হলদিবাড়িতে দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভান্ডার

হলদিবাড়িতে দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভান্ডার

 

আগামী ১৬ই আগষ্ট থেকে হলদিবাড়িতে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কর্মসুচি। দুয়ারে সরকারে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কার্স্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জহর, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, একশ দিনের কাজ, স্টুডেন্টস্‌ ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আধার কার্ডের কাজ, জমি সংক্রান্ত নানাবিধ কাজ , বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রভৃতি সুবিধাগুলি প্রদান করা হবে।

১৬ই আগষ্ট থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত হলদিবাড়িতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে শহরের চারটি নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট দিনগুলিতে দুয়ারে সরকারের সুবিধাগুলি প্রদান করা হবে। এক নজরে দেখে নেওয়া যাক কবে ও কোথায় হলদিবাড়িতে এই ক্যাম্পগুলি হবে-  

এবারে দেখে নেওয়া যাক কি কি পরিষেবা দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে পাওয়া যাবে- 

dware sarkar

 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করা যাবে দুয়ারে সরকারের মাধ্যমে। কারা কারা আবেদন করতে পারবেন ও কি কি ডকুমেন্টস জমা করতে হবে তা দেখে নেওয়া যাক- 

laxmir vandar

লক্ষ্মীর ভান্ডারে আবেদনের সময় যে সকল নথিপত্রগুলি জমা করতে হবে-  

laxmir vandar

অন্যান্য প্রকল্পগুলোর জন্য যে সকল নথিপত্রের প্রয়োজন হবে সেগুলো দেখে নেওয়া যাকঃ- 

dware sarkar

Dware sarkarDware sarkarDware SarkarDware sarkarDware sarkarDware sarkarDware sarkar

 

You cannot copy content of this page

Need Help?