বাংলার শিক্ষা পোর্টালে অনলাইন ক্লাস

Online Class in Banglar Shiksha Portal

“করোনা থেকে থাকতে দূরে বিদ্য্যালয় আজ ঘরে ঘরে”

করোনাকালীন পরিস্থিতিতে যখন পুনরায় বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ হয়ে রয়েছে তখন স্কুল শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরিচালনায় বিগত শিক্ষাবর্ষের ন্যায় এই শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষকেরা তাদের প্রতিদিন এক ঘন্টা করে তাদের পাঠ্য বিষয়গুলির বিবিধ সমস্যা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই নম্বরে ফোন করে তাদের পাঠ্য বিষয়গুলির সহায়তা অভিজ্ঞ শিক্ষকদের থেকে গ্রহণ করতে পারবে।

নিম্নে বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) কবে কখন কোন ক্লাসের কি ক্লাস হবে বা কোন ক্লাসের শিক্ষার্থীরা কবে কখন ফোন করতে পারবে তার তথ্য প্রদান করা হলো-

১) বাংলার শিক্ষা পোর্টালে (Banglar Shiksha Portal) অনলাইন ক্লাস বা টোল ফ্রি নম্বরে শিক্ষা সহায়তা শুরু হয়েছে ১৭ জানুয়ারি থেকে।

২) ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা টোল ফ্রি নম্বরে ফোন করে অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর দ্বারা তাদের বিষয় সম্পর্কে থাকা সমস্যার সমাধান করে নিতে পারবে।

৩) ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নম্বরটি হলো ১৮০০১২৩২৮২৩ (টোল ফ্রি- শিক্ষার্থীদের ফোন করতে অর্থ লাগবে না)।

৪) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রণির শিক্ষার্থীরা ফোন করবে সকাল ১০.৩০টা থেকে দুপুর ১.৩০টার মধ্যে।

৫) নতুন শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ফোন করবে দুপুর ১.৩০টা থেকে বিকাল ৪.৩০টার মধ্যে।

৬) ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই টোল ফ্রি নম্বরটি রবিবার বন্ধ থাকবে। রবিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সময়ে টেলি সহায়তা প্রদান করা হবে।

৭) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস নেওয়া হবে জি ২৪ ঘন্টা নিউজ চ্যানেলের মাধ্যমে।

৮) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।

৯) সোমবার থেকে শুক্রবার প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই লাইভ ক্লাসগুলি চলবে।

১০) মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস হবে মঙ্গল ও বৃহঃস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

১১) উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলি হবে সোমবার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

১২) নির্দিষ্ট বিষয়ের অনুষ্ঠানের আগের দিন বেলা ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা নিজের নাম, ক্লাস, স্কুলের নাম, জেলা এবং বিষয়ের উল্লেখ করে হোয়াটসঅ্যাপ বা ই-মেইলের মাধ্যমে সেই বিষয়ের প্রশ্ন করতে পারবে। অনুষ্ঠান চলাকালীন ফোন করার জন্যও বিশেষ নম্বর প্রদান করা হবে।

১৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা ৯৮৩০৪০৯৭৭৩ নম্বরে হোয়াটসঅ্যাপ করে তাদের প্রশ্ন পাঠাতে পারবে।

১৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা [email protected] মেইল আইডিতেও ইমেইল করে তাদের প্রশ্ন পাঠাতে পারবে।

১৫) নির্দিষ্ট দিনের লাইভ অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের পাঠানো প্রশ্নের উত্তরগুলির সমাধান আলোচনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের লাইভ ক্লাসের পূর্ণাঙ্গ সূচিপত্র দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে

২০২২ শিক্ষাবর্ষের লাইভ ক্লাসের ভিডিওগুলি পরবর্তীতে দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে

বিগত শিক্ষাবর্ষের নবম থেকে দ্বাদশ শ্রেণির লাইভ ক্লাসের রেকর্ড ভিডিওগুলি দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে

বিগত শিক্ষাবর্ষের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির লাইভ ক্লাসের রেকর্ড ভিডিওগুলি দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?