নবম শ্রেণি বাংলাঃ আবহমান

আবহমান

প্রশ্নমানঃ৩

১)“যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া”- প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।

২)“কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে”- কার কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।  

৩)“কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৪)“নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৫)“তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 

DOWNLOAD (PDF)

 

bengali questions

You cannot copy content of this page

Need Help?