শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরন থেকে ‘বাক্য পরিবর্তন ।। দশম শ্রেণি বাংলা ব্যাকরণ ।। পর্ব ৩’ প্রদান করা হলো। এই আলোচনার শেষে শিক্ষার্থীদের জন্য বাক্য থেকে পরবর্তী আলোচনাগুলির লিঙ্কও প্রদান করা হয়েছে।
নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করোঃ
১) হোমটাক্স হয়ে ওঠে নি। (অস্তর্থ্যক)
অস্তর্থ্যকঃ হোমটাক্স বাকি আছে।
২) তপন বইটা ফেলে রেখে চলে যায়। (যৌগিক)
যৌগিকঃ তপন বইটা ফেলে রাখে এবং চলে যায়।
৩) কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। (অস্তর্থ্যক)
অস্তর্থ্যকঃ কিন্তু আমারই হাতে কলম আছে।
৪) বাইরে ফেললে গোরু খেয়ে নিলে অমঙ্গল। (জটিল)
জটিলঃ বাইরে ফেললে যদি গোরু খেয়ে নেয় তবে অমঙ্গল।
৫) আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। (জটিল এবং যৌগিক)
জটিলঃ আমাদের যে কালি তৈরির পদ্ধতি ছিল তা ছিল সহজ।
যৌগিকঃ আমাদের কালি তৈরি হতো এবং সেই পদ্ধতি ছিল সহজ।
৬) সকলেই জানেন। (প্রশ্নবোধক)
প্রশ্নবোধকঃ কে না জানেন?
৭) গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। (যৌগিক)
যৌগিকঃ হরিদা গল্প শুনলেন এবং খুব গম্ভীর হয়ে গেলেন।
৮) কিন্তু সে কি করে সম্ভব? (নস্তর্থ্যক)
নস্তর্থ্যকঃ কিন্তু তা সম্ভব নয়।
বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৯) খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। (বিস্ময়সূচক)
বিস্ময়সূচকঃ বাঃ ! কি চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা।
১০) কলকাতা জয়ের ইতিহাস তুমি জান। (নস্তর্থ্যক এবং জটিল)
নস্তর্থ্যকঃ কলকাতা জয়ের ইতিহাস তোমার অজানা নয়।
জটিলঃ কলকাতা জয়ের যে ইতিহাস তা তুমি জান।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে