সপ্তম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা জানুয়ারি ২০২২

Class Seven Model Activity Task Bengali 

January, 2022 

সপ্তম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা

জানুয়ারি, ২০২২

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে  নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

 

১) ঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ ১*৩=৩

১.১) ছন্দে বাঁধা- খ) রাত্রি-দিন

১.২) জীবন হবে- ঘ) পদ্যময় 

১.৩) ‘দিন দুপুরে_____ ডাকে’- খ) পাখির 

Sikkhalaya

২) নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাওঃ ১*৩=৩

২.১) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন?

উত্তরঃ কবি “অজিত দত্ত” তাঁর “ছন্দে শুধু কান রাখো” কবিতায় মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। 

 

২.২) ‘ছন্দ শোনা যায় নাকো’।- কখন ছন্দ শোনা যায় না?

উত্তরঃ কবি “অজিত দত্ত” তাঁর “ছন্দে শুধু কান রাখো” কবিতায় বলেছেন যে, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। 

 

২.৩) ‘কেউ লেখেনি আর কোথাও’- কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? 

উত্তরঃ কবি “অজিত দত্ত” তাঁর “ছন্দে শুধু কান রাখো” কবিতায় বলেছেন যে, নদীর স্রোতের ছন্দ যদি আমরা আমাদের মনের মাঝে উপলব্ধি করতে পারি তবে আমরা বুঝতে পারবো যে, তেমন ছড়া আর কেউ কোথাও লেখেনি। 

sikkhalaya

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৩*৩=৯

৩.১) ‘মনের মাঝে জমবে মজা’।- মনের মধ্যে কীভাবে মজা জমে ওঠে?

উৎসঃ

কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে। 

মনের মধ্যে জমে ওঠা মজাঃ

কবি বলেছেন যে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশের মাঝেই ছন্দ লুকিয়ে রয়েছে। কিন্তু সেই ছন্দকে মনের মাঝে উপলবধি করতে হলে আমাদের কান ও মন দিয়ে প্রকৃতির ছন্দের সংকেতকে আত্মস্থ করতে হবে। তাহলেই আমরা আমাদের এই ভুবনটাকে নতুন করে চিনতে পারবো। আর তখনই আমাদের মনের মাঝে মজা জমবে ও আমাদের জীবন পদ্যময় হয়ে উঠবে। 

 

৩.২) ‘পদ্য লেখা সহজ নয়’- পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে?

উৎসঃ 

কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি চয়ন করা হয়েছে। 

পদ্য লেখার কঠিনতাঃ

কবি তার এই কবিতায় অত্যন্ত দক্ষতার সাথে প্রকৃতির কাব্যিক ছন্দের সাথে পাঠককূলের পরিচয় করিয়েছেন। কবি দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে জানিয়েছেন যে, আমরা যদি আমাদের লৌকিক দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে প্রকৃতির ছন্দে অবগাহন করতে না পারি, আমরা যদি আমাদের মন-প্রাণ দিয়ে প্রকৃতির ছন্দকে উপলবধি করবার প্রচেষ্টা না করি, তবে আমাদের পক্ষে পদ্য লেখা কঠিনতর হয়ে উঠবে। 

 

৩.৩) ‘চিনবে তারা ভুবনটাকে’- কীভাবে ভুবনকে চেনা সম্ভব হবে?

উৎসঃ

কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গৃহীত হয়েছে। 

ভুবনকে চেনার উপায়ঃ

কবি বলেছেন আমাদের পরিবেশে ছড়িয়ে রয়েছে বিবিধ প্রাকৃতিক ছন্দ সংকেত। আমরা যদি পারস্পরিক দ্বন্দ্ব ভুলে আমাদের সকল অনুভূতি একত্রিত করে বিশ্বপ্রকৃতির স্বরূপ উদ্‌ঘাটনে প্রবৃত্ত হই, তাহলেই আমরা প্রকৃতির সকল ছন্দকে আমাদের হৃদয় দিয়ে উপলবদ্ধি করতে সক্ষম হবো। তাই যারা কান ও মন দিয়ে সকল ছন্দ শুনবে, তারাই ছন্দ সুরের সংকেতে ভুবনকে তার প্রকৃত রূপে চিনতে সমর্থ হবে। 

class sevenসপ্তম শ্রেণি বাংলা

৪) নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখোঃ ৫

‘কিচ্ছুটি নয় ছন্দহীন’- ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। 

উৎসঃ

কবি “অজিত দত্ত” রচিত “ছন্দে শুধু কান রাখো” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গ্রহণ করা হয়েছে। কবি তাঁর এই কবিতায় যেন ছন্দের সাগরে অবগাহন করেছেন। 

কবির চোখে ছন্দের পরিচয়ঃ

কবি তাঁর সমগ্র কবিতা জুড়েই বিবিধ ছন্দের দৃষ্টান্ত তুলে ধরেছেন। কবি বলেছেন আমরা যদি কান ও মন দিয়ে উপলবদ্ধি করি তবে আমরা ঝড়-বাদল, জ্যোতস্নাতে ছন্দ খুঁজে পাবো। পাখি ও ঝিঁঝির ডাকের মধ্যেও যে অপরূপ ছন্দ লুকিয়ে আছে তার পরিচয়ও কবি প্রদান করেছেন। নদীর স্রোতের ছন্দের ন্যায় কোনো ছড়া রচিত হয় নি বলে কবির বিশ্বাস। 

প্রাকৃতিক ছন্দের মাঝে কবি যান্ত্রিক ছন্দকেও তাঁর কবিতার মাধ্যমে উপস্থাপিত করেছেন। আর তাই তিনি লিখেছেন-

“ছন্দ বাজে মোটর চাকায়

            ছন্দে চলে রেলগাড়ি

   জলের ছন্দে তাল মিলিয়ে

                        নৌকো জাহাজ দেয় পাড়ি।”

কবি আরো বলেছেন যে, ঘড়ির কাঁটার চলার মাঝে, দিন-রাত্রির পর্যায়ক্রমিক পরিবর্তনেও ছন্দ রয়েছে। এই বিশ্বের প্রতিটি কোণেই ছন্দ লুকিয়ে রয়েছে বলে কবির বিশ্বাস। আর সেই ছন্দকে উপলবদ্ধি করে পদ্য রচনা করতে আমাদের দ্বন্দ্বহীন নির্বিরোধী মনের প্রয়োজন বলে কবি অজিত দত্ত জানিয়েছেন।  

 


সকল শ্রেণির অ্যাক্টিভিটি টাস্ক ২০২২ দেখতে ক্লিক/টাচ করো নিম্নের ছবিতে 

model activity task january 2022


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

sikkhalaya.in

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?