বিভক্তি ও তার শ্রেণিবিভাগ

বিভক্তি ও তার শ্রেণিবিভাগ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ বিষয় নিয়মিত প্রদান করা হয়। আজকে আমরা আলোচনা করবো বিভক্তি সম্পর্কে। বিভক্তি কাকে বলে ও তার শ্রেণিবিভাগগুলি সম্পর্কে ধারনা লাভ করলে আমরা কারক নির্ণয়ের সময়ে খুব সহজেই বিভক্তিও নির্দেশ করতে পারবো।

○ বিভক্তি কাকে বলে?  

উঃ  যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি (লেখ্যরূপে, বর্ণ বা বর্ণসমষ্টি) শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে।     

বিভক্তি শব্দের আক্ষরিক অর্থ হল বিভাজন। কিন্তু ব্যাকরণে বিভক্তি বোঝায় সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে যা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগি করে তুলে। শব্দ+বিভক্তি=পদ

বিভক্তি মূলত দুই প্রকার। যথা- 

 

১) শব্দ বিভক্তিঃ 

উঃ যে বিভক্তি শব্দকে পদে (নামপদে) পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে। যেমন- এ, কে, রে, তে, য়, র, এর এবং শূন্য বিভক্তি।

উদাহরণ:- 

  • এ বিভক্তি- পাগলে সবই বলে।
  • কে বিভক্তি- ভুতকে ভয় পেয়ো না।
  • রে বিভক্তি- দেবতারে প্রণাম করিও।
  • তে বিভক্তি- তিনি কলকাতাতে থাকেন।
  • য় বিভক্তি- কলকাতায় সব পাওয়া যায়।
  • র বিভক্তি- বাবার যোগ্য ছেলে।
  • এর বিভক্তি- বাপের ব্যাটা।
  • শূন্য বিভক্তি- যেমন বাবা তেমন ছেলে।

 

○ শূন্য বিভক্তি কাকে বলে?  

উঃ ব্যাকরণের নিয়ম হল, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তবেই শব্দ পদে পরিণত হয় এবং বাক্যে ব্যবহারের উপযোগি হয়ে ওঠে। কিন্তু যদি কোনো পদের সঙ্গে আক্ষরিক অর্থে কোনো বিভক্তি যুক্ত থাকে না তবে ব্যাকরণের খাতিরে ধরে নেওয়া হয় যে একটি বিভক্তি যুক্ত আছে। এই বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি বলে।

 

২) ক্রিয়া বিভক্তিঃ  

উঃ ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ক্রিয়া বিভক্তি বলে।

যেমন- ছি, ছে, ছেন ইত্যাদি। 

************************************************************

○ নির্দেশকঃ  

উঃ যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি (লেখ্যরূপে, বর্ণ বা বর্ণসমষ্টি) নামপদের সঙ্গে যুক্ত হয় এবং নামপদটির বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে।

যেমনঃ- 

একবচনের নির্দেশক– টি, টা, টো, টে।

বহুবচনের নির্দেশক– গুলি, গুলো।

কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ

১) বিভক্তি ও তার শ্রেণিবিভাগ 

২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য 

৩) কারক ও অকারক পদ 

৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ 

৫) কর্মকারক ও তার শ্রেণিবিভাগ 

৬) করণকারক ও তার শ্রেণিবিভাগ

৭) নিমিত্ত কারক

৮) অপাদান কারক 

৯) অধিকরণ কারক 

বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য নোটগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?