শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের অন্তর্গত বাচ্য থেকে আলোচনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাচ্য থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি তৈরি করলে বিশেষভাবে উপকৃত হবে। শিক্ষালয়ের পক্ষ থেকে বাচ্য থেকে আরো কিছু গুরুত্বপুর্ণ আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

১) বাচ্য কাকে বলে?

উঃ বাচ্য শব্দের আভিধানিক অর্থ হলো কথনীয়। কোন বাক্যের সমাপিকা ক্রিয়া, কর্তা ও কর্মের সম্পর্ক ঠিক কীভাবে ঘটেছে, বাক্যের যে লক্ষণ বা প্রকাশভঙ্গি থেকে তা জানা যায় তাকে বাচ্য বলে।

 

২) বাচ্য কত প্রকার ও কী কী?

উঃ বাংলা ভাষায় বাচ্য চার প্রকার।

যথা-

১) কর্তৃবাচ্য

২) কর্মবাচ্য

৩) ভাববাচ্য

৪) কর্মকর্তৃবাচ্য।

 

৩) কর্তৃবাচ্য কাকে বলে?

উঃ বাক্যে যখন  উদ্দেশ্য ও কর্তা অভিন্ন হয় এনং ক্রিয়া সে কর্তার প্রাধান্য মেনে তার সঙ্গে সংগতি রক্ষা করে, তখন তাকে কর্তৃবাচ্য বলে।

যেমনঃ

 অনন্যা গান করে।

 

৪) সকর্মক কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ কর্তৃবাচ্যে সমাপিকা ক্রিয়াটি সকর্মক হলে, সেই কর্তৃবাচ্যকে সকর্মক কর্তৃবাচ্য বলা হয়।

যেমনঃ

অনন্যা বই পড়ে।

 

৫) অকর্মক কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ কর্তৃবাচ্যের সমাপিকা ক্রিয়াটি যদি অকর্মক হয়, তবে সেই কর্তৃবাচ্যকে অকর্মক কর্তৃবাচ্য বলে।

যেমনঃ

অনন্যা খায়।

 

৬)কর্মবাচ্য কাকে বলে?

উঃ বাক্যের বিধেয় অংশে থাকা কর্ম, কর্তার ভূমিকা গ্রহণ করলে এবং ক্রিয়াপদ তার সঙ্গে সংগতি রক্ষা করলে, তাকে কর্মবাচ্য বলে।

যেমনঃ

   অনন্যার দ্বারা ফুল তোলা হয়।

 

৭) ভাববাচ্য কাকে বলে?

উঃ যে বাক্যে ক্রিয়া বিশেষ্যরুপ গ্রহণ করে ও বাক্যে প্রধানভাবে অবস্থান করে এবং ক্রিয়ার ভাবটিই অর্থগতভাবে প্রধান হয়, তাকে ভাববাচ্য বলে।

যেমনঃ

 অনন্যার কোথায় থাকা হয়।

 

৮) কর্মকর্তৃবাচ্য কাকে বলে?

উঃ যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।

যেমনঃ

কলমটা চলছে না।  

নিম্নে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক প্রদান করা হলোঃ 

 

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করুনঃ sikkhalaya

You cannot copy content of this page