অষ্টম শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Eight Health & Physical Education Model Activity Task

January, 2022

অষ্টম শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে ২০২২ নতুন শিক্ষাবর্ষে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

 

 

১) সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করােঃ ১*৬ = ৬

(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্তার _____________ l

উত্তরঃ পূর্ণবিকাশ

(খ) শারীরশিক্ষা হল শিক্ষার সেই অংশ, যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির _____________ গড়ে ওঠে।

উত্তরঃ আচরণবিধি

(গ) শারীরশিক্ষার অবদান সমাজ জীবনে _____________ l

উত্তরঃ অনস্বীকার্য

(ঘ) শারীরশিক্ষার জৈবিক প্রয়ােজনীয়তা হল _____________ l

উত্তরঃ সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ

(ঙ) স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল _____________ l

উত্তরঃ নমনীয়তা

(চ) দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হলাে _____________ l

উত্তরঃ সমন্বয় সাধন

সকল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

model activity task january 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

২) বাম-স্তম্ভের সঙ্গে ডান-স্তম্ভের সমতাবিধান করাে। ১*৪ = ৪

উত্তরঃ

(ক) গতি- ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব

(খ) প্রতিক্রিয়া সময়- নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময়

(গ) নমনীয়তা- অস্থিসন্ধি সঞ্চালন ক্ষমতা

(ঘ) ক্ষিপ্রতা- শাটল রান

অষ্টম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে

class eight bengali model activity task january 2022

অষ্টম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

 

৩) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০

(ক) আধুনিক জীবনে শারীরশিক্ষার প্রয়ােজনীয়তা ব্যক্ত করাে।

উত্তরঃ

আধুনিক জীবনে শারীরশিক্ষার প্রয়োজনীয়তাঃ

আধুনিক জীবনে শারীর শিক্ষার প্রয়ােজনীয়তা অপরিসীম, যা নিম্নে আলোচনা করা হলো-

শিশুর সর্বাঙ্গিণ বিকাশ ঘটানো;

শারীরিক বৃদ্ধি ও উন্নতি সাধন;

বৌদ্ধিক বিকাশ সাধন;

প্রক্ষোভিক গুণাবলির বিকাশ ও তার নিয়ন্ত্রণ;

সামাজিক সমন্বয়সাধন ঘটানো;

শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা;

স্নায়ু ও পেশির সমন্বয়সাধন করা;

মূল্যবােধের বিকাশ ঘটানো;

নেতৃত্বদান ও গণতান্ত্রিক চেতনার বিকাশ সাধন;

বিনােদন প্রদান।

অষ্টম শ্রেণির ভূগোল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

অষ্টম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

 

(খ) ১৯১১ সালের ঐতিহাসিক আই এফ এ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানাে লেখাে।

উত্তরঃ

ঐতিহাসিক আই.এফ.এ শিল্ড জয়ঃ

১৯১১ সালে মােহনবাগান পরাধীন ভারতে আই.এফ.এ শিল্ডে অংশগ্রহণ করে। মিডলসেক্স এর বিরুদ্ধে জয়লাভ করে মোহনবাগান দল ফাইনালে ওঠে। ফাইনালে মােহনবাগানের প্রতিপক্ষ ছিল তৎকালীন সেরাদল ইস্টইয়র্কশায়ার রেজিমেন্ট

এই ফাইনাল খেলার সাথে ভারতীয়দের জাতীয়সম্মান তথা বাঙালির আত্মসম্মান জড়িত ছিল। দেশাত্মবােধে উদ্বুদ্ধ হয়ে সকলে মাঠে নামে। খেলার প্রথমার্ধ থেকেই উত্তেজনা ছিল চরমে। হাফ-টাইমের পরেই শুরু হয় মােহনবাগানের মুহুর্মুহু আক্রমণ। খেলা শেষের মাত্র কয়েকমিনিট আগে অভিলাষ ঘােষের গোলে মােহনবাগানের জয় সুনিশ্চিত হয়। ২-১ গোলের ব্যবধানে মোহনবাগান পরাজিত করে ব্রিটিশ ইস্টইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে।

এই জয় ভারতের খেলাধুলার ইতিহাসে ফাইলফলক স্বরূপ। সেইদিন সমগ্র দেশ তথা বাংলায় নেমে এসেছিল অকাল দীপাবলি। ইস্টইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দেশের মানুষের মনে দেশাত্মবোধ, বৈপ্লবিক চেতনা জাগিয়ে তুলতে সমর্থ হয়েছিল এগারোজন বাঙালি ফুটবলার। আর তাই রূপক সাহা রচনা করেছেন তাঁর “একাদশে সূর্যদ্বয়” গ্রন্থটি।

সকল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

model activity task january 2022

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে।


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

 

sikkhalaya.in
শিক্ষালয়, অনুপম ধর
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?