laxmir vandar

হলদিবাড়িতে লক্ষ্মীর ভান্ডারের জন্য অতিরিক্ত দিনের ঘোষণা

দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হলদিবাড়ি পৌর এলাকায় জনসাধারণের বিপুল আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ১৬, ১৮ ও ১৯ আগষ্টের দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার বিভাগে জনজোয়ার দেখা গিয়েছে। মানুষকে এই পরিষেবা প্রদানের লক্ষ্যে নির্ধারিত দিনগুলির পাশাপাশি আরো চার দিন চারটি ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিশেষ ক্যাম্পগুলিতে শুধুমাত্র হলদিবাড়ি পৌরসভার অন্তর্গত ১১টি ওয়ার্ডের নাগরিকদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ফর্ম প্রদান ও জমা নেওয়া হবে। এই বিশেষ ক্যাম্পগুলিতে দুয়ারে সরকারের অন্যান্য কাজগুলি করা হবে না, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের কাজগুলি করা হবে। 

এবারে দেখে নেওয়া যাক, হলদিবাড়ি পৌরসভার কোন ওয়ার্ডের জন্য কবে কোথায় এই বিশেষ ক্যাম্পগুলি করা হবেঃ- 

  • ২৮/০৮/২০২১- পূর্বপাড়া প্রাইমারি স্কুল (১,২ ও ১১ নম্বর ওয়ার্ড)

  • ০৩/০৯/২০২১- হলদিবাড়ি মার্কেট কমপ্লেক্স (৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ড)

  • ০৪/০৯/২০২১- উত্তরপাড়া প্রাইমারি স্কুল (৯ ও ১০ নম্বর ওয়ার্ড)

  • ০৭/০৯/২০২১- হলদিবাড়ি গার্লস হাই স্কুল (৬,৭ ও ৮ নম্বর ওয়ার্ড)

 

হলদিবাড়িতে দুয়ারে সরকারের ক্যাম্প কবে কোথায় ও কোন পরিষেবার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে তা জানতে টাচ/ক্লিক করুন এই লেখাটিতে

 

sikkhalaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page