
কারক ও বিভক্তি
একটি বাক্যে সকল কারকের উদাহরণঃ
নিম্নোক্ত বাক্যসমূহে ছয়টি কারক উপস্থাপন করা হলো:
উদাহরণ ১ঃ
বেগম সাহেবা প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।
এখানে-
* বেগম সাহেবা - ক্রিয়ার সাথে কর্তৃসম্বন্ধ
* চাল - ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ
* হাতে - ক্রিয়ার সাথে করণ সম্বন্ধ
* গরিবদের - ক্রিয়ার সাথে সম্প্রদান (কর্ম) সম্পর্ক
* ভাঁড়ার থেকে - ক্রিয়ার সাথে অপাদান সম্পর্ক
* প্রতিদিন - ক্রিয়ার সাথে অধিকরণ সম্পর্ক
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপদেট লাভ করতে এই লেখাতে ক্লিক করতে হবে
উদাহরণ ২ঃ
দানবীর রাজা হর্ষবর্ধন প্রয়াগের মেলায় রাজভাণ্ডার থেকে স্বহস্তে দরিদ্র প্রজাদের অর্থসম্পদ বিতরণ করতেন।
এখানে-
* দানবীর রাজা হর্ষবর্ধন - ক্রিয়ার সাথে কর্তৃসম্বন্ধ
* অর্থসম্পদ - ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধ
* স্বহস্তে - ক্রিয়ার সাথে করণ সম্বন্ধ
* দরিদ্র প্রজাদের - ক্রিয়ার সাথে সম্প্রদান (কর্ম) সম্পর্ক
* রাজভাণ্ডার থেকে - ক্রিয়ার সাথে অপাদান সম্পর্ক
* প্রয়াগের মেলায় - ক্রিয়ার সাথে অধিকরণ সম্পর্ক
কারক ও বিভক্তি সম্পর্কে বিষদে জানতে এবং বাংলা ব্যাকরণের অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে