকটির অবস্থা ছিল – ঝোড়ো কাকের প্র-প্রপিতামহের করুণ দশার মতো

২৪) ‘পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে’ – কারণ – অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠেকছিল

২৫) পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল – ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক

২৬) পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছোল যে থুরথুরে বুড়ো কানো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, কারণ- বুড়ো খালাশিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলেছিল 

২৭) ওরা যেভাবে এই সিদ্ধান্তে পৌঁছোল যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক – তার খালাশিদের মতো রিনরিনে গলা শুনে

২৮) ‘তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পড়োশিনিকে ডেকে আনলে’ – এখানে ‘তাকে’ বলতে বোঝানো হয়েছে – থুরথুরে বুড়োকে

২৯) প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল – বাচ্চা চুরি করতে

৩০) ওদের পড়োশিনির মতে বুড়ো ‘দেবদূত’ ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, কারণ – সে বুড়োহাবড়া হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গিয়েছিল

৩১) পেলাইওরা বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি, কারণ – স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শনরূপে সে ছিল দেবদূত

৩২) ‘সারা বিকেল তার উপর নজর রাখলে’ – নজর রেখেছিল – পেলাইও

৩৩) বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রেখেছিল – মুরগির খাঁচায়

৩৪) ‘বৃষ্টি যখন ধরে এল’ – বৃষ্টি ধরে এসেছিল – মাঝরাত্রে

৩৫) ‘তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল’ কারণ – ওদের বাচ্চার জ্বর ভালো হয়ে গিয়েছিল

৩৬) পরদিন ওরা ঠিক করল যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে, কারণ- তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল

৩৭) উষার প্রথম আলো ফোটামাত্র পেলাইও এবং এলিসেন্দা দেখতে পায় – মুরগির খাঁচার সমানে পাড়ার সব লোক এসে হাজির

৩৮) স্থানীয় পাদরি সাহেবের নাম হল – গোনসাগা

৩৯) পাদ্রে গোনসাগা উপস্থিত হয়েছিলেন – সকাল সাতটার আগেই 

৪০) যারা সহজসরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিলেন – পুরপিতা

৪১) রুষ্ট প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধ জয় হবেই – সেনাপতি 

৪২) যাজক হওয়ার আগে গোনসাগা ছিলেন – কাঠুরে

৪৩) বুড়োকে খেতে দেওয়া হয়েছিল – ফলের খোসা ও ছোটো হাজরির উচ্ছিষ্ট

৪৪) পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর, ফেরেব্বাজ, কারণ – বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না

৪৫) পাদ্রে গোনসাগা সকলকে যা বলে হুঁশিয়ার করে দিলেন – রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার অভ্যাস আছে

৪৬) পাদ্রে গোনসাগা যে বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন – সাদাসিধে লোক হওয়ার ঝুঁকি কতটা

৪৭) বৃদ্ধ অজ্ঞাত লোকটিকে দেবদূত ভাবার কারণ হল – বৃদ্ধটির বড়ো বড়ো দুটি ডানা ছিল 

৪৮) পাদ্রে গোেনসাগা চিঠি লিখেছিলেন – বিশপকে

৪৯) ‘আর্চবিশপ’ হলেন – খ্রিস্টীয় ধর্মের প্রধান পুরোহিত

৫০) ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল – সঙিনসমেত সেনাবহিনীকে

৫১) ‘ডাকতে হলো সঙ্গিনসমেত সেনাবাহিনীকে’- ‘সঙ্গিন’ শব্দের অর্থ হল – বন্দুকের ডগায় লাগানো ছোরা

৫২) ‘শেষটায় তার মাথায় খেলে গেল’ – এলিসেন্দার মাথায় খেলে গিয়েছিল – উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে দর্শনি আদায় করা যাবে

৫৩) দূর দূরান্তর থেকে এসেছিল – কৌতূহলীরা

৫৪) দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনি হিসেবে অর্থ ধার্য করে – পাঁচ সেন্ট

৫৫) সার্কাস দলের দড়বাজিকরের ডানাগুলোকে দেখাচ্ছিল – নক্ষত্র বাদুড়ের মতো

৫৬) জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এসেছিল – দেবদূতের আশীর্বাদ নিয়ে সুস্বাস্থ্য ফিরে পেতে

৫৭) বৃদ্ধকে দেখতে আসা পোর্তুগিজ লোকটির না ঘুমোনোর কারণ – তারাদের কোলাহল

৫৮) ঘুমে হাঁটা লোকটির প্রধান সমস্যা ছিল – জেগে থাকা অবস্থায় যাবতীয় করা কাজ রাত্তিরে ঘুমের ঘোরে হেঁটে গুবলেট করে দিত

৫৯) পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ – ভিড় করে আসা জনতার প্রণামিতে তাদের ঘর ঠেসে গিয়েছিল

৬০) ‘এই দেবদূত ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থূল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি’, কারণ – তার এই ধার-করা নীড়ে কীভাবে একটু আরাম পাবে সেই চেষ্টা করছিল

৬১) ‘গোড়ায় তাকে ওরা ন্যাপথালিন খাওয়াবার চেষ্টা করেছিল’, কারণ – পড়োশিনি বলেছিল ন্যাপথলিন দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত

৬২) জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য – ন্যাপথলিন

৬৩) ডানাওয়ালা বুড়ো লোকটা খায় – বেগুনভর্তা

৬৪) থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল – ধৈর্য

৬৫) ‘পরভূৎ’ শব্দের অর্থ হল – অন্যকে লালনকারী

৬৬) মেয়েটি মাকড়শা হয়েছিল কারণ – সে তার পিতা-মাতার অবাধ্য হয়েছিল 

৬৭) মেয়েটি গিয়েছিল – এক জলসায় 

৬৮) মেয়েটির দিকে ছুঁড়ে দেওয়া হত – মাংসের বড়া 

৬৯) মেয়েটিকে দেখবার জন্য দেবদূতের থেকে মূল্য দিতে হত – কম 

৭০) কুষ্ঠরোগীর গা থেকে গজিয়েছিল – সুর্যমুখী ফুল 

৭১) পেলাইও ইস্তফা দিয়েছিল যে কাজে – সাধ্যপালের 

৭২) রোজ রাত্রে দেবদূতের আসতো – জ্বর 

৭৩) স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল – এলিসেন্দা 

৭৪) একদিন সকালে এলিসেন্দা কাটছিল – পেঁয়াজকলির গুচ্ছ

৭৫) দেবদূতকে উড়ে যেতে দেখা গিয়েছিল – কাল্পনিক ফুটকির মতো  

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-bengali-semester-1

একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-english-note-new-syllabus

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-pol-science-first-semester-question-answers

একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

class-eleven-education-first-semester-question-answers

একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-history-first-semester-question-answers

একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-eleven-geography-first-semester-question-answers

একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?