শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ভারতের রাজ্য ও রাজধানী সম্পর্কিত তথ্য প্রদান করা হলো।
অঙ্গরাজ্য ও তাদের রাজধানীঃ
১) অন্ধ্রপ্রদেশ– হায়দ্রাবাদ-1 নভেম্বর 1956
২) অরুণাচল প্রদেশ– ইটানগর- 20 ফেব্রুয়ারি 1987
৩) অসম– দিসপুর- 26 জানুয়ারি 1950
৪) বিহার– পাটনা- 26 জানুয়ারি 1950
৫) ছত্তিশগড়– রায়পুর- 1 নভেম্বর 2000
৬) গােয়া– পানাজি- 30 মে 1987
৭) গুজরাট– গান্ধীনগর- 1 মে 1960
৮) হরিয়ানা– চন্ডিগড়- 1 নভেম্বর 1966
৯) হিমাচল প্রদেশ– সিমলা- 25 জানুয়ারি 1971
১০) ঝাড়খন্ড– রাঁচি- 15 নভেম্বর 2000
১১) কর্ণাটক– বেঙ্গালুরু- 1 নভেম্বর 1956
১২) কেরালা– তিরুবন্তপুরম- 1 নভেম্বর 1956
১৩) মধ্যপ্রদেশ– ভােপাল- 1 নভেম্বর 1956
১৪) মহারাষ্ট্র– মুম্বাই- 1 মে 1960
১৫) মনিপুর– ইমফল- 21 জানুয়ারি 1972
১৬) মেঘালয়– শিলং- 21 জানুয়ারি 1972
১৭) মিজোরাম– আইজল- 20 ফেব্রুয়ারি 1987
১৮) নাগাল্যান্ড– কোহিমা- 1 ডিসেম্বর 1963
১৯) ওড়িশা– ভুবেনশ্বর- 26 জানুয়ারী 1950
২০) পাঞ্জাব– চন্ডিগড়- 1 নভেম্বর 1955
২১) রাজস্থান– জয়পুর- 1 নভেম্বর 1955
২২) সিকিম– গ্যাংটক- 16 মে 1975
২৩) তামিলনাড়ু– চেন্নাই- 26 জানুয়ারি 1950
২৪) তেলাঙ্গানা– হায়দ্রাবাদ- 2 জুন 2014
২৫) ত্রিপুরা– আগরতলা- 21 জানু 1972
২৬) উত্তরপ্রদেশ– লখনৌ- 26 জানুয়ারী 1950
২৭) উত্তরাখন্ড– দেরাদুন- 9 নভেম্বর 2000
২৮) পশ্চিমবঙ্গ– কোলকাতা- 1 নভেম্বর 1956
কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানীঃ
১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ– পোর্ট ব্লেয়ার- 1 নভেম্বর 1956
২) চণ্ডীগড়– চণ্ডীগড়- 1 নভেম্বর 1966
৩) দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ– দামান- 26 জানুয়ারী 2020
৪) দিল্লি– নয়াদিল্লি- 9 মে 1905
৫) জম্মু ও কাশ্মীর– শ্রীনগর (গ্রীষ্ম) জম্মু (শীত)- 31 অক্টোবর 2019
৬) লাক্ষাদ্বীপ– কাভরততি- 1 নভেম্বর 1956
৭) পন্ডিচেরি– পন্ডিচেরি- 1 নভেম্বর 1954
৮) লাদাখ– লেহ- 31 অক্টোবর 2019
সাধারণ জ্ঞান থেকে MCQ প্রশ্নের কুইজ প্রদান করতে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে