Class Seven Health & Physical Education Model Activity Task
January, 2022
সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শারীর শিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক
জানুয়ারি, ২০২২
করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।
১) বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখােঃ ১*৩= ৩
(ক) “শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তােলে।”- কে বলেছেন?- (iii) স্বামী বিবেকানন্দ
(খ) “শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে। অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম-এর রক্ষা করে এবং সংরক্ষণ করে।”- কে বলেছেন?- (ii) প্লেটো
(গ) “তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তােলে।”- কে বলেছেন?- (ii) রবীন্দ্রনাথ ঠাকুর
সপ্তম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্ক ২০২২
২) শূন্যস্থান পূরণ করােঃ ১*৫= ৫
(ক) শারীরশিক্ষার লক্ষ্য হল শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার __________ বিকাশসাধন।
উত্তরঃ পরিপূর্ণ
(খ) শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানাের ধাপগুলির __________ ।
উত্তরঃ সমষ্টিকে
(গ) শরীর চর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমনাস্টিকস, অ্যাথলেটিকস্, বিনােদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার __________ বিস্তৃত।
উত্তরঃ পরিধি
(ঘ) __________ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে।
উত্তরঃ ড্রিল
(ঙ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে __________ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা।
উত্তরঃ বসবাসের
সপ্তম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে
সপ্তম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২
৩) টীকা লেখােঃ ২*২= ৪
(ক) শরীরচর্চাঃ
অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর, সৌন্দর্যময় পেশিবহুল শরীরলাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বােঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শরীরচর্চা বলা হয়ে থাকে।
(খ) অ্যাথলেটিক্সঃ
‘অ্যাথলেটিক্স’ শব্দটি গ্রিক শব্দ ‘অ্যাথলস’ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযােগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা যেতে পারে। কিন্তু সংকীর্ণ অর্থে অ্যাথলেটিকস বলতে ট্রাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বােঝায়।
যেমন- ফুটবল, কবাডি, দৌড়ােনাে প্রভৃতি।
সপ্তম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২
৪) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাওঃ ২*৪= ৮
(ক) শারীরশিক্ষার লক্ষ্য বলতে কী বােঝাে লেখাে।
উত্তরঃ শারীরশিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক ভাবে সক্ষম করে তােলা এবং তার নৈতিক গুণাবলি ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানাে, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিকরূপে পরিচিতি লাভে সহায়তা করে।
(খ) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করাে।
উত্তরঃ
শারীরশিক্ষার বিবিধ উদ্দেশ্যগুলি নিম্নরূপ-
♣ প্রাক্ষোভিক বিকাশ
♣ দক্ষতার বিকাশ
♣ স্বাস্থ্য বিকাশ
♣ শারীরিক তন্ত্রগত বিকাশ
♣ সামাজিক বিকাশ
অনলাইন MCQ কুইজে অংশগ্রহণ করে সার্টিফিকেট পেয়ে যান শিক্ষালয়ের পক্ষ থেকে
(গ) বিনােদন বলতে কী বােঝাে লেখাে।
উত্তরঃ
বিনোদনঃ
বিনােদন হলাে স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তিলাভ করে। বিনােদনের প্রধান চারটি শর্ত হলাে-
১) অবসর সময়
২) স্বেচ্ছায় অংশগ্রহণ
৩) সমাজ স্বীকৃত কাল এবং
৪) সহজাত তৃপ্তিলাভ।
দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনােদনের ভূমিকা উল্লেখযােগ্য। বিনােদনকে প্রত্যক্ষ বিনােদন, পরােক্ষ বিনােদন, সৃজনশীল বিনােদন এই তিন ভাগে ভাগ করা যায়।
(i) প্রত্যক্ষ বিনােদন- ক্রিকেট খেলা
(ii) পরােক্ষ বিনােদন- মাঠে ক্রিকেট খেলা দেখা
(iii) সৃজনশীল বিনোদন- ক্রিকেট খেলা বিষয়ক প্রবন্ধ লেখা।
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করো
সপ্তম শ্রেণির বাংলা MCQ মক টেষ্ট
(ঘ) জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করাে।
উত্তরঃ
জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যঃ
♣ জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা;
♣ কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা;
♣ সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা;
♣ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা।
পঞ্চম থেকে দশম শ্রেণির সকল অ্যাক্টিভিটি টাস্কের জন্য ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে
শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে।