ভারতের রাজ্য ও রাজধানী

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ভারতের রাজ্য ও রাজধানী সম্পর্কিত তথ্য প্রদান করা হলো। 

 

অঙ্গরাজ্য ও তাদের রাজধানীঃ 

১) অন্ধ্রপ্রদেশ– হায়দ্রাবাদ-1 নভেম্বর 1956

২) অরুণাচল প্রদেশ– ইটানগর- 20 ফেব্রুয়ারি 1987

৩) অসম– দিসপুর- 26 জানুয়ারি 1950

৪) বিহার– পাটনা- 26 জানুয়ারি 1950

৫) ছত্তিশগড়– রায়পুর- 1 নভেম্বর 2000

৬) গােয়া– পানাজি- 30 মে 1987

৭) গুজরাট– গান্ধীনগর- 1 মে 1960

৮) হরিয়ানা– চন্ডিগড়- 1 নভেম্বর 1966

৯) হিমাচল প্রদেশ– সিমলা- 25 জানুয়ারি 1971

১০) ঝাড়খন্ড– রাঁচি- 15 নভেম্বর 2000

১১) কর্ণাটক– বেঙ্গালুরু- 1 নভেম্বর 1956

১২) কেরালা– তিরুবন্তপুরম- 1 নভেম্বর 1956

১৩) মধ্যপ্রদেশ– ভােপাল- 1 নভেম্বর 1956

১৪) মহারাষ্ট্র– মুম্বাই- 1 মে 1960

১৫) মনিপুর– ইমফল- 21 জানুয়ারি 1972

১৬) মেঘালয়– শিলং- 21 জানুয়ারি 1972

১৭) মিজোরাম– আইজল- 20 ফেব্রুয়ারি 1987

১৮) নাগাল্যান্ড– কোহিমা- 1 ডিসেম্বর 1963

১৯) ওড়িশা– ভুবেনশ্বর- 26 জানুয়ারী 1950

২০) পাঞ্জাব– চন্ডিগড়- 1 নভেম্বর 1955

২১) রাজস্থান– জয়পুর- 1 নভেম্বর 1955

২২) সিকিম– গ্যাংটক- 16 মে 1975

২৩) তামিলনাড়ু– চেন্নাই- 26 জানুয়ারি 1950

২৪) তেলাঙ্গানা– হায়দ্রাবাদ- 2 জুন 2014

২৫) ত্রিপুরা– আগরতলা- 21 জানু 1972

২৬) উত্তরপ্রদেশ– লখনৌ- 26 জানুয়ারী 1950

২৭) উত্তরাখন্ড– দেরাদুন- 9 নভেম্বর 2000

২৮) পশ্চিমবঙ্গ– কোলকাতা- 1 নভেম্বর 1956

 

কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীঃ 

১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ– পোর্ট ব্লেয়ার- 1 নভেম্বর 1956

২) চণ্ডীগড়– চণ্ডীগড়- 1 নভেম্বর 1966

৩) দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ– দামান- 26 জানুয়ারী 2020

৪) দিল্লি– নয়াদিল্লি- 9 মে 1905

৫) জম্মু ও কাশ্মীর– শ্রীনগর (গ্রীষ্ম) জম্মু (শীত)- 31 অক্টোবর 2019

৬) লাক্ষাদ্বীপ– কাভরততি- 1 নভেম্বর 1956

৭) পন্ডিচেরি– পন্ডিচেরি- 1 নভেম্বর 1954

৮) লাদাখ– লেহ- 31 অক্টোবর 2019

 

সাধারণ জ্ঞান থেকে MCQ প্রশ্নের কুইজ প্রদান করতে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?